Hardik Pandya: ঠিক যেন হার্দিক পান্ডিয়ার মতো! ভারতীয় দলের এই অলরাউন্ডারকে চেনেন?
India Tour of South Africa: শুধু বোলিংয়ের দিক থেকেই নয়, লাল বলের ক্রিকেটে ব্যাট হাতেও ভরসা দিতে পারেন। ৮ ম্যাচে ১৩ ইনিংস ব্যাট করার সুযোগ পেয়েছেন। ৪ বার অপরাজিত থেকেছেন। সব মিলিয়ে ২৬৭ রান। এর মধ্যে রয়েছে দুটি হাফসেঞ্চুরির ইনিংস। যার একটি অপরাজিত ৯৬ রানের ইনিংস! এমার্জিং এশিয়া কাপে গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে ১০ ওভারে মাত্র ৩৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন এই বাঁ হাতি স্পিনার। ফাইনালে যদিও তাঁর ঝুলিতে ছিল মাত্র ১ উইকেট।

কলকাতা: সাইড থেকে দেখুন তো, হার্দিক পান্ডিয়ার মতো লাগছে? অনেকটা। মুখের আদলে মিল থাকলেও খেলার দিক থেকে খুব বেশি মিল নেই। একটা মিল হতে পারে, হার্দিক পান্ডির মতো তিনিও অলরাউন্ডার। তবে হার্দিক পান্ডিয়া পেস বোলিং অলরাউন্ডার। আর ভারত এ দলের এই সদস্য বাঁ হাতি স্পিন বোলিং অলরাউন্ডার। রাজস্থানের এই ক্রিকেটার শিরোনামে আসেন এ বছর এমার্জিং এশিয়া কাপে। পাকিস্তানের বিরুদ্ধে তিন উইকেট নিয়েছিলেন। সেই ম্যাচে ভারতের জয়ের অন্যতম নায়ক ছিলেন। দক্ষিণ আফ্রিকা সফরেও ভারত এ দলে রয়েছেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
এতক্ষণ যাঁর কথা বলা হচ্ছিল, তাঁর নাম মানব সুথার। রাজস্থানের এই ক্রিকেটার ভারতের উঠতি প্রতিভা। প্রথম শ্রেনির ক্রিকেটে তাঁর পারফরম্যান্স নজর কাড়ার মতোই। প্রথম শ্রেনির ক্রিকেটে ৮ ম্যাচে তাঁর সংগ্রহ ৪৪ উইকেট! এক ইনিংসে ৮ উইকেটও নিয়েছেন। ম্যাচে সেরা বোলিং পরিসংখ্যান ৬২ রান দিয়ে ১১ উইকেট। লিস্ট এ ক্রিকেটে ৮ ম্যাচে নিয়েছন ১৫ উইকেট।
শুধু বোলিংয়ের দিক থেকেই নয়, লাল বলের ক্রিকেটে ব্যাট হাতেও ভরসা দিতে পারেন। ৮ ম্যাচে ১৩ ইনিংস ব্যাট করার সুযোগ পেয়েছেন। ৪ বার অপরাজিত থেকেছেন। সব মিলিয়ে ২৬৭ রান। এর মধ্যে রয়েছে দুটি হাফসেঞ্চুরির ইনিংস। যার একটি অপরাজিত ৯৬ রানের ইনিংস! এমার্জিং এশিয়া কাপে গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে ১০ ওভারে মাত্র ৩৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন এই বাঁ হাতি স্পিনার। ফাইনালে যদিও তাঁর ঝুলিতে ছিল মাত্র ১ উইকেট।
দক্ষিণ আফ্রিকা সফরে ভারত এ দলে রয়েছেন মানব। বয়স মাত্র ২১। দক্ষিণ আফ্রিকায় দুটি চার দিনের ম্যাচ খেলবে ভারত এ দল। এ ছাড়াও নিজেদের মধ্য়ে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। সেখানে বিরাট, রোহিতের মতো তারকা ক্রিকেটাররাও খেলবেন। টেস্টের প্রস্তুতি সারতেই এমন পরিকল্পনা। তিনটে ম্যাচের স্কোয়াডেই রয়েছেন মানব। হার্দিক পান্ডিয়া চোটের কারণে বাইরে। ফের কবে তাঁকে মাঠে দেখা যাবে, নিশ্চিত নয়। অনেকটা তাঁর মতো দেখতে, মানব সুথারের পারফরম্যান্সে বাড়তি নজর থাকবে। রবীন্দ্র জাডেজার ব্যাক আপ হিসেবে খুব তাড়াতাড়ি টেস্ট স্কোয়াডেও দেখা যেতে পারে মানব সুথারকে।





