ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সফর শেষের পথে। যদিও এক অর্থে ওয়েস্ট ইন্ডিজ সফর শেষও বলা যায়। টেস্ট, ওয়ান ডে সিরিজের পর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। আজ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি। লাউডারহিলে এই ম্যাচ ঘিরে আকর্ষণ তুঙ্গে। ভারতীয় ক্রিকেট দল আমেরিকায় ক্রিকেট খেলছে, এমনটা অহরহ হয় না। সে কারণেই আকর্ষণ বেশি। টেস্ট সিরিজ কার্যত এক তরফা হলেও, সীমিত ওভারে নজর কাড়ছে ওয়েস্ট ইন্ডিজ। শুধু তাই নয়, টি-টোয়েন্টি সিরিজে প্রথম দু-ম্যাচ জিতে এগিয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ। সে কারণেই এই সিরিজের আকর্ষণ আরও বেড়েছে। আজ ভারতের লক্ষ্য সিরিজে সমতা ফেরানো, রবিবার পঞ্চম ম্যাচটি নির্ণায়ক হবে। তেমনই ২-১ এগিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য আজই সিরিজ জিতে নেওয়া। এই ম্যাচে সেরা পারফরম্যান্সের প্রতিশ্রুতি ভারতের কোচের। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
প্রথম দু-ম্যাচে ভারতের হতাশার জায়গা ছিল ব্যাটিং। গত ম্যাচে সেই হতাশা মিটেছে। বোলিংয়ে ভারতের পারফরম্যান্স ভালো হলেও ধারাবাহিকতা নিয়ে কিছু ক্ষেত্রে অস্বস্তি থেকেছে। বিশেষ করে বলা যায়, প্রতিপক্ষকে চাপে ফেলার পর সেটা ধরে রাখতে না পারা। গত ম্যাচেও যেটা দেখা গিয়েছে। শেষ দিকে বিধ্বংসী ইনিংস খেলেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল। তাঁর ১৯ বলে ৪০ রানের অপরাজিত ইনিংস গুরুত্ববপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল। চতুর্থ টি-টোয়েন্টিতে সেরা পারফরম্যান্স উপহার দেবে দল, এমনটাই বলছেন বোলিং কোচ পারশ মামরে।
লাউডারহিলে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টির আগে বোলিং কোচ বলছেন, ‘গত ম্যাচে আমরা যে ভাবে ঘুরে দাঁড়িয়েছি, এখান থেকে এগিয়ে যাওয়ারই সুযোগ রয়েছে। একটা বিষয় অন্তত বোঝাতে পেরেছি, আমাদের টিমের সেই দক্ষতা রয়েছে। ব্যাটিং হোক বা বোলিং, ফিল্ডিং, টিমে প্রতিভার অভাব নেই। শেষ ম্যাচে আমরা যে ভাবে পারফর্ম করেছি, সেখান থেকে একটাই পথ, সামনে এগনোর। অনেক ক্ষেত্রে মরণ বাঁচন এই পরিস্থিতি গুলো টিমের জন্য ভালো। নিজেদের সেরা পারফরম্যান্স বেরিয়ে আসে। আর এই ম্যাচেও আমরা সেটাই করে দেখাতে চাই।’