
বেঙ্গালুরু: দিওয়ালি মানে আলোর রোশনাই। আর বেঙ্গালুরুতে আজ আলোর রোশনাই দেখাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। চলতি বিশ্বকাপে (ICC World Cup 2023) প্রতি ম্যাচেই কমবেশি রেকর্ড গড়েছেন ১০ দলের ক্রিকেটাররা। এ বার বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ডাচদের বিরুদ্ধে ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) গড়েছেন একাধিক রেকর্ড। তাতে রয়েছে ছক্কার কেরামতিও। ছক্কা হাঁকিয়ে রোহিত টপকেছেন প্রোটিয়া কিংবদন্তি এডিবিকে। আজ হাফসেঞ্চুরি হাঁকিয়ে আউট হয়েছেন রোহিত শর্মা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
এক ক্যালেন্ডার বর্ষে ওডিআইতে সবচেয়ে বেশি ছয় মারা ক্রিকেটারদের তালিকায় শীর্ষে পৌঁছে গিয়েছেন রোহিত শর্মা। প্রাক্তন প্রোটিয়া তারকা এবিডির ৮ বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন রোহিত। যার জন্য রোহিতের লেগেছে ৫৯টি ইনিংস। ক্রিকেটের নন্দনকাননে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এবিডিকে ছুঁয়েছিলেন রোহিত। এ বার তাঁকে টপকে গেলেন। এর আগে ২০১৫ সালে ওডিআইতে ১৮টি ইনিংসে ৫৮টি ছয় মেরেছিলেন এবি ডে ভিলিয়ার্স। ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইল ২০১৯ সালে ওডিআইতে ৫৬টি ছয় মেরেছিলেন।
বেঙ্গালুরুতে আজ যে সকল রেকর্ড গড়লেন রোহিত শর্মা —
𝗛𝗜𝗧𝗠𝗔𝗡 𝗦𝗣𝗘𝗖𝗜𝗔𝗟!
Captain Rohit Sharma now holds the record for the most ODI sixes in the calendar year 💥#TeamIndia | #CWC23 | #MenInBlue | #INDvNED pic.twitter.com/YTCYHAKk7B
— BCCI (@BCCI) November 12, 2023
উল্লেখ্য, নেদারল্যান্ডসের বিরুদ্ধে রবিবার ওডিআই বিশ্বকাপের ম্যাচে ৫৪ বলে ৬১ রান করেছেন রোহিত শর্মা। তাঁর এই ইনিংসে রয়েছে ৮টি চার ও ২টি ছয়। যার ফলে আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের ১০০তম হাফসেঞ্চুরিও করেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।