India vs England, 2nd Test: পৌনে চার দিনে শেষ ভাইজ্যাগ টেস্ট, ইংল্যান্ডকে মাটিতে নামাল রোহিতের ভারত

Feb 05, 2024 | 2:24 PM

IND vs ENG: হায়দরাবাদ টেস্ট ২৮ রানে হেরেছিল ভারত। বিশাখাপত্তনমে তাই সিরিজে সমতা ফেরানোই লক্ষ্য ছিল রোহিত অ্যান্ড কোংয়ের। ভারতের মাটিতে পরপর ২টো টেস্ট জিততে হলে বেন স্টোকসদের সামনে টার্গেট ছিল ৩৯৯। জয়ের জন্য চতুর্থ দিন টিম ইন্ডিয়ার প্রয়োজন ছিল ৯টি উইকেট। আর ইংল্যান্ডের দরকার ছিল ৩৩২ রান। শেষ অবধি হাসি ফুটল ভারতীয় শিবিরে।

India vs England, 2nd Test: পৌনে চার দিনে শেষ ভাইজ্যাগ টেস্ট, ইংল্যান্ডকে মাটিতে নামাল রোহিতের ভারত
India vs England, 2nd Test: পৌনে চার দিনে ভাইজ্যাগ টেস্ট শেষ, সিরিজে সমতা ফেরাল রোহিতের ভারত
Image Credit source: BCCI

Follow Us

কলকাতা: যে লক্ষ্য নিয়ে হায়দরাবাদ টেস্টের পর বিশাখাপত্তনমে নেমেছিল টিম ইন্ডিয়া (Team India), অবশেষে তা পূরণ হল। ভাইজ্যাগে আজ সোমবার প্রথম সেশনের পর থেকেই ভারতীয় শিবিরে হালকা হালকা জয়ের গন্ধ আসছিল। লাঞ্চ বিরতির পর ভারতীয় দর্শকদের যেন আর তর সইছিল না। অবশ্য ধৈর্য ধরতে হয় চা বিরতির আগে অবধি। এক এক করে ইংল্যান্ড উইকেট হারাচ্ছিল, আর গ্যালারিতে ভারতীয় অনুরাগীদের গর্জন বাড়ছিল। হায়দরাবাদ টেস্ট ২৮ রানে হেরেছিল ভারত। বিশাখাপত্তনমে তাই সিরিজে সমতা ফেরানোই লক্ষ্য ছিল রোহিত অ্যান্ড কোংয়ের। ভারতের মাটিতে পরপর ২টো টেস্ট জিততে হলে বেন স্টোকসদের সামনে টার্গেট ছিল ৩৯৯। নেপথ্যে শুভমনের দুরন্ত শতরান। জয়ের জন্য চতুর্থ দিন টিম ইন্ডিয়ার প্রয়োজন ছিল ৯টি উইকেট। আর ইংল্যান্ডের (England) দরকার ছিল ৩৩২ রান। শেষ অবধি হাসি ফুটল ভারতীয় শিবিরে। ১০৬ রানের বড় ব্যবধানে জয়ের পাশাপাশি সিরিজে সমতা ফেরাল রোহিতের ভারত।

তৃতীয় দিনের শেষে ইংল্যান্ড ১ উইকেট হারিয়ে ৬৭ রান তুলেছিল। চতুর্থ দিন ভারতকে প্রথম উইকেট এনে দেন অক্ষর প্যাটেল। তিনি ফেরান রেহান আহমেদকে। দেখতে দেখতে অর্ধশতরান পূরণ করেন জ্যাক ক্রলি। এরপর ভারতকে তৃতীয় উইকেট এনে দেন রবিচন্দ্রন অশ্বিন। ২৩ রানে ফেরেন অলি পোপ। দারুণ ক্যাচ তালুবন্দি করেন ক্যাপ্টেন রোহিত শর্মা। এরপর জো রুটের উইকেট তুলে নিয়ে টেস্ট কেরিয়ারের ৪৯৯তম উইকেট পূরণ করেন অশ্বিন। ভারতের মাটিতে ১২তম টেস্ট ম্যাচ খেললেন রুট। তাতে তিনি ১০০৪ রান করেছেন। ফিল্ডিং করার সময় তিনি আঙুলে চোট পেয়েছিলেন। তারপরও দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছিলেন। ১৬ রান করেন তিনি।

লাঞ্চ বিরতিতে যখন যায় দুই দল ততক্ষণে স্কোরবোর্ডে ইংল্যান্ড তুলেছে ১৯৪ রান। আর ভারতীয় বোলাররা তুলে নেন ৬টি উইকেট। দ্বিতীয় সেশনে অষ্টম উইকেটে টম হার্টলি ও বেন ফোকস জুটি ধীরে ধীরে জমাট হয়। এরপর ফোকসকে কট অ্যান্ড বোল্ড করে এই জুটি ভাঙেন জসপ্রীত বুমরা। এরপর শোয়েব বশিরকে ফিরিয়ে নবম উইকেট তুলে নেন মুকেশ কুমার। আর ৩৬ রানে হার্টলিকে ফিরিয়ে শেষ উইকেটটি তুলে নেন বুমরা। অল্পের জন্য ৫০০ টেস্ট উইকেটের রেকর্ড পূর্ণ হল না রবিচন্দ্রন অশ্বিনের। দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৩টি করে উইকেট নেন জসপ্রীত বুমরা ও রবিচন্দ্রন অশ্বিন। ১টি করে উইকেট নেন কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল ও মুকেশ কুমার। চা বিরতির আগেই ২৯২ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। যার ফলে পৌনে চার দিনেই শেষ দ্বিতীয় টেস্ট।

Next Article