কলকাতা : ‘ইউনিক’ ক্যাপ্টেন হতে চান। মজার ছলে বলা এই কথাগুলোই কাঁটার মতো বিঁধছে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। তৃতীয় টি ২০ ম্যাচের আগে হার্দিককে একটি রেকর্ড স্মরণ করিয়ে দেন ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ড স্যামুয়েল বদ্রী। জানান, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লাগাতার ১২টি দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে ভারত। স্মরণ করিয়ে হার্দিককে তাঁর প্রশ্ন ছিল, এই রেকর্ড ভাঙার ক্যাপ্টেন নিশ্চয় হতে চাইবেন না? পাল্টা জবাব দিয়ে তখন ভারতের টি ২০ ক্যাপ্টেন বলেন, ‘কোনও ব্যাপার নয়। আমি ইউনিক ক্যাপ্টেন হতে চাই।’ ১৭ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁর নেতৃত্বেই দ্বিপাক্ষিক সিরিজ হেরেছে ভারত। ২৫ মাস পর টি ২০ সিরিজে হার। টি ২০ সিরিজে এই প্রথম বার তিন ম্যাচে হারল ভারত। এই সবকটি হারের রেকর্ড হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে। ইউনিক তো বটেই! বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
পাঁচ ম্যাচের টি ২০ সিরিজের প্রথম দুটি জিতে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। পরের দুটি ম্যাচ জিতে কামব্যাক করে ভারত। রবিবার ছিল সিরিজের নির্ণায়ক ম্যাচ। ম্যাচটি ৮ উইকেটে হেরে সিরিজ খুইয়েছে টিম ইন্ডিয়া। আইপিএলে অত্যন্ত সফল হার্দিক পান্ডিয়া। পাঁচ বারের ট্রফি জয়ী মুম্বই ইন্ডিয়ান্সের সদস্য ছিলেন দীর্ঘদিন। এরপর গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দিয়ে প্রথম সংস্করণেই আইপিএল ট্রফি জেতান। ২০২৩ সালেও তাঁর নেতৃত্বে আইপিএল ফাইনাল খেলেছে গুজরাট। আইপিএলের সফল ক্যাপ্টেন আন্তর্জাতিক সিরিজে ক্যারিবিয়ানদের কাছে মুখ থুবড়ে পড়লেন। শেষ ম্যাচে তাঁর বেশ কিছু সিদ্ধান্ত ব্যুমেরাং হয়েছে। প্রথমে ব্যাট করে ১৬৫ রান তুলেছিল ভারত। ১৮ ওভারে ২টি উইকেট খুইয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।
আগামী বছর টি ২০ বিশ্বকাপ। আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা। সেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি ২০ সিরিজের শেষ দুটি ম্যাচ খেলা হল আমেরিকার ফ্লোরিডাতেই। একটা সিরিজ হারে চিন্তিত নন হার্দিক। এই হার থেকে শিক্ষা নেওয়ার কথা বলেছেন তিনি।