India vs West Indies 2023: ব্রেন্ডনের ‘কিং’ ইনিংস, পুরানের ব্যাটে ইতিহাস ওয়েস্ট ইন্ডিজের

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Aug 14, 2023 | 12:38 AM

IND vs WI 2023, 5th T20I Match Report: হার্দিক করলেন উল্টো। ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন। চতুর্থ ম্যাচে নজরকাড়া ব্যাটিং করেছিল ওপেনিং জুটি। সতর্ক শুরু করে রানের গতি বাড়িয়েছিলেন দুই তরুণ ওপেনার শুভমন গিল ও যশস্বী জয়সওয়াল।

India vs West Indies 2023: ব্রেন্ডনের ‘কিং’ ইনিংস, পুরানের ব্যাটে ইতিহাস ওয়েস্ট ইন্ডিজের
Image Credit source: twitter

Follow Us

পরিসংখ্যান বলছিল, পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ০-২ পিছিয়ে থাকা দল জিততে পারেনি। ইতিহাস ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ছিল। তেমনই পরিসংখ্যান আরও ছিল, হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজে অপরাজিত ছিল ভারত। যে কোনও একটারই সম্ভাবনা ছিল। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজকে ১৬৬ রানের লক্ষ্য দেয় ভারত। শুরুতেই কাইল মেয়ার্সের উইকেট নিয়ে বড় ধাক্কা দেন বাঁ হাতি পেসার অর্শদীপ সিং। কিন্তু নিকোলাস পুরান এবং ব্রেন্ডন কিং ওয়েস্ট ইন্ডিজকে ভালো জায়গায় পৌঁছে দেন। বাজ পড়ার কারণে ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ১২.৩ ওভারে ১১৭-১ স্কোরে ফের খেলা বন্ধ হয়। এই পরিস্থিতিতে ডাকওয়ার্থ লুইসে অনেকটাই এগিয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ। দীর্ঘ অপেক্ষার পর খেলা শুরু হয়। এরপরই ইতিহাস গড়ল ওয়েস্ট ইন্ডিজ। এই প্রথম টি-টোয়েন্টিতে টানা দুটি সিরিজ জিতল তারা। শেষ ম্যাচে ৮ উইকেটের জয়, ভারতের বিরুদ্ধে ৩-২ ব্যবধানে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ। ৬ মেরে ম্যাচ ফিনিশ করেন শেই হোপ। ‘কিং সাইজ’ ইনিংস ব্রেন্ডন কিংয়ের। পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচের বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

কিছুদিন আগেই আমেরিকায় উদ্বোধনী মেজর লিগ ক্রিকেটে দাপট দেখিয়েছেন নিকোলাস পুরান। দেশের হয়েও মার্কিন মুলুকে জ্বলে উঠলেন। দলীয় ১২ রানে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ব্রেন্ডন কিংয়ের সঙ্গে অনবদ্য জুটি গড়েন নিকোলাস পুরান। বাজ পড়ার কারণে খেলা বন্ধর সময় ৩২ বলে ৪৬ রানে ক্রিজে পুরান। ব্রেন্ডন কিং ৩৮ বলে ৫৪ রানে ক্রিজে ছিলেন। ফের খেলা শুরু হলে তিলক ভার্মাকে আক্রমণে আনেন হার্দিক। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বার বোলিংয়ের সুযোগ। দ্বিতীয় বলেই ফেরালেন নিকোলাস পুরানকে (৪৭)। ক্রিজে তখনও ব্রেন্ডন কিং। বল আর প্রয়োজনীয় রান প্রায় সমান। ফলে কোনও চাপ ছিল না। বড় শট খেলে দ্রুত ম্যাচ শেষ করায় মন দেন। ৫৫ বলে ৮৫ রানের অপরাজিত ইনিংসে ম্যাচ ও সিরিজ জিতিয়ে মাঠ ছাড়েন।

চতুর্থ টি-টোয়েন্টিতে রান তাড়া করে জিতেছিল ভারত। সিরিজ নির্ণায়ক ম্যাচে টস জিতলেন হার্দিক পান্ডিয়া। ম্যাচে এ দিনও বৃষ্টির পূর্বাভাস ছিল। সে কারণেই মনে করা হয়েছিল, টস জিতে রান তাড়া করারই সিদ্ধান্ত নেবেন। হার্দিক করলেন উল্টো। ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন। চতুর্থ ম্যাচে নজরকাড়া ব্যাটিং করেছিল ওপেনিং জুটি। সতর্ক শুরু করে রানের গতি বাড়িয়েছিলেন দুই তরুণ ওপেনার শুভমন গিল ও যশস্বী জয়সওয়াল। এদিন প্রথম বল থেকেই চালাতে শুরু করেন যশস্বী। প্রথম ওভারেই ফিরলেন তিনি।

বাঁ হাতি ওপেনার আকিল হোসেন নিজের দ্বিতীয় ওভারে এসে ফেরান আর এক ওপেনার শুভমন গিলকে। ভারতীয় ইনিংসকে টানেন সূর্যকুমার যাদব। বৃষ্টির কারণে বেশ কয়েক বার ম্যাচ থামাতে হয়। আর এই বৃষ্টি বিরতিতেই মনসংযোগেও ব্যাঘাত ঘটে। ১৩০-৪ থেকে নির্ধারিত ২০ ওভারে ভারতের ইনিংস শেষ ১৬৫-৯ স্কোরে। বৃষ্টি-ব্রেকের পর ফুলটস বলে ফেরেন সূর্যকুমার যাদব। ৪৫ বলে ৬১ রান করেন স্কাই। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে এই প্রথম টি-টোয়েন্টি সিরিজ হার ভারতের।

Next Article