India vs West Indies 2023: ‘ফাইনালেও’ নেই বিরাট-রোহিত, একাদশে জোড়া পরিবর্তন

IND vs WI 2023, 3rd ODI: টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজের। তাদের সামনে সিরিজ জয়ের হাতছানি। সেই ২০০৬ সালে শেষ বার ভারতের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।

India vs West Indies 2023: ফাইনালেও নেই বিরাট-রোহিত, একাদশে জোড়া পরিবর্তন
Image Credit source: Twitter

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Aug 01, 2023 | 6:51 PM

অবাক সিদ্ধান্ত। সিরিজ নির্ণায়ক ম্যাচেও বিশ্রামে রোহিত শর্মা ও বিরাট কোহলি। সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ এগিয়ে ছিল ভারত। দ্বিতীয় ম্যাচে বিরাট-রোহিতকে বিশ্রাম দেওয়া হয়। ব্যাটিং ব্যর্থতায় ডুবেছে ভারত। সিরিজে সমতা ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের নজরে ঘরের মাঠে টানা ছটি দ্বিপাক্ষিক সিরিজ হার বাঁচানো। তেমনই ভারতের কাছে সুযোগ ছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয়ের রেকর্ড বজায় রাখা। যদিও এই ম্যাচেও বিরাট-রোহিতকে না ফেরানোর অবাক সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপের কথা মাথায় রেখে এই সিরিজে পরীক্ষার পথে হাঁটছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এতে সিরিজ হারলেও মাথাব্যথা নেই কোচ রাহুল দ্রাবিড়ের। গত ম্যাচে হারের পর চিন্তিত দেখায়নি অধিনায়ক হার্দিক পান্ডিয়াকেও। এই ম্যাচের একাদশে জোড়া পরিবর্তন। অবশেষে সুযোগ পেলে ঋতুরাজ গায়কোয়াড়। এখনও অবধি এর আগে দেশের হয়ে একটি মাত্র ওডিআই খেলার সুযোগ হয়েছিল। অবশেষে তাঁর সামনে আরও একটা সুযোগ। অক্ষর প্যাটেলের পরিবর্তে ঋতু। পেসার উমরান মালিকের জায়গায় একাদশে বাঁ হাতি পেসার জয়দেব উনাদকাট। দশ বছর পর দেশের হয়ে ওয়ান ডে খেলার সুযোগ জয়দেবের।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজের। তাদের সামনে সিরিজ জয়ের হাতছানি। সেই ২০০৬ সালে শেষ বার ভারতের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।

ভারতের স্কোয়াড- শুভমন গিল, ঈশান কিষাণ, ঋতুরাজ গায়কোয়াড়, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুর, জয়দেব উনাদকাট, কুলদীপ যাদব, মুকেশ কুমার

ওয়েস্ট ইন্ডিজ একাদশ- কাইল মেয়ার্স, ব্র্যান্ডন কিং, অ্যালিক আথানেজ, শেই হোপ, শিমরন হেটমায়ার, কেসি কার্টি, রোমারিও শেপার্ড, ইয়ানিক কারিয়া, আলজারি জোসেফ, গুডাকেশ মোতি, জেডেন সিলস