IND vs WI: ফ্লোরিডায় সিরিজের চতুর্থ টি-২০-তে সেঞ্চুরির সামনে চাহাল-পুরানরা
ফ্লোরিডা: ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে ৫ ম্য়াচের টি-টোয়েন্টি (T20) সিরিজের শেষ ২টো ম্যাচ ফ্লোরিডায় খেলবে টিম ইন্ডিয়া। ওই ভেনুতে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ এখনও অবধি ৬টি ম্যাচে মুখোমুখি হয়েছে। যার মধ্যে ভারত (India) জিতেছিল ৪টি ম্যাচ, ক্যারিবিয়ানরা ১টি, আর ১টি ম্যাচ ভেস্তে গিয়েছিল। এ বার দেখার আজ, শনিবার (১২ অগস্ট) কী হয়। আপাতত ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে রোভম্যান পাওয়েলের ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু তাতে আত্মবিশ্বাস কমছে না হার্দিক পান্ডিয়ার ভারতের। এই ম্যাচে একাধিক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন IND vs WI চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে কোন রেকর্ড গড়তে পারেন যুজবেন্দ্র চাহাল এবং নিকোলাস পুরানরা।
এক ঝলকে দেখে নিন ভারত-ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে হতে পারে যে মাইলস্টোনগুলি —
- আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেটের সামনে যুজবেন্দ্র চাহাল। তিনি যদি চতুর্থ টি-২০ ম্যাচে সুযোগ পান, আর ৫টি উইকেট নিতে পারেন তা হলে তাঁর টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেটের সেঞ্চুরি পূর্ণ হবে।
- টি-২০ ক্রিকেটে ৬ হাজার রান পূর্ণ হওয়া থেকে ২ রান দূরে রয়েছেন ভারতীয় তারকা ক্রিকেটার সঞ্জু স্যামসন। ১৩তম ভারতীয় ক্রিকেটার হিসেবে তিনি এই রেকর্ড গড়তে পারেন।
- আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে আর ২টি উইকেট নিতে পারলেই হার্দিক পান্ডিয়ার উইকেটের হাফসেঞ্চুরি পূর্ণ হবে।
- ভারতীয় তারকা ক্রিকেটার অক্ষর প্যাটেল আন্তর্জাতিক ক্রিকেটে ১৫০ উইকেট পূর্ণ করা থেকে ৪ উইকেট দূরে রয়েছেন। যদিও এই সিরিজের প্রথম ৩ ম্যাচে মাত্র ১টি উইকেট পেয়েছেন অক্ষর।
- আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে নিকোলাস পুরানের ছক্কার সেঞ্চুরি পূর্ণ হতে পারে আজ। এই রেকর্ড গড়তে হলে পুরানকে আর ৬টি ছক্কা হাঁকাতে হবে।
- ক্যারিবিয়ান ক্রিকেটার জনসন চার্লসের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১ হাজার রান পূর্ণ করার জন্য প্রয়োজন আর ১২ রান। তাঁর আগে ওয়েস্ট ইন্ডিজের আটজন ক্রিকেটার এই রেকর্ড গড়েছেন।
এই সমস্ত রেকর্ডের পাশাপাশি ক্যারিবিয়ানদের বিরুদ্ধে এই টি-২০ সিরিজ জিততে পারলে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে পঞ্চম টি-টোয়েন্টি সিরিজ জয় হবে ভারতের।