Ravi Bishnoi Catch ভিডিয়ো : রবি বিষ্ণোই যেন জন্টি রোডস! পয়েন্টে দুর্দান্ত ক্যাচ…

India tour of Zimbabwe: লখনউ সুপার জায়ান্টসের ফিল্ডিং কোচ জন্টি রোডস। বিশ্বের সেরা ফিল্ডারের তত্ত্বাবধানে ট্রেনিং করেছেন। গত আইপিএলে নিজের বোলিংয়ে ফলো থ্রুতে লাফিয়ে দুর্দান্ত একটা ক্যাচ নিয়েছিলেন রবি বিষ্ণোই। তেমনই বেশ কিছু হাই ক্যাচ নিয়েও নজর কেড়েছিলেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে পয়েন্টে চোখ ধাঁধানো ক্যাচ রবি বিষ্ণোইয়ের।

Ravi Bishnoi Catch ভিডিয়ো : রবি বিষ্ণোই যেন জন্টি রোডস! পয়েন্টে দুর্দান্ত ক্যাচ...
Image Credit source: ScreenGrab

Jul 10, 2024 | 7:31 PM

জিম্বাবোয়ে সফরে নেই রবীন্দ্র জাডেজা। বিশ্বকাপের পর এই সিরিজ হওয়ায় সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছিল। বিশ্বকাপের পর অবশ্য দেশের হয়ে এই ফরম্যাটকে বিদায় জানান জাডেজাও। প্রথম প্রশ্নটাই আসে, পয়েন্টে তাঁর মতো দুর্দান্ত ফিল্ডার পাওয়া যাবে! রবি বিষ্ণোই যেন সেই প্রশ্নের উত্তর দিলেন। ফিল্ডিং পজিশন কারও নিশ্চিত থাকে না। তবে দলের সেরা ফিল্ডারকেই পয়েন্টে রাখা হয়। রবি বিষ্ণোই যেন কিছুক্ষণের জন্য জন্টি রোডস হয়ে উঠলেন। হবেন নাই বা কেন! তাঁর কাছেই তো ফিল্ডিং প্র্যাক্টিসের সুযোগ হয়েছে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে লখনউ সুপার জায়ান্টসে খেলেন রবি বিষ্ণোই। আগামী মরসুমে একই টিমে খেলবেন, তা অবশ্য নিশ্চিত নয়। কারণ, আগামী আইপিএলে মেগা অকশন হতে চলেছে। রিটেনশন নিয়ম কী হবে, এখনও তা সরকারি ভাবে জানানো হয়নি। কতজন প্লেয়ার রিটেন করা যাবে, রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করা যাবে কিনা, এসব এখনও আলোচনার পর্যায়ে। তবে লখনউতে খেলার সুবিধা পেয়েছেন রবি।

লখনউ সুপার জায়ান্টসের ফিল্ডিং কোচ জন্টি রোডস। বিশ্বের সেরা ফিল্ডারের তত্ত্বাবধানে ট্রেনিং করেছেন। গত আইপিএলে নিজের বোলিংয়ে ফলো থ্রুতে লাফিয়ে দুর্দান্ত একটা ক্যাচ নিয়েছিলেন রবি বিষ্ণোই। তেমনই বেশ কিছু হাই ক্যাচ নিয়েও নজর কেড়েছিলেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে পয়েন্টে চোখ ধাঁধানো ক্যাচ রবি বিষ্ণোইয়ের।

আবেশ খানের বোলিংয়ে কাট করেছিলেন ব্রায়ান বেনেট। ক্যামেরা ম্যান যেন ধরেই নিয়েছিলেন বাউন্ডারি হতে চলেছে। ক্যামেরা প্যান করেন ডিপ পয়েন্ট বাউন্ডারিতে। ঠিক তার আগেই বিষ্ণোইয়ের স্পট জাম্প এবং দুর্দান্ত ক্যাচ। জন্টি রোডসের যোগ্য ছাত্রই। সতীর্থরা এসে সাবাশি দেন বিষ্ণোইকে।