কলকাতা: অজি কাঁটা উপড়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লেজেন্ডসের (World Championship Legends) ফাইনালে উঠেছে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্সরা (India Champions)। এ বার শনি-রাত হতে চলেছে জমজমাট। দীর্ঘদিন পর ২২ গজে কোনও টুর্নামেন্টের খেতাব জয়ের লড়াইয়ে মুখোমুখি ভারত ও পাকিস্তান। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লেজেন্ডসের ফাইনালে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষা। আজ, শনিবার ভারতীয় সময় অনুসারে রাত ৯.৩০ মিনিটে হবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লেজেন্ডসের ফাইনাল। ভারত-পাক মহারণ লাইভ দেখা যাবে স্টার স্পোর্টস ১ হিন্দি, স্টার স্পোর্টস ১ এইচডি হিন্দি ও ফ্যানকোডে।
রোমাঞ্চে ভরা এক ম্যাচ দেখা গেল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লেজেন্ডসের সেমিফাইনালে। অজিদের বিরুদ্ধে জ্বলে উঠেছিলেন যুবরাজ সিং। টস জিতে প্রথমে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন অজি ক্যাপ্টেন ব্রেট লি। ওপেনিং জুটিকে জমতে দেননি লি-রা। অবশ্য তাতে খুব সমস্যা হয়নি ইন্ডিয়া চ্যাম্পিয়ন্সদের। রবীন উথাপ্পা, ইউসুফ পাঠান, ইরফান পাঠান ও ক্যাপ্টেন যুবরাজ সিং এই চারজন হাফসেঞ্চুরি করেন। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২৫৪ রান তোলে ভারত।
২৫৫ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অজিরা। পাওয়ার প্লে-র মধ্যে ৩ উইকেট তুলে নেন ভারতের বোলাররা। অস্ট্রেলিয়ার হয়ে লড়াই করেন টিম পেইন (৪০*) ও নাথান (৩০)। কিন্তু তাঁদের লড়াইয়ের পরও ভারতকে আটকাতে পারল না অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্সরা। ২০ ওভারে ৭ উইকেটে ১৬৮ রানে থামে অজিরা। ২টি করে উইকেট নিয়েছেন ধবল কুলকার্নি ও পবন নেগি। ১টি করে উইকেট রাহুল শুক্লা, হরভজন সিং ও ইরফান পাঠানের। ২৮ বলে ৫৯ রানের ইনিংস উপহার দেওয়া ভারত অধিনায়ক যুবরাজ পেয়েছেন ম্যাচের সেরার পুরস্কার।
টুর্নামেন্টের অপর সেমিফাইনালে ক্যারিবিয়ানদের ২০ রানে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছেন শাহিদ আফ্রিদিরা। এ বার আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা ফের এক ভারত-পাক মহারণের।