India vs West Indies 2023: ‘অনেক ক্ষেত্রে হার ভালো, শিক্ষা নেওয়া যায়’, সিরিজ শেষে হার্দিক

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Aug 14, 2023 | 1:25 AM

IND vs WI 2023, 5th T20I Post Match Report: ম্যাচে বোলিং পরিবর্তনের ক্ষেত্রে আগে থেকে কোনও পরিকল্পনা থাকে না, এমনটাই জানালেন হার্দিক। তিলক ও যশস্বীই শুধু নয়, দলের সব তরুণ ক্রিকেটারদেরই প্রশংসায় ভরিয়ে দিলেন অধিনায়ক।

India vs West Indies 2023: অনেক ক্ষেত্রে হার ভালো, শিক্ষা নেওয়া যায়, সিরিজ শেষে হার্দিক
Image Credit source: twitter

Follow Us

টি-টোয়েন্টি ফরম্য়াটে আবার পরিসংখ্যান কী? যেই ম্যাচে যে দল ভালো খেলবে, জয় তাদেরই। কোনও দল শক্তিশালী, দুর্বল হয় না। ম্যাচের পারফরম্যান্সের ওপরই সবটা নির্ভর করে। টেস্ট এবং ওয়ান ডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল ভারত। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ। পরিসংখ্যান বলছিল, হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে ভারত কখনও টি-টোয়েন্টি সিরিজ হারেনি। আবার টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাস এটাও বলছিল, পাঁচ ম্যাচের সিরিজে ০-২ পিছিয়ে কেউ জিততে পারেনি। ভারত অবশ্য সিরিজে সমতা ফিরিয়েছিল। শেষ ম্যাচে আগে ব্যাট করাই কি ভুল সিদ্ধান্ত হল? বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

সিরিজ হারে ভারত-অধিনায়ক হার্দিক পান্ডিয়া বলেন, ‘ব্যাটিংয়ে ১০ ওভারের পরই পিছিয়ে পড়ি। আমার যেমন ব্যাটিং করা উচিত ছিল, পারিনি। নিজেদের চ্যালেঞ্জ করতে চেয়েছিলাম। সে কারণেই টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিই। আমাদের দীর্ঘ পথ পেরোতে হবে। একটা সিরিজ হার নিয়ে চিন্তিত নই। এখান থেকেই শিখতে হবে। অনেক ক্ষেত্রে হারাটা ভালোই। অনেক কিছু শেখা যায়।’

পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায়। এ বার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ দুটি হল আমেরিকার ফ্লোরিডাতেই। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য কি প্রস্তুতি কিছুটা এগিয়ে থাকল? হার্দিক বলছেন, ‘আপাতত ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে ভাবছি। এই সিরিজ থেকে দল হিসেবে আমরা অনেক কিছু শিখেছি। আজকের ম্যাচটা হয়তো এক তরফা মনে হয়েছে। তবে তরুণ ক্রিকেটাররা যেভাবে শেষ অবধি লড়াই করেছে, সেটা কিন্তু দারুণ বিষয়।’

ম্যাচ যখন পুরোপুরি ওয়েস্ট ইন্ডিজের নিয়ন্ত্রণে, তিলক ভার্মাকে বোলিংয়ে আনেন হার্দিক পান্ডিয়া। আন্তর্জাতিক ক্রিকেটে কেরিয়ারের দ্বিতীয় ডেলিভারিতেই নিকোলাস পুরানের উইকেট নেন তিলক। হার্দিক বোলিং করালেন যশস্বীকে দিয়েও। ম্যাচে বোলিং পরিবর্তনের ক্ষেত্রে আগে থেকে কোনও পরিকল্পনা থাকে না, এমনটাই জানালেন হার্দিক। তিলক ও যশস্বীই শুধু নয়, দলের সব তরুণ ক্রিকেটারদেরই প্রশংসায় ভরিয়ে দিলেন অধিনায়ক।

Next Article