IND vs NZ: এত বড় ব্যবধানে জয়! রেকর্ড গড়ে সিরিজ জিতল ভারত

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Dipankar Ghoshal

Updated on: Feb 01, 2023 | 11:26 PM

India vs New Zealand Match Report: এর আগে আয়ারল্যান্ডকে ১৪৩ রানের ব্যবধানে হারিয়েছিলে ভারত। এ দিন নিউজিল্যান্ডকে ১৬৮ রানে হারালেন হার্দিকরা। ব্যাটিংয়ে শুভমন গিলের অপরাজিত সেঞ্চুরি। বোলিংয়ে অধিনায়ক হার্দিক, শিবম মাভি, অর্শদীপদের অনবদ্য পারফরম্যান্স। দুর্দান্ত ফিল্ডিং।

IND vs NZ: এত বড় ব্যবধানে জয়! রেকর্ড গড়ে সিরিজ জিতল ভারত
Image Credit source: PTI

আমেদাবাদ: দেশের সবচেয়ে বড় স্টেডিয়ামে ম্যাচ। গত দুই ম্যাচে হতাশ করেছিল পিচ। বিশেষত লখনউতে গত ম্যাচে লো-স্কোরিং ম্যাচ বিরক্ত বেড়েছিল ক্রিকেটপ্রেমীদের মধ্যে। আমেদাবাদে চার ছক্কার ফুলঝুরি। বিনোদনের মাঝে অনবদ্য জয়ও। টি-টোয়েন্টি ফরম্যাটে রানের নিরিখে ভারতের সবচেয়ে বড় ব্যবধানে জয়। এর আগে আয়ারল্যান্ডকে ১৪৩ রানের ব্যবধানে হারিয়েছিলে ভারত। এ দিন নিউজিল্যান্ডকে ১৬৮ রানে হারালেন হার্দিকরা। ব্য়াটিংয়ে শুভমন গিলের অপরাজিত সেঞ্চুরি। বোলিংয়ে অধিনায়ক হার্দিক, শিবম মাভি, অর্শদীপদের অনবদ্য পারফরম্যান্স। দুর্দান্ত ফিল্ডিং। সব মিলিয়ে রেকর্ড জয় এল ভারতের। ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ রিপোর্ট TV9Bangla-য়।

লখনউয়ের পিচ অস্বস্তি কাটিয়ে উঠল ভারত। আমেদাবাদের পিচ রিপোর্ট বলছিল, শুরুর দিকে সহযোগিতা পাবেন পেসাররা। টসে জিতে রান তাড়া করা সেরা বিকল্প হতে পারত। ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়ার ঘরের মাঠ। এখানকার পিচ তাঁর চেয়ে ভালো কে বুঝবেন! টসে জিতে উল্টে ব্য়াটিংয়েরই সিদ্ধান্ত নিলেন হার্দিক পান্ডিয়া। দুই তরুণ ওপেনার শুভমন গিল এবং ঈশান কিষাণের পারফরম্য়ান্স নিয়ে একটা অস্বস্তি ছিলই। ঈশান এ দিনও পারলেন না। ইনিংসের দ্বিতীয় ওভারেই আউট ঈশান। তিন নম্বরে নামা রাহুল ত্রিপাঠী বিশাল বড় ইনিংস না খেললেও তা খুবই ইমপ্যাক্টফুল। মাত্র ২২ বলে ৪৪ রান করেন রাহুল। বাউন্ডারি লাইনে অনবদ্য ক্য়াচে না ফিরলে হয়তো অর্ধশতরানও আসতো।

রাতটা অবশ্য় শুভমন গিলের। ৩৫ বলে কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি অর্ধশতরান করেন। সেখানেই থেমে থাকেননি। ইনিংস এগিয়ে নিয়ে গেলেন শতরান অবধি। ৫৪ বলে কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি শতরান। শেষ অবধি অপরাজিত থাকলেন ১২৬ রানে। সূর্যকুমার যাদব ১৩ বলে ২৪ এবং অধিনায়ক হার্দিক পান্ডিয়া ১৭ বলে ৩০ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২৩৪ রান করে ভারত।

নিউজিল্য়ান্ডের শক্তিশালী ব্য়াটিং লাইন আপ ভালো পারফরম্য়ান্স করবে, এমনটাই প্রত্যাশা ছিল। শেষ অবধি পুরোপুরি একপেশে ম্যাচ হয়ে দাঁড়াল। কিউয়িদের টপ ফোর ব্যাটার ফিরলেন এক অঙ্কের রানে। শেষ অবধি ১২.১ ওভারে মাত্র ৬৬ রানেই অলআউট নিউজিল্যান্ড। সর্বাধিক ৩৫ রান করলেন ড্যারেল মিচেল। ব্য়াটিংয়ের পাশাপাশি বোলিংয়েও দুর্দান্ত হার্দিক। ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৪ উইকেট নিলেন। অর্শদীপ, উমরান, শিবম মাভির স্পিনত্রয়ী নিলেন দুটি করে উইকেট।

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla