Mithali Raj: অবসর ভেঙে ফেরার ইঙ্গিত ভারতের কিংবদন্তি ক্রিকেটারের

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 25, 2022 | 4:25 PM

এতদিন পুরুষদের আইপিএলের সঙ্গে তিন দলীয় টি ২০ চ্যালেঞ্জ হত মেয়েদের। তাও নিয়মিত নয়। দীর্ঘ সময় ধরেই মেয়েদের পূর্ণাঙ্গ আইপিএল করার পরিকল্পনা চলছিল বোর্ডের।

Mithali Raj: অবসর ভেঙে ফেরার ইঙ্গিত ভারতের কিংবদন্তি ক্রিকেটারের
রিল ও রিয়াল লাইফের মিতালি রাজ।
Image Credit source: ICC

Follow Us

 

দুবাই : দিন হিসেব করলে ৫০ও পার হয়নি। এখনও থিতিয়ে যায়নি শুভেচ্ছার জোয়ার। শেষ বার ড্রেসিংরুম থেকে বিদায় নেওয়া ক্রিকেটারকে নিয়ে বায়োপিকও হয়ে গিয়েছে। আর তা দেখে তৃপ্তি প্রকাশ করেছে সব মহল। সে সব মিটতে না মিটতে আবার ক্রিকেটে ফেরার ইঙ্গিত দিয়ে বসলেন সুপারস্টার। ভাবছেন তো, কে ইনি? মিতালি রাজ (Mithali Raj)। আইসিসি (ICC) পডকাস্টে তেমনই সম্ভাবনার কথা ভাসিয়ে দিলেন নিজেই। ক্রিকেট থেকে বিদায় নিতে না নিতে আবার ফিরছেন কেন? আগামী মরসুমে বোর্ড শুরু করতে চলেছে মেয়েদের আইপিএল (Women’s IPL)। ওই মেগা ইভেন্ট তাঁর মতো তারকাকে বাদ দিয়ে পথচলা শুরু করবে, ভাবাই যায় না। মিতালি যদি আবার তুলে নেন ক্রিকেট ব্যাট, বোর্ডের সম্মতিতেই হবে।

এতদিন পুরুষদের আইপিএলের সঙ্গে তিন দলীয় টি ২০ চ্যালেঞ্জ হত মেয়েদের। তাও নিয়মিত নয়।  দীর্ঘ সময় ধরেই মেয়েদের পূর্ণাঙ্গ আইপিএল করার পরিকল্পনা চলছিল বোর্ডের। কোভিডের কারণেও অনেকটা দেরী হয়েছে। বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় পরিকল্পনা সম্পর্কে জানিয়েছিলেন, আগামী মরসুম থেকে মেয়েদের আইপিএল হবে। তাহলে কি মিতালিও অবসর ভেঙে অংশ নেবেন এই প্রতিযোগিতায়? আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) নতুন পডকাস্ট ‘১০০% ক্রিকেট’র প্রথম এপিসোডে কিংবদন্তি মিতালি রাজ বলেছেন, ‘এখনও সিদ্ধান্ত নিইনি। তবে দরজা খোলা রাখছি। মেয়েদের আইপিএল শুরু হতে এখনও কয়েক মাস সময় রয়েছে। আইপিএলের প্রথম সংস্করণে এর অংশ হতে পারলে দারুণ লাগবে।’

গত ৮ জুন ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্টে অবসর ঘোষণা করেন কিংবদন্তি মিতালি রাজ। ২৩ বছরের আন্তর্জাতিক কেরিয়ারের ইতি। তবে অবসর পরবর্তী জীবন অস্বস্তির হয়নি এমনটাই জানাচ্ছেন মিতালি। দুই প্রাক্তন ক্রিকেটার ইশা গুহ এবং ফ্র্যাঙ্কি ম্যাকের সঙ্গে আলাপচারিতায় মিতালি আরও বলেন, মনে হয়েছিল অবসরের পর দৈনন্দিন জীবন মন্থর হয়ে যাবে। অর্থাৎ আমাকে আর দিন, সপ্তাহের রুটিন বানাতে হবে না। পরবর্তী সিরিজের পরিকল্পনা করতে হবে না। অবসরের পরই কোভিড হয়। সুস্থ হয়ে ওঠার পর বায়োপিকের প্রোমোশনাল ইভেন্টে ব্যস্ত থাকতে হয়েছে। খেলোয়াড় জীবনে যেমন ব্যস্ততা থাকত, এখনও অবধি তেমনই চলছে। দৈনন্দিন জীবনে কোনও পরিবর্তনই আসেনি বলা যায়। হয়তো এই ব্যস্ততা গুলো কমে গেলে অবসর পরবর্তী জীবনের পার্থক্যটা বুঝতে পারব।’

Next Article