India vs West Indies 2023: মার্কিন মুলুকে মহারণ, সমতা ফেরানোয় নজর হার্দিকদের
IND vs WI 2023, 4th T20I Preview: ওয়ান ডে ফরম্যাটের মতো টি-টোয়েন্টিতেও ভরসা দিচ্ছেন বাঁ-হাতি রিস্ট স্পিনার। আজ দু-দলের নজর থাকবে আবহাওয়ার দিকেও। বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে টস জিতে পরে ব্যাটিংয়েই নজর থাকবে।
ক্যারিবিয়ানের পাট চুকেছে। এ বার মার্কিন মুলুকে হার্দিকরা। পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায়। তারই প্রস্তুতি যেন এই সফর। ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে ১-০ জিতেছে ভারত। ওয়ান ডে সিরিজে ২-১। টি-টোয়েন্টিতে পাঁচ ম্যাচের সিরিজ। প্রথম দু-ম্যাচে হেরে ব্যাকফুটে ছিল ভারত। তৃতীয় ম্যাচ জিতে সিরিজ জিইয়ে রেখেছে ভারতীয় দল। এখনও পরিস্থিতি ভারতের পক্ষে নয়। ফ্লোরিডায় পরপর দুটি ম্যাচ। আজ জিতলে তবেই পঞ্চম ম্যাচের গুরুত্ব থাকবে ভারতীয় শিবিরে। ওয়েস্ট ইন্ডিজের কাছে সুযোগ রয়েছে আজই সিরিজ নিশ্চিত করার। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
টি-টোয়েন্টি সিরিজে প্রথম দু-ম্যাচেই ব্যাটিংয়ে ডুবেছে ভারত। তবে এর মধ্যে উজ্জ্বল পারফরম্যান্স অভিষেক সিরিজ খেলতে নামা মিডল অর্ডার ব্যাটার তিলক ভার্মার। অভিষেক ম্যাচে ৩৯ রানের ইনিংস। পরের ম্যাচে হাফসেঞ্চুরি। তৃতীয় ম্যাচে সূর্যকুমার যাদব ও তিলক ভার্মার সৌজন্যেই ঘুরে দাঁড়ায় ভারত। যদিও ম্যাচ শেষে সমালোচনার মুখে পড়েছিলেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ম্যাচ জিততে তখন মাত্র ২ রান বাকি। হাতে ১৪টি ডেলিভারি। তরুণ ব্যাটার ৪৯ রানে খেলছিলেন। হার্দিক পান্ডিয়া ৬ মেরে ম্যাচ ফিনিশ করেন। তিলক ভার্মার কাছে সুযোগ ছিল টানা দু-ম্যাচে হাফসেঞ্চুরি করার। যদিও অধিনায়ক ম্যাচ ফিনিশ করায় সেই সুযোগ বাস্তবে পরিণত হয়নি।
গত ম্যাচে ব্যাটিংয়ে একটি পরিবর্তন করেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ঈশান কিষাণের পরিবর্তে খেলেন তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। অভিষেক ম্যাচে নজর কাড়তে পারেননি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত সংস্করণে চোখ ধাঁধানো ব্যাটিং করেন যশস্বী। তাঁর কাছে এই ম্যাচ পরীক্ষার। আরও একটা সুযোগ পেতেই পারেন যশস্বী। ভারতের বোলিং আক্রমণ অবশ্য ভালো পারফর্ম করছে। বিশেষ করে বলতে হয় কুলদীপ যাদবের কথা। ওয়ান ডে ফরম্যাটের মতো টি-টোয়েন্টিতেও ভরসা দিচ্ছেন বাঁ-হাতি রিস্ট স্পিনার। আজ দু-দলের নজর থাকবে আবহাওয়ার দিকেও। বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে টস জিতে পরে ব্যাটিংয়েই নজর থাকবে।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, রাত ৮টা, দূরদর্শন ও ফ্যানকোডে সম্প্রচার