T20 World Cup 2024: টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারে ভারত, বলছেন মদনলাল-প্রভাকর

Sanath Majhi | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 12, 2024 | 4:13 PM

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) ভারতের চ্যাম্পিয়ন হওয়া উচিত। আর কেউ নন, এমন বলে দিলেন খোদ মদনলাল। ভারতের আর এক প্রাক্তন অলরাউন্ডার মনোজ প্রভাকর আবার ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মায় মুগ্ধ। ক্রিকেট-ফুটবলের চাঁদের হাট বললে কমই বলা হয়। স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্ম জয়ন্তী পালিত হল সিঙ্গুরের স্বামী বিবেকানন্দ বিদ্যালয়ে।

T20 World Cup 2024: টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারে ভারত, বলছেন মদনলাল-প্রভাকর
টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারে ভারত, বলছেন মদনলাল-প্রভাকর
Image Credit source: নিজস্ব চিত্র

Follow Us

সনৎ মাঝি

তারকেশ্বর: টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) ভারতের চ্যাম্পিয়ন হওয়া উচিত। আর কেউ নন, এমন বলে দিলেন খোদ মদনলাল। ভারতের আর এক প্রাক্তন অলরাউন্ডার মনোজ প্রভাকর আবার ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মায় মুগ্ধ। ক্রিকেট-ফুটবলের চাঁদের হাট বললে কমই বলা হয়। স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্ম জয়ন্তী পালিত হল সিঙ্গুরের স্বামী বিবেকানন্দ বিদ্যালয়ে। স্কুলের সেমিনার হলে ছোটো অনুষ্ঠানে সম্বর্ধনা দেওয়া হয় ভারতের প্রাক্তন ক্রিকেটার মদন লাল, মনোজ প্রভাকর ও সম্বরণ বন্দ্যোপাধ্যায়কে। প্রাক্তন ফুটবলার ভাস্কর গঙ্গোপাধ্যায়, সমরেশ চৌধুরী, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, অলোক মুখার্জি,বিকাশ পাঁজি, সুমিত মুখোপাধ্যায়কেও সম্বর্ধিত করা হয়।

১৯৮৩ সালের ভারতের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য মদনলাল বলে দিলেন, ‘টি-২০ বিশ্বকাপে ভারত সম্ভাব্য চ্যাম্পিয়নদের তালিকাতেই থাকবে। ভারতীয় টিমের যা গভীরতা, তাতে অন্য দেশগুলোর থেকে ভালো খেলবে। আমি তো বলব, বিশ্বকাপ জেতার সুযোগও আছে।’ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত ভালো ফল করবে, এমনই আশা করছেন প্রভাকরও। একই সঙ্গে দিল্লির প্রাক্তন ক্রিকেটার এও বলে দিচ্ছেন, অলরাউন্ডার তুলে আনার কাজটা ভারতীয় টিমের ক্যাপ্টেনকেই করতে হবে। কী ভাবে? প্রভাকরের কথায়, ‘অলরাউন্ডার তৈরি হয় না, তাকে তৈরি করতে হয়। সেই কাজটা করতে হয় টিমের অধিনায়ককেই। আমার সময় সুনীল গাভাসকর ছিলেন ক্যাপ্টেন। সুনীলভাই দেখেছিলেন যে, আমি ভালো মিডিয়াম পেসের সঙ্গে ব্যাটও করতে পারি। আমাকে উপরের দিকে ব্যাটিংয়ের সুযোগ দিয়েছিলেন। অলরাউন্ডারকে সাহস দিতে হবে। আরও পরিশ্রম করতে হবে তাকে পারফর্ম করার জন্য।’

মনোজ প্রভাকর জানান, সুযোগ পেলে যুব ক্রিকেটার তৈরিতে দেশকে সাহায্য করতে পারেন। সেই তিনিই একই সঙ্গে বলে দিচ্ছেন, ‘ওয়ান ডে বিশ্বকাপে আমরা ভালো খেলেছি। আমাদের টিম টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভালো ফল করবে। টিমে ভারসাম্য রয়েছে।’ টি-টোয়েন্টি ক্রিকেট তারুণ্যের। সিনিয়রদের বদলে কি তরুণদেরই বেশি সুযোগ দেওয়া উচিত? প্রভাকর বলে দিলেন, ‘এমন বলাটা ঠিক হবে না, অভিজ্ঞ ক্রিকেটার বাদ দিয়ে গোটা দলটাই তরুণদের নিয়ে তৈরি হোক। সিনিয়ররাই ঠিক করবে, তারা সরে দাঁড়াবে কিনা।’