নয়াদিল্লি : ভারত-অস্ট্রেলিয়া সিরিজ মানেই উত্তপ্ত পরিবেশ। এ বার অবশ্য মাঠে তেমনটা দেখা যায়নি। ভারতীয় দলের উইকেটরক্ষক ঋষভ পন্থ চোটের কারণে খেলতে পারছেন না। টিম পেইন আর অজি দলের ক্য়াপ্টেন নন। বাকিরা পারফরম্য়ান্সে ব্য়র্থ হওয়ায় স্লেজিংয়ে পা বাড়াচ্ছেন না। তাতে মনসংযোগ আরও নষ্ট হবে। টানা দু-বার অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে এসেছে ভারত। এ বার ঘরের মাঠেও চার ম্য়াচের সিরিজে ২-০ এগিয়ে। নাগপুরে ইনিংস ও ১৩২ রানের বিশাল ব্য়বধানে জিতেছে ভারত। দিল্লি টেস্টেও জয় উইকেটে জয়। ক্রিকেটারদের মধ্যে তেমন স্লেজিংয়ের মুড দেখা না গেলেও গ্য়ালারিতে উল্টোচিত্র। দিল্লি টেস্টে এমনই তুলকালাম ঝামেলার ভিডিয়ো প্রকাশ্যে এল। বিস্তারিত TV9Bangla-য়।
দিল্লি টেস্টে কেরিয়ারের শততম টেস্ট খেলতে নেমেছিলেন চেতেশ্বর পূজারা। বিরাট কোহলিকে আউট দেওয়া নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। এর মধ্য়ে গ্যালারির ভিডিয়ো প্রকাশ্যে। গ্য়ালারিতে ঝামেলায় জড়ান ভারত-অস্ট্রেলিয়া দু-দলের সমর্থকরা। হাড্ডাহাড্ডি একটা সিরিজের প্রত্য়াশায় অস্ট্রেলিয়ার অনেক সমর্থকই হাজির হয়েছেন। ক্রিকেটাররা মাঠে কোনও দিক থেকেই পেরে উঠছেন না। ভারতীয় সমর্থকরা বেশ খোশ মেজাজে। দল জিতছে। ভারতীয় সমর্থকদের এমন উচ্ছ্বাসে ভেসে যাওয়ারই কথা। তবে তাদের উচ্ছ্বাস দেখে মেজাজ হারাচ্ছেন অজি সমর্থকরা। এর থেকেই ঝামেলার সূত্রপাত।
দলের পারফরম্য়ান্সে ভারতীয় শিবির আনন্দে মেতে ওঠেন। কিন্তু তার মাঝে এই বিতর্কের ঘটনা। টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে কাউন্টডাউন বলে একটি অ্যাকাউন্ট থেকে। সে খানে লেখা, দিল্লিতে ভারত-অস্ট্রেলিয়া টেস্টের পর যা হল। অজি সমর্থক এবং ভারতীয় ক্রিকেট ফ্য়ানদের মধ্য়ে দীর্ঘ সময় বাকযুদ্ধ চলে। দুই শিবিরই অশ্লীল শব্দও ব্য়বহার করতে থাকে। ঘটনাটি ক্রমশ হাতাহাতির পর্যায়েও চলে যাচ্ছিল। উত্তপ্ত বাক্য়বিনিময়ের পাশাপাশি ধাক্কাধাক্কিও হয়। অন্যান্য় ভারতীয় সমর্থকরাই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। দুই শিবিরকেই বোঝানোর চেষ্টা করেন বাকি সমর্থকরা। গ্যালারিতে দীর্ঘ সময় ধরে এই ঝামেলা চলে।