Team India: ‘জয়ের খিদে নেই, খেই হারিয়েছেন অধিনায়ক’, ক্ষোভ উগরে দিলেন বেঙ্কটেশ প্রসাদ

IND vs WI: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) পর পর ২টো ম্যাচে হারার পর ঘুরে দাঁড়িয়েছিল মেন ইন ব্লু। পর পর দুটো টি-২০ জিতে সিরিজ জয়ের স্বপ্নও দেখাচ্ছিলেন হার্দিকরা। কিন্তু তীরে এসে তরী ডুবল!

Team India: 'জয়ের খিদে নেই, খেই হারিয়েছেন অধিনায়ক', ক্ষোভ উগরে দিলেন বেঙ্কটেশ প্রসাদ
'জয়ের খিদে নেই, খেই হারিয়েছেন অধিনায়ক', ক্ষোভ উগরে দিলেন বেঙ্কটেশ প্রসাদImage Credit source: AFP
Follow Us:
| Edited By: | Updated on: Aug 14, 2023 | 1:24 PM

ফ্লোরিডা: ১৭ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজে হার ভারতের। দীর্ঘ ২৫ মাস পর টি-টোয়েন্টি সিরিজে হার ভারতের। এই সকল লজ্জার নজির গড়েছে ভারত। যা টিম ইন্ডিয়ার জন্য মোটেও শোভনীয় নয়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) পর পর ২টো ম্যাচে হারার পর ঘুরে দাঁড়িয়েছিল মেন ইন ব্লু। পর পর দুটো টি-২০ জিতে সিরিজ জয়ের স্বপ্নও দেখাচ্ছিলেন হার্দিকরা। কিন্তু তীরে এসে তরী ডুবল! পঞ্চম টি-২০ ম্যাচ হেরে ট্রফি হাতছাড়া করল ভারত। টি-২০ ফর্ম্যাটে টিম ইন্ডিয়ার (Team India) বর্তমান অবস্থা নিয়ে আগেও মুখ খুলেছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বেঙ্কটেশ প্রসাদ (Venkatesh Prasad)। এ বার ক্যারিবিয়ানদের কাছে হার্দিক পান্ডিয়াদের টি-২০ সিরিজে হারের পর আরও এক বার সরব হলেন বেঙ্কটেশ প্রসাদ। শুধু তাই নয়, বেঙ্কটেশের মনে হয়ে মাঝে মাঝে খেই হারিয়ে ফেলেছিলেন অধিনায়ক হার্দিক। আর কী কী বললেন বেঙ্কটেশ? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

টেস্ট, ওডিআই সিরিজ ভারত জিতলেও টি-২০ ট্রফি নিয়ে দেশে ফিরতে পারবেন না হার্দিক পান্ডিয়ারা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টিম ইন্ডিয়া পঞ্চম টি-২০ ম্যাচ হারার পর বেঙ্কটেশ প্রসাদ প্রথম টুইট করেন, ‘ভারতকে কোনও কোনও সময় সীমিত ওভারে একটি খুব সাধারণ দল বলে মনে হয়। কয়েক মাস আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে যোগ্যতা অর্জনে ব্যর্থ ওয়েস্ট ইন্ডিজ দল ভারতকে হারিয়েছে। ওয়ান ডে সিরিজেও আমরা বাংলাদেশের বিরুদ্ধে হেরেছিলাম। আশা করি ওরা নির্বোধ বিবৃতি দেওয়ার পরিবর্তে নিজেদের ব্যর্থতার কারণ তুলে ধরবে।’

এখানেই শেষ নয়। এরপর আরও কয়েকটি টুইট করে ভারতীয় টিমের উপর ক্ষোভ উগরে দিয়েছেন প্রসাদ। টুইটারে বেঙ্কটেশকে এক ব্যক্তি লেখেন, ‘স্যার সেটা ৫০ ওভারের বিশ্বকাপ ছিল। তবে ভারতীয় দলের এই পারফরম্যান্স নিয়ে আমি আপনার সঙ্গে সহমত।’ সেই টুইটের উত্তরে বেঙ্কটেশ প্রসাদ লেখেন, ‘শুধু ৫০ ওভার নয়, ওয়েস্ট ইন্ডিজ গত অক্টোবর-নভেম্বরেও টি-টোয়েন্টি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে। ভারতের খারাপ পারফরম্যান্স দেখে কষ্ট হয়। এবং সব কিছু আড়ালে কার্পেটের নীচে এতে প্রলেপ লাগাতে দেখে বেদনা হয়। জেতার খিদেটা দেখতে পাই না। টিমের মধ্যে তেজটাও মিসিং।’

টুইটারে ভারতের প্রাক্তন ক্রিকেটারকে ট্যাগ করে আরও একজন কমেন্ট করে লেখেন, ‘স্যার ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক এবং টিম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনার মতামত কী?’ এই প্রশ্নের জবাবে প্রসাদ লেখেন, ‘ওরা পরাজয়ের জন্য দায়ী এবং ওদের এই হারের জন্য জবাবদিহি করতে হবে। এখন সবাই শুধু এমএসের নাম ব্যবহার করবে। শুধু তাই নয়, সকলে ওর কথা মতো বলবে। নির্বাচনে ধারাবাহিকতা নেই। তাই খুব এলোমেলো জিনিস বেশি ঘটছে।’

এরপর বেঙ্কটেশ আরও একটি টুইট করেন। তাতে তিনি লেখেন, ‘ভারতকে তাদের দক্ষতা বাড়াতে হবে। ওদের খিদেটা দেখতে পাচ্ছি না। প্রায়শই মনে হয়েছে অধিনায়ক খেই হারিয়েছে। বোলাররা ব্যাট করতে পারে না, ব্যাটাররা বোলিং করতে পারে না। কেউ আপনার প্রিয় ক্রিকেটার বলে অন্ধর মতো তাঁকে রাখাটা ঠিক না। দলের ভালোর জন্য সামনে তাকাতে হবে এবং সেই মতো দল নির্বাচন করা হোক।’