Women’s Cricket: স্মৃতি মান্ধানার সেঞ্চুরি, বিশ্বকাপের বছরে ট্রফি ভারতের

India Wins Tr-Series: ফাইনালের মতো মঞ্চে এত বড় টার্গেট। তার মধ্যে শুরুতেই শ্রীলঙ্কা শিবিরে বড় ধাক্কা দেন অমনজ্যোৎ কৌর। শ্রীলঙ্কা যত বার পার্টনারশিপ গড়ার চেষ্টা করেছে, তা ভেঙেছেন ভারতীয় বোলাররা। শেষ অবধি ৪৮.২ ওভারে ২৪৫ রানেই শ্রীলঙ্কাকে অলআউট করে ভারত। স্নেহ রানা ৪ এবং অমনজ্যোৎ ৩টি উইকেট নেন।

Womens Cricket: স্মৃতি মান্ধানার সেঞ্চুরি, বিশ্বকাপের বছরে ট্রফি ভারতের
Image Credit source: BCCI WOMEN X

May 11, 2025 | 6:32 PM

এ বছর রয়েছে মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ। তারই প্রস্তুতিতে শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজে অংশ নিয়েছে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারত। আয়োজক শ্রীলঙ্কা সহ অংশ নিয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কায় এই ত্রিদেশীয় সিরিজ জিতল ভারত। ফাইনালে ভারতের সামনে ছিল আয়োজক শ্রীলঙ্কা। ব্যাটারদের দুর্দান্ত পারফরম্যান্স। প্রবল চাপ সামলাতে ব্যর্থ শ্রীলঙ্কা। ৯৭ রানের বিশাল ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন ভারতীয় মহিলা ক্রিকেট দল।

লিগ পর্বে একটি মাত্র ম্যাচ হেরেছিল ভারতীয় দল। ফাইনালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। শুরু থেকেই বড় রানে নজর। প্রতীকা রাওয়াল ৩০ রানে ফেরেন। স্মৃতি মান্ধানার সঙ্গে সেঞ্চুরি প্লাস পার্টনারশিপ গড়েন হরলীন দেওল। দলীয় ১৯০ রানে দ্বিতীয় উইকেট হিসেবে ফেরেন স্মৃতি মান্ধানা। মাত্র ১০১ বলে ১১৬ রানের দুর্দান্ত ইনিংস স্মৃতি মান্ধানার। ১৫টি বাউন্ডারি এবং ২টি ওভার বাউন্ডারি মেরেছেন।

হরলীন, হরমনপ্রীত, জেমাইমা প্রত্যেকেই ৪০ প্লাস করেন। এর মধ্যে ক্যাপ্টেন হরমনপ্রীত ও জেমাইমা ক্যামিও ইনিংস। হরমন ৩০ বলে ৪১ ও জেমাইমা মাত্র ২৯ বলে ৪৪ রান করেন। শেষ দিকে দীপ্তি শর্মা ১৪ বলে ২০। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৪২ রানের বিশাল স্কোর গড়ে ভারত।

ফাইনালের মতো মঞ্চে এত বড় টার্গেট। তার মধ্যে শুরুতেই শ্রীলঙ্কা শিবিরে বড় ধাক্কা দেন অমনজ্যোৎ কৌর। শ্রীলঙ্কা যত বার পার্টনারশিপ গড়ার চেষ্টা করেছে, তা ভেঙেছেন ভারতীয় বোলাররা। শেষ অবধি ৪৮.২ ওভারে ২৪৫ রানেই শ্রীলঙ্কাকে অলআউট করে ভারত। স্নেহ রানা ৪ এবং অমনজ্যোৎ ৩টি উইকেট নেন।