India vs New Zealand: গোলাপি শহরে ভারতের নতুন স্বপ্নের পথচলা শুরু

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 17, 2021 | 11:10 PM

আজ থেকেই যে ভারতীয় ক্রিকেটে আগামীর সূচনা হয়ে গেল। কোচ রাহুল দ্রাবিড়কে প্রথম ম্যাচে ভারত জয় উপহার দিল দল। দাপুটে জয় বলা যাবে না। আগামী প্রজন্মকে এখনও অনেকটা পরিণত হয়ে উঠতে হবে, তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচটা সেটাই দেখিয়ে দিল।

India vs New Zealand: গোলাপি শহরে ভারতের নতুন স্বপ্নের পথচলা শুরু
India vs New Zealand: গোলাপি শহরে ভারতের নতুন স্বপ্নের পথচলা শুরু

Follow Us

প্রান্তিক দেব

আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে প্রায় ২৫ টার মত টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত (India)। দলকে বিশ্বচ্যাম্পিয়ন করে তুলতে তাঁকে ঠিক কোন কোন দিকে নজর রাখতে হবে, প্রথম দিন থেকেই হয়তো রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) নোটবুকে সেটা উঠতে শুরু করল। ব্যাটিং বা বোলিং.. দল মাঠে ছন্দে থাকুক বা চাপে, নতুন কোচকে দেখা গেল ডাগআউটে বসে নোটবুকে কিছু নোট করতে। হয়তো আগামীর পরিকল্পনা। আজ থেকেই যে ভারতীয় ক্রিকেটে আগামীর সূচনা হয়ে গেল। কোচ রাহুল দ্রাবিড়কে প্রথম ম্যাচে ভারত জয় উপহার দিল দল। দাপুটে জয় বলা যাবে না। আগামী প্রজন্মকে এখনও অনেকটা পরিণত হয়ে উঠতে হবে, তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচটা সেটাই দেখিয়ে দিল।

শুরু থেকেই সাদামাটা একটা ম্যাচ। নভেম্বর মাসে খেলা, তাই টস জিতলে যে কোনো দলই প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেবে। যেটা করলেন রোহিত শর্মা (Rohit Sharma)। প্রথম ওভারেই ভুবনেশ্বরের কামব্যাক। দারুন ইন সুইং, বোল্ড ড্যারেল মিচেল। এরপর গাপ্টিল আর চ্যাপম্যানের দারুণ একটা পার্টনারশিপ। উইকেট না হারালেও, শুরু থেকে সেই পার্টনারশিপে গতি ছিল না। শেষ দিকে কিছুটা গতি আনার চেষ্টা, আর তখনই পরপর প্যাভিলিয়নে ফিরলেন নিউজিল্যান্ডের দুই ব্যাটার। ৭০ রান করেন গাপ্টিল। ৬৩ রান করলেন চ্যাপম্যান। নির্ধারিত কুড়ি ওভারে ছয় উইকেট হারিয়ে ১৬৪ রান ব্ল্যাক ক্যাপসদের। ভারতের হয়ে জোড়া উইকেট নিলেন দুই অভিজ্ঞ বোলার ভুবনেশ্বর ও অশ্বিন। একটি করে উইকেট চাহার এবং সিরাজের।

জবাবটা যেমন আশা করা গিয়েছিল ঠিক তেমনই হল। শুরু থেকেই ব্যাট হাতে ঝড় তুললেন অধিনায়ক ও সহ-অধিনায়ক। ৫০ রানের পার্টনারশিপে প্রথম উইকেট হারাল ভারত। তিন নম্বর এলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। গুটিগুটি পায়ে ম্যাচ জয়ের দিকে এগিয়ে চলা ভারত উইকেট হারাল অধিনায়কের। হাফসেঞ্চুরিটা ফেলে এলেন রোহিত। ৪৮ রান করে ট্রেন্ট বোল্টের শিকার হলেন রোহিত। তবে দেশের মাঠে ফিরে সূর্যর ব্যাট ঝলসে উঠল। ৪০ বলে ৬২ রানের ইনিংস তাঁর। কিন্তু এরপরই গল্পে টুইস্ট। ভারতকে চেপে ধরলো নিউজিল্যান্ড। ম্যাচ গড়ালো শেষ ওভার পর্যন্ত। বুট কাটিয়ে মাঠে ফেরা শ্রেয়স বা প্রথম ম্যাচ খেলতে নামা ভেঙ্কটেশ, দাঁড়াতে পারলেন না কেউই। মাথা ঠান্ডা রেখে ম্যাচটা বার করলেন পন্থ। ৫ উইকেটে প্রথম ম্যাচ জিতে সিরিজে এগোলো ভারত। এই সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে শুক্রবার রাঁচিতে।

সংক্ষিপ্ত স্কোর: নিউজিল্যান্ড ১৬৪/৬ (মার্টিন গাপ্টিল ৭০, মার্ক চ্যাপম্যান ৬৩, রবিচন্দ্রন অশ্বিন ২-২৩)
ভারত ১৬৬/৫ (সূর্যকুমার যাদব ৬২, রোহিত শর্মা ৪৮, ট্রেন্ট বোল্ট ২-৩১)

Next Article