WTC Points Table: কেপটাউন টেস্ট জিতে ফের WTC পয়েন্ট টেবলের মগডালে টিম ইন্ডিয়া

তেইশের শেষে হওয়া সেঞ্চুরিয়ন টেস্টের কথাই যদি ধরা হয়... ৩২ রানে ও এক ইনিংসে ওই টেস্ট ম্যাচ প্রোটিয়াদের কাছে হেরেছিল টিম ইন্ডিয়া। যার ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে বিরাট ওঠানামা হয়েছিল। শীর্ষস্থান খুইয়ে পাঁচে নেমে গিয়েছিল টিম ইন্ডিয়া। কেপটাউন টেস্টের পর বদলে গেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) পয়েন্ট টেবলের (Points Table) ছবি।

WTC Points Table: কেপটাউন টেস্ট জিতে ফের WTC পয়েন্ট টেবলের মগডালে টিম ইন্ডিয়া
সেঞ্চুরিয়নে হেরে WTC টেবলে পাঁচে নেমেছিল ভারত, কেপটাউনে জিতে ফের মগডালে রোহিত অ্যান্ড কোংImage Credit source: X

Jan 05, 2024 | 8:00 AM

কেপটাউন: জয় তুলে দেয় সাফল্যের মগডালে, আর হার কেড়ে নেয় তাজ… এ দৃশ্য ক্রীড়াজগতে প্রাশয়ই দেখা যায়। তেইশের শেষে হওয়া সেঞ্চুরিয়ন টেস্টের কথাই যদি ধরা হয়… ৩২ রানে ও এক ইনিংসে ওই টেস্ট ম্যাচ প্রোটিয়াদের কাছে হেরেছিল টিম ইন্ডিয়া। যার ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে বিরাট ওঠানামা হয়েছিল। শীর্ষস্থান খুইয়ে পাঁচে নেমে গিয়েছিল টিম ইন্ডিয়া। কেপটাউন টেস্টের পর বদলে গেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) পয়েন্ট টেবলের (Points Table) ছবি। ফের শীর্ষস্থান ফিরে পেয়েছে রোহিত শর্মার ভারত। এক ঝলকে TV9Bangla Sports এর এই প্রতিবেদনে দেখে নিন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলের অবস্থা কী রকম।

কেপটাউন টেস্ট শেষ হয়েছে দেড়দিনে। দীর্ঘদিন পর এমন টেস্ট ম্যাচ দেখা গেল। বলের নিরিখে এটিই কোনও দলের টেস্টে সবচেয়ে ক্ষুদ্রতম জয়। কেপটাউন টেস্ট জিততে হলে ভারতকে তুলতে হত ৭৯ রান। সেখানে এই রান তুলতে গিয়ে ৩ উইকেট হারাতে হয় ভারতকে। ৮০ রান তুলে নেয় টিম ইন্ডিয়া। ৭ উইকেটে জয় ভারতের। এই ম্যাচ জিতে ২ ম্যাচের টেস্ট সিরিজ ১-১ ড্র দিয়ে শেষ করল ভারত। আর এই জয়ের ফলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে আবার শীর্ষস্থান ফিরে পেল টিম ইন্ডিয়া। চলতি ২০২৩-২০২৫ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে এটি ভারতের দ্বিতীয় জয়।

WTC পয়েন্ট টেবলে নজর রাখলে দেখা যাবে এক নম্বরে ভারত। দুইয়ে দক্ষিণ আফ্রিকা, তিনে নিউজিল্যান্ড, চারে অস্ট্রেলিয়া, পাঁচে বাংলাদেশ, ছয়ে পাকিস্তান, সাতে ওয়েস্ট ইন্ডিজ। আট ও নয়ে রয়েছে যথাক্রমে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে কোন দলের পয়েন্ট কত, এবং তারা রয়েছে কত নম্বরে রইল নিম্নে —

বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলের পরিস্থিতি। (ছবি-আইসিসি ওয়েবসাইট)