INDW vs RSAW: শেফালির পাওয়ার, শ্বেতার বিরাট ইনিংস, বিশ্বকাপে ভারতের সহজ জয়

ICC U19 Women's World Cup: ব্য়াটে-বলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন শেফালি। বিধ্বংসী এবং ম্যাচ জেতানো ইনিংস খেললেন শ্বেতা শেরাওয়াত।

INDW vs RSAW: শেফালির পাওয়ার, শ্বেতার বিরাট ইনিংস, বিশ্বকাপে ভারতের সহজ জয়
Image Credit source: twitter

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Jan 14, 2023 | 9:16 PM

বেনোনি: পাওয়ার। মেয়েদের ক্রিকেটে শেফালি ভার্মার নাম শুনলে প্রথম এই কথাই মনে পড়ে। বিধ্বংসী ওপেনার। আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের অন্যতম বিধ্বংসী ব্যাটার শেফালি। এই ভারতীয় ওপেনার এখন যে কোনও বোলারের ত্রাস। উদ্বোধনী মেয়েদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে তাঁকে অধিনায়ক করা হয়েছে। শেফালি বর্মার নেতৃত্বে জয় দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত। ব্য়াটে-বলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন শেফালি। আয়োজক দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারাল ভারত। বিশাল রান তাড়া করতে নেমে ২১ বল বাকি থাকতেই ৭ উইকেটে জয়। বিধ্বংসী এবং ম্যাচ জেতানো ইনিংস খেললেন শ্বেতা শেরাওয়াত। বিস্তারিত TV9Bangla-য়।

ব্যাটিং সহায়ক পিচে, পাওয়ার হিটিংয়ের প্রদর্শনী দেখা গেল বেনোনিতে। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ভারতের পেসার শবনম শাকিলের প্রথম ওভার ভালো কাটেনি। একটি নো বলও হয়। প্রথম ওভারেই ২০ রান তোলে দক্ষিণ আফ্রিকা। রানের বন্য়া চলছিল বেনোনিতে। দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার অস্বস্তিতে ফেলে ভারতীয় শিবিরকে। অবশেষে প্রথম ধাক্কা সোনম যাদবের বোলিংয়ে। এলান্দ্রি জানসে ভ্যান রেনসবার্গের টপ এজ লেগে হাই ক্যাচ। উইকেটরক্ষক রিচা ঘোষ গ্লাভস হাতে সেই ক্যাচ মিস করেননি। ব্যাটার শেফালির পাশাপাশি গত কয়েক মাসে বোলার শেফালির সাফল্যও ঈর্ষণীয়। দক্ষিণ আফ্রিকা অধিনায়ককে প্রথম বলেই ফেরালেন ভারত অধিনায়ক। ওলুলে সিও উইকেট থেকে সরে কাট করতে চেয়েছিলেন। তাঁকে বোল্ড করেন ভারত অধিনায়ক শেফালি ভার্মা। অল্প সময়ের ব্যবধানে জোড়া উইকেট হারায় প্রোটিয়ারা। পাওয়ার প্লে-তে দক্ষিণ আফ্রিকা ৬৪-২।

স্পিনারদের সৌজন্যে রানের রাশ টানে ভারত। ইনিংসের মাঝপথে দক্ষিণ আফ্রিকার স্কোর দাঁড়ায় ৮০-২। মাত্র ৩৩ বলে অর্ধশতরান পূর্ণ করেন সিমোনে লরেন্স। অনূর্ধ্ব ১৯ মেয়েদের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রথম অর্ধশতরান। ৪৪ বলে ৬১ রানের ইনিংসে রান আউট হয়ে ফেরেন লরেন্স। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৬ রানের বিশাল স্কোর গড়ে দক্ষিণ আফ্রিকা। শেফালি ভার্মা ২ উইকেট নেন।

ভারতীয় ইনিংসের শুরুতে এই লক্ষ্য বিশাল মনে হয়েছিল। শুরুতেই শেফালি ভার্মার তাণ্ডব রান তাড়া সহজ করে। নিনির এক ওভারে ২৬ রান নেন শেফালি। অর্ধশতরানের স্বপ্ন দেখাচ্ছিলেন। হাফ সেঞ্চুরি না হলেও মাত্র ১৬ বলে ৪৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন শেফালি। তিনি ক্রিজে থাকা অবধি আর এক ওপেনার সহ অধিনায়ক শ্বেতা ইনিংস অ্যাঙ্কর করছিলেন। শেফালি ফিরতেই ব্যাটন তুলে নিলেন শ্বেতা। ৩৭ বলে অর্ধশতরান পূর্ণ করেন। শেষ অবধি বাউন্ডারি মেরে ম্যাচ ফিনিশ করেন শ্বেতা শেরাওয়াত। ৫৭ বলে অপরাজিত ৯২ রানের ইনিংসে জিতে নেন ম্যাচের সেরার পুরস্কার।