ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিইয়ে রাখল ভারত। প্রথম দু-ম্য়াচ হেরে ০-২ পিছিয়ে ছিল ভারতীয় দল। তৃতীয় টি-টোয়েন্টিতে সাত উইকেটের জয়। পাঁচ ম্যাচের সিরিজ এখন ২-১ অবস্থায়। সিরিজের বাকি দুটি ম্যাচ মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। শেষ দুটি ম্যাচ জিতে সিরিজ জয়েই নজর ভারতীয় দলের। এর জন্য অবশ্য বোলিং আক্রমণে কোনও আপোস করতে নারাজ হার্দিক পান্ডিয়া। তৃতীয় টি-টোয়েন্টিতে জয়ের পর পরিষ্কার করে দিলেন ভারত অধিনায়ক। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
গত দু-ম্যাচে হারের পর প্রশ্ন উঠেছিল ভারতের কম্বিনেশন নিয়ে। ভারতীয় বোলিং আক্রমণে যারা রয়েছেন তাঁদের ব্যাটের হাত ভরসাযোগ্য নয়। দ্বিতীয় ম্যাচের আগে মনে হয়েছিল, কোনও একজন রিস্ট স্পিনারকে বসিয়ে স্পেশালিস্ট ব্যাটার খেলানো হতে পারে। দ্বিতীয় ম্যাচে কুলদীপের চোট থাকায় রবি বিষ্ণোইকে খেলানো হয়। তৃতীয় ম্যাচেও একাদশে জোড়া পরিবর্তন করা হয়। যশস্বী জয়সওয়ালকে একাদশে নেওয়া হলেও বোলার কমানো হয়নি। কুলদীপ ফেরেন রবি বিষ্ণোইয়ের জায়গায়।
ম্যাচ শেষে হার্দিক পান্ডিয়া বলেন, ‘দল হিসেবেই আমরা সিদ্ধান্ত নিয়েছি, সাত ব্যাটারের কম্বিনেশনেই খেলব। ব্যাটিংয়ে সকলকেই দায়িত্ব নিতে হবে। যেমনটা এই ম্যাচে হল। ব্যাটাররা রান করলে, ৮ নম্বরে বাড়তি ব্যাটার প্রয়োজন হবে না।’ রান তাড়ায় অনবদ্য জুটি গড়েন সূর্যকুমার যাদব ও তিলক ভার্মা। আলাদা করে বলতে হয় স্কাইয়ের কথা। বিধ্বংসী ইনিংস খেলেন সূর্য। আইপিএলে একই দলে খেলেন সূর্য ও তিলক। তাঁদের বোঝাপড়াও অনবদ্য। স্কাই আউট হলেও শেষ দিকে তিলকের সঙ্গে ম্যাচ ফিনিশ করেন হার্দিক। অধিনায়ক আরও যোগ করলেন, ‘সূর্য-তিলক একসঙ্গে খেলে। ক্রিজে অনেক সময় কাটিয়েছে। বোঝাপড়া দুর্দান্ত। দলে সূর্যর মতো একজন ব্যাটার থাকা সবসময়ই বড় ব্যাপার। ও দায়িত্ব নিলে, দলের বাকিদের জন্যও ইতিবাচক বার্তা যায়।’