Asian Games 2023, Cricket: বাংলাদেশকে উড়িয়ে এশিয়ান গেমসে সোনার দরজায় ঋতুরাজরা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 06, 2023 | 9:31 AM

সোনার নতুন রেকর্ড হয়ে গিয়েছে হানঝাউ এশিয়ান গেমসে (Asian Games 2023)। আরও এক সোনার খোঁজ দিচ্ছে ক্রিকেট টিম। বাংলাদেশকে উড়িয়ে ফাইনালে পৌঁছে গেল ঋতুরাজ গায়কোয়াড়ের ভারত। ৯৭ রানের টার্গেট সামনে রেখে ৯.২ ওভারেই ম্যাচ শেষ করে দিল ভারত।

Asian Games 2023, Cricket: বাংলাদেশকে উড়িয়ে এশিয়ান গেমসে সোনার দরজায় ঋতুরাজরা
Asian Games 2023, Cricket: বাংলাদেশকে উড়িয়ে এশিয়ান গেমসে সোনার দরজায় ঋতুরাজরা
Image Credit source: Twitter

Follow Us

বাংলাদেশ ৯৬-৯ (২০ ওভারে)

ভারত ৯৭-১ (৯.২ ওভারে)

হানঝাউ: সোনার নতুন রেকর্ড হয়ে গিয়েছে হানঝাউ এশিয়ান গেমসে (Asian Games 2023)। আরও এক সোনার খোঁজ দিচ্ছে ক্রিকেট (Cricket) টিম। বাংলাদেশকে উড়িয়ে ফাইনালে পৌঁছে গেল ঋতুরাজ গায়কোয়াড়ের ভারত। ৯৭ রানের টার্গেট সামনে ছিল। ৯.২ ওভারেই ম্যাচ শেষ করে দিল ভারত। আইপিএলে নিয়মিত পারফর্ম করা তরুণ ভারতীয়রা। এশিয়ান গেমসের টিমগুলোর সঙ্গে ফারাক অনেকখানি। পাকিস্তান-আফিগানিস্তান অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে। যে টিম জিতবে, তার বিরুদ্ধে সোনার ম্যাচে নামবে ভারত। ফাইনালে প্রতিপক্ষ যেই হোক না কেন, ভারতই নামবে ফেভারিট হিসেবে। TV9Bangla Sports এ বিস্তারিত।

আগের ম্যাচে সেঞ্চুরি করা যশস্বী জয়সওয়াল ০ করে ফিরে যান। তাতেও চাপ তৈরি হয়নি। ক্যাপ্টেন ঋতুরাজ নেপালের বিরুদ্ধে রান পাননি। এই ম্যাচে পুষিয়ে দিলেন। ২৬ বলে নট আউট ৪০ করে গেলেন। মেরেছেন ৩টে বিশাল ছয় ও ৪টে চার। তবে আরও বিস্ফোরক ছিলেন তিলক ভার্মা। ২৬ বলে হাফসেঞ্চুরি করলেন। শেষ পর্যন্ত ৫৫ করে নট আউট থেকে গেলেন। মাত্র ৯.২ ওভারেই ৯৭-১ করে জিতে যায় ভারত।

জেজিয়াং বিশ্ববিদ্যালয়ের মাঠে স্পিনারই যে বাজিমাত করবে, ভারত নেপালের বিরুদ্ধেই বুঝে গিয়েছিল। ওয়াশিংটন সুন্দরের মতো অভিজ্ঞ স্পিনারকে যে কারণে বাংলাদেশের বিরুদ্ধে খেলানো হল। তিনি কার্যকর ভূমিকাও নিলেন। তাঁর সঙ্গে সাই কিশোর, রবি বিষ্ণোই, শাহবাজ আমহেদ, তিলক ভার্মাদের মতো পাঁচ স্পিনারই ১০০ পার করতে দিলেন না বাংলাদেশকে। শুরুটা করেছিলেন কিশোর, ওপেনার মাহমুদুল হাসানকে (৫) ফিরিয়ে। নিজের দ্বিতীয় ওভারে বল করতে এসে সুন্দর দুটো উইকেট নিলেন। তিলক ফিরিয়ে দেন পারভেজ হোসেনকে। ৩৬-৪ থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি ভারত। কিশোর নিয়েছেন ৩ উইকেট। সুন্দরের শিকার ২। ১টি করে উইকেট তিলক, শাহবাজ, বিষ্ণোইয়ের।

বাংলাদেশ ইনিংসকে ৯৬ পর্যন্ত নিয়ে গেলেন পারভেজ ও জাকির আলি। পারভেজ করেছেন ২৩। জাকির নট আউট ২৪। রিপন হাসানের ১৪ বাদ দিলে কেউই আর দু’অঙ্কে পৌঁছতে পারেননি। ভারত অতিরিক্ত ১৩ না দিলে আরও খারাপ হাল হত। এশিয়ান গেমসের ইতিহাসে বাংলাদেশ মাত্র ১টাই সোনা পেয়েছে। যা এসেছে ক্রিকেট থেকে। গুয়াংঝাউ থেকে ধরলে ক্রিকেটে ৫টা পদক ফলিয়েছে তারা। এ বারই ভারত প্রথম টিম পাঠিয়েছি ক্রিকেটে। রোহিত শর্মা, বিরাট কোহলিদের পরবর্তী প্রজন্মকে থামানো যে কঠিন, সেমিফাইনালে বুঝে গেলেন রিপন, পারভেজরা।

ভারতীয় ক্রিকেটাররা যে রকম ফর্মে রয়েছেন, তাতে ফাইনালে যেই উঠুক না কেন, সোনা কেড়ে নেওয়া কঠিন হবে। ঋতুরাজ, তিলক, ওয়াশিংটনরা কিন্তু সোনা জেতার স্বপ্নে বুঁদ।

Next Article