AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Women’s Emerging Teams Asia Cup : শ্রেয়াঙ্কার পাঁচ উইকেট, ৩৪ রানে প্রতিপক্ষকে গুটিয়ে দিল দেশের মেয়েরা!

ম্যাচে আয়োজক দেশকে মাত্র ৩৪ রানে গুটিয়ে দেয় ভারত। যার পিছনে সবচেয়ে বড় অবদান শ্রেয়াঙ্কা পাটিলের। পাঁচটি উইকট নিয়ে হংকংয়ের ব্যাটিং লাইন আপে ধস নামান শ্রেয়াঙ্কা।

Women's Emerging Teams Asia Cup : শ্রেয়াঙ্কার পাঁচ উইকেট, ৩৪ রানে প্রতিপক্ষকে গুটিয়ে দিল দেশের মেয়েরা!
Image Credit: Twitter
| Edited By: | Updated on: Jun 13, 2023 | 2:56 PM
Share

মং কক (হংকং) : শুরু হয়েছে এসিসি উইমেন্স ইমার্জিং টিম এশিয়া কাপ (Women’s Emerging Teams Asia Cup)। মঙ্গলবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ছিল ভারত এ বনাম হংকংয়ের মধ্যে। ম্যাচে আয়োজক দেশকে মাত্র ৩৪ রানে গুটিয়ে দেয় ভারত। যার পিছনে সবচেয়ে বড় অবদান শ্রেয়াঙ্কা পাটিলের। পাঁচটি উইকট নিয়ে হংকংয়ের ব্যাটিং লাইন আপে ধস নামান শ্রেয়াঙ্কা। ৪০ রানও খাতায় তুলতে পারেনি হংকং (India A vs Hong Kong)। জবাবে ১টি উইকেট হারিয়ে সহজ লক্ষ্য পার করে যায় ভারতের মেয়েরা। শ্রেয়াঙ্কার ফাইফার  ও ৯ উইকেটে জয়ের সুবাদে উইমেন্স ইমার্জিং টিম এশিয়া কাপের শুরুটা দারুণ হয়েছে ভারতীয় এ টিমের। বিপক্ষকে ৩৪ রানে গুটিয়ে দেওয়ার পিছনে অবদান রয়েছে বাংলার পেসার তিতাস সাধুরও। ১টি উইকেট পেয়েছেন তিতাস। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

মঙ্গলবার ভারত এ বনাম হংকং ম্যাচে টস জেতেন অধিনায়ক শ্বেতা শেরাওয়াত। হংকংকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান তিনি। মন্নত কাশ্যপ, তিতাস সাধু, শ্রেয়াঙ্কা পাটিলরা শুরু থেকেই উইকেট নিয়ে চাপে ফেলে দেন বিপক্ষ টিমকে। ১.৩ ওভারে প্রথম উইকেট হারায় হংকং। প্রথম ছয় ওভারের মধ্যে তিনটি উইকেট হারায় তারা। সর্বাধিক ১৪ রান ওপেনার মারিকো হিলের। বাকি ব্যাটারদের মধ্যে আর কেউ দু অঙ্কের ঘরে পা রাখতে পারেনি। ৩৪ রানে গুটিয়ে যায় হংকং। জবাবে শুরুতেই ক্যাপ্টেন শ্বেতা শেরাওয়াতের উইকেট হারালেও ৫.২ ওভারে লক্ষ্য সহজই উতরে যায় ভারত এ।

ম্যাচের সেরা হয়েছেন শ্রেয়াঙ্কা পাটিল। ৩ ওভারে ১টি মেডেন সহ ২ রানের বিনিময়ে ৫টি উইকেট নেন ভারতের এই লেগস্পিনার। মেয়েদের প্রিমিয়র লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেন শ্রেয়াঙ্কা। বিরাট কোহলির মস্ত বড় ফ্যান। হংকংয়ের পর ১৫ জুন নেপালের বিরুদ্ধে খেলবে ভারতের মেয়েরা। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ১৭ জুন।