ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বিধ্বংসী ব্যাটিংয়ে নজর কেড়েছিলেন যশস্বী জয়সওয়াল। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট অভিষেক হয়। প্রথম ম্যাচেই ১৭১ রানের ইনিংস। টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে অভিষেক হয় যশস্বীর। প্রথম ম্যাচ সুখকর হয়নি। মার্কিন মুলুকে পাড়ি দিয়েই সেই প্রত্যাশিত ছন্দে যশস্বী। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ ম্যাচে আর কিছুটা রান থাকলে হয়তো সেঞ্চুরিই পূর্ণ হত। কেরিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫১ বলে ৮৪ রানের অপরাজিত বিধ্বংসী ইনিংস যশস্বীর। শুভমনের সঙ্গে ওপেনিং জুটিতে ১৬৫! টি-টোয়েন্টি কেরিয়ারেও স্বপ্নের শুরু। তাঁকে নিয়ে উচ্ছ্বসিত অধিনায়ক হার্দিক পান্ডিয়াও। ম্যাচ শেষে যা বললেন, বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
কেরিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেই অর্ধশতরান। অনবদ্য ইনিংস খেলা যশস্বী বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট নিঃসন্দেহে সহজ নয়। তবে মাঠে নেমে খেলাটা উপভোগ করতে ভালোবাসি। হার্দিক ভাই এবং টিমের সকলকে সাপোর্ট স্টাফকে কৃতজ্ঞতা জানাতে চাই। ওরা যে ভাবে আমাকে সামলেছে, তারই প্রভাব এই ইনিংস।’ টেস্টে সেঞ্চুরি করেছিলেন। টি-টোয়েন্টিতে এমন অনবদ্য ইনিংস। মানসিকতা কী থাকে? যশস্বী যোগ করলেন, ‘দলের প্রয়োজন অনুযায়ী খেলার চেষ্টা করি। ওপেনার হিসেবে পাওয়ার প্লে-তে দ্রুত বেশি রান তোলায় নজর থাকে। শুরুতে পিচ এবং পরিস্থিতি বুঝতে একটু সময় নিই।’
শুভমন গিল-যশস্বী জয়সওয়াল জুটি প্রসঙ্গে অধিনায়ক হার্দিক পান্ডিয়া বলছেন, ‘ওদের দক্ষতা নিয়ে কোনও সন্দেহ নেই। আরও এক বার সেটা দেখিয়ে দিল শুভমন, যশস্বী। ক্রিজে কিছুটা সময় কাটানো প্রয়োজন ছিল। ব্যাটিং বিভাগ হিসেবে আমাদের আরও দায়িত্ব নিতে হবে এবং বোলারদের সহযোগিতা করতে হবে। আমি সবসময়ই বিশ্বাস করি, বোলাররাই ম্যাচ জেতায়। এই ম্যাচে যশস্বী-শুভমন অনবদ্য খেলেছে।’