Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India vs Ireland: বিশ্বকাপের মঞ্চে দাদার আক্ষেপ মেটালেন ভাই!

ICC Under-19 World Cup: দাদা সরফরাজকে দেখেই ক্রিকেট খেলার প্রতি ভালোবাসা মুশিরের। সরফরাজ অনূর্ধ্ব ১৯ জাতীয় দলে ব্যাপক সাফল্য পেয়েছিলেন। আর প্রথম শ্রেনির ক্রিকেটে তো বরাবরই ধারাবাহিক। তবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সরফরাজের একটা আক্ষেপ কিন্তু থেকেই গিয়েছিল। বিশ্বকাপে রেকর্ড সাতটি হাফসেঞ্চুরি রয়েছে সরফরাজের। কিন্তু একটিও সেঞ্চুরিতে পরিণত করতে পারেননি সরফরাজ খান। সেই আক্ষেপ পূরণ হল।

India vs Ireland: বিশ্বকাপের মঞ্চে দাদার আক্ষেপ মেটালেন ভাই!
Image Credit source: ICC
Follow Us:
| Updated on: Jan 25, 2024 | 11:05 PM

ব্লুমফন্টেন: ভারতীয় ক্রিকেটে আজ যেন ব্রাদার্স ডে। আমেদাবাদে ইংল্যান্ড এ দলের বিরুদ্ধে চার দিনের ম্যাচ খেলছেন সরফরাজ খান। ম্যাচের দ্বিতীয় দিন তাঁর বিধ্বংসী ইনিংস। ১৬০ বলে ১৬১ রানের ইনিংস খেলেন সরফরাজ। ঘরোয়া ক্রিকেট এবং প্রথম শ্রেনির ক্রিকেটে ধারাবাহিক ভালো খেলছেন সরফরাজ। যদিও জাতীয় দলের দরজা খুলতে পারেননি। এ দলের হয়ে খেলার সুযোগ পুরোপুরি কাজে লাগাচ্ছেন। নির্বাচকদের যেন একটা বার্তাও দিলেন। সরফরাজের অনবদ্য ইনিংসের দিনে ভাই মুশির খান বিশ্বকাপের মঞ্চে সেঞ্চুরি করলেন। দাদার আক্ষেপ মেটালেন ভাই! বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

দাদা সরফরাজকে দেখেই ক্রিকেট খেলার প্রতি ভালোবাসা মুশিরের। সরফরাজ অনূর্ধ্ব ১৯ জাতীয় দলে ব্যাপক সাফল্য পেয়েছিলেন। আর প্রথম শ্রেনির ক্রিকেটে তো বরাবরই ধারাবাহিক। তবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সরফরাজের একটা আক্ষেপ কিন্তু থেকেই গিয়েছিল। বিশ্বকাপে রেকর্ড সাতটি হাফসেঞ্চুরি রয়েছে সরফরাজের। কিন্তু একটিও সেঞ্চুরিতে পরিণত করতে পারেননি। সেই স্বপ্ন পূরণ করার আর বয়স নেই। সরফরাজের নজরে এখন সিনিয়র দল এবং আন্তর্জাতিক ক্রিকেট। তবে তাঁর আক্ষেপ মিটিয়ে দিলেন ভাই মুশির খান।

বিশ্বকাপে প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে রান পাননি মুশির। তিন নম্বরে ব্যাট করেন, বোলারও দুর্দান্ত, তেমনই ফিল্ডিংয়েও চোস্ত। প্রথম ম্যাচে ব্যাটিং বাদে বাকি দুই দায়িত্বেই দুর্দান্ত পারফর্ম করেছিলেন। দ্বিতীয় ম্যাচে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে তাঁর সেঞ্চুরিতেই বিশাল ব্য়বধানে জিতল ভারত। ম্যাচের সেরার পুরস্কার জিতে মুশির বলেন, ‘দাদাকে দেখে এবং ওর সঙ্গেই ক্রিকেট খেলার শুরু। আমাদের ব্যাটিংয়ের স্টাইল অনেকটা একই রকম। বিশ্বকাপের মঞ্চে আমার প্রথম সেঞ্চুরি। দারুণ লাগছে। প্রথম ম্যাচে রান করার জন্য় তাড়াহুড়ো করেছিলাম। আজ সেই ভুল শুধরে নিয়েছি।’