গায়ানা: ক্যারিবিয়ানদের বিরুদ্ধে আজ, রবিবার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে মুখোমুখি হার্দিক পান্ডিয়ার ভারত। ত্রিনিদাদে ভারত মাইলফলক ম্যাচে (টিম ইন্ডিয়ার ২০০তম টি-২০ ম্যাচ) হেরে ৫ ম্যাচের টি-২০ সিরিজ শুরু করেছে। আজ, সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে মেন ইন ব্লু। প্রথম টি-২০ ম্যাচে টস হেরেছিলেন হার্দিক পান্ডিয়া। শেষ অবধি ৪ রানে ম্যাচও হেরেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে এ বার দেখার কী হয়। আপাতত গায়ানায় টস জিতেছেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-২০ ম্যাচের টস আপডেট ও একাদশ দেখে নিন TV9Bagla Sports এর এই প্রতিবেদনে।
গায়ানায় টস জিতেছেন ভারতের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন হার্দিক। টিম ইন্ডিয়ার একাদশে একটি পরিবর্তন হয়েছে। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ। মেন ইন ব্লুতে কুলদীপ যাদবের জায়গায় একাদশে এসেছেন রবি বিষ্ণোই।
টসের সময় ভারত অধিনায়ক জানান, নেটে ব্যাটিং অনুশীলনের সময় বাঁ হাতের বুড়ো আঙুলে হালকা চোট পেয়েছেন কুলদীপ। তাই কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার জায়গায় ডান-হাতি রিস্ট স্পিনার রবি বিষ্ণোইকে খেলাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কুলদীপের চোট না হলে হয়তো ওয়েস্ট ইন্ডিজের মতো অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামত ভারতও। উল্লেখ্য, দ্বিতীয় টি-২০-তেও ডেবিউ হল না যশস্বী জয়সওয়াল। যদিও আজকের ম্যাচ বাদ দিলে সিরিজের আরও ৩টি ম্যাচ বাকি থাকবে। সেই ম্যাচগুলিতে দেশের হয়ে খেলার সুযোগ পেয়ে যেতে পারেন যশস্বী।
ভারতের একাদশ – শুভমন গিল, ঈশান কিষাণ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (সহ-অধিনায়ক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং ও মুকেশ কুমার।
ওয়েস্ট ইন্ডিজের একাদশ – ব্রেন্ডন কিং, কাইল মেয়ার্স, জনসন চার্লস (উইকেটকিপার), নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, রোভম্যান পাওয়েল (অধিনায়ক), জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, আলজারি জোসেফ ও ওবেদ ম্যাকয়।