IND vs AUS: দুই দলে জোড়া পরিবর্তন, দ্বিতীয় ওডিআইতে শুরুতে ব্যাট করবে রোহিতের ভারত

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 19, 2023 | 3:11 PM

India vs Australia, ODI: বিশাখাপত্তনমে আজ ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় ওডিআই ম্যাচ।

IND vs AUS: দুই দলে জোড়া পরিবর্তন, দ্বিতীয় ওডিআইতে শুরুতে ব্যাট করবে রোহিতের ভারত
Image Credit source: Twitter

Follow Us

বিশাখাপত্তনম: অজিদের বিরুদ্ধে আজ, রবিবার রয়েছে ভারতের (India vs Australia) দ্বিতীয় ওডিআই (ODI) ম্যাচ। তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৫ উইকেটে জয় দিয়ে সিরিজ শুরু করে ভারত। পারিবারিক কারণে রোহিত শর্মা (Rohit Sharma) সিরিজের প্রথম ম্যাচে ছিলেন না। তাঁর অনুপস্থিতিতে ওডিআই ক্রিকেটে অধিনায়ক হিসেবে অভিষেক হয় হার্দিক পান্ডিয়ার। তাঁর ক্যাপ্টেন্সি ডেবিউতে জিতেছে ভারত। আজ বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে ফিরেছেন ভারত অধিনায়ক রোহিত। হার্দিকের টস ভাগ্য প্রথম ম্যাচে সঙ্গ দিয়েছিল। দ্বিতীয় ওডিআইতে টস ভাগ্য সঙ্গ দিল না রোহিতের। টজ জিতেছেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে হবে ভারতকে। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

দুই দলেই আজ দেখা গিয়েছে এক জোড়া পরিবর্তন। রোহিত শর্মা দলে ফেরার প্রত্যাশামতোই একাদশের বাইরে যেতে হল ঈশান কিষাণকে। পাশাপাশি শার্দূল ঠাকুরের পরিবর্তে দ্বিতীয় ওডিআইতে ভারতের একাদশে এসেছেন অক্ষর প্যাটেল। অস্ট্রেলিয়া দলেও জোড়া পরিবর্তন করেছেন স্টিভ স্মিথ। গ্লেন ম্যাক্সওয়েলের পরিবর্তে দ্বিতীয় ওডিআইতে অজিদের একাদশে এসেছেন নাথান এলিস। পাশাপাশি জস ইংলিশের জায়গায় একাদশে এন্ট্রি হয়েছে অ্যালেক্স ক্যারির। দ্বিতীয় ওডিআইতেও খেলছেন না অজি তারকা ডেভিড ওয়ার্নার। তাঁর কনুইয়ের অবস্থা এখনও পুরোপুরি ভালো নয় বলে, তাঁকে খেলানোর ঝুঁকি নিল না অস্ট্রেলিয়া।

টসে জিতে অজি অধিনায়ক স্মিথ বলেন, “পিচ দেখে ঠিকঠাকই লাগছে। যদিও বেশ কিছুক্ষণ কভারে পিচ ঢাকা ছিল। আমরা মিডলের দিকে তাড়াতাড়ি উইকেট হারিয়েছিলাম। মাঝের দিকে পার্টনারশিপটা খুব জরুরি। আমরা ভালো পার্টনারশিপ গড়তে পারলে ঘুরে দাঁড়াতে পারব। আমরা আশা করছি আগের দিনের ভুলগুলো শুধরে নিতে পারব। এই বছরে ভারতেই বিশ্বকাপ হবে, তাই তার আগে এখানে খেলাটা দারুণ সুযোগ।”

ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, “আমরা টসে জিতলে প্রথমে বোলিং করতাম। সন্ধ্যের দিকে কিছুটা টার্ন হতে পারে। পিচ কিছুটা শুষ্ক দেখাচ্ছে। অনেকক্ষণ কভারে ঢাকা ছিল। এ বার দেখার যান আমরা কেমন পারফর্ম করতে পারি। এইরকম পরিবেশে আমাদের উচিত শান্ত থেকে পরিস্থিতি অনুযায়ী খেলা। গত যেক’টা ওডিআই ম্যাচে আমরা খেলেছিলাম তাতে আমরা শান্তই ছিলাম।”

এরপর রোহিত বলেন, “আমি দলে ফিরেছি বলে ঈশান বাদ পড়ল। শার্দূল আজ একাদশে নেই। ওর বদলে এসেছে অক্ষর। আমরা বিশ্বকাপে তিন স্পিনারে খেলার কথা ভাবছি। তাই সেই ভাবনা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

ভারতের একাদশ: শুভমন গিল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মহম্মদ সামি।

অস্ট্রেলিয়ার একাদশ: ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ (অধিনায়ক), মার্নাশ লাবুশেন, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, মার্কাস স্টইনিস, শন অ্যাবট, মিচেল স্টার্ক এবং অ্যাডাম জাম্পা।

Next Article