লন্ডন: ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিন থেকেই ভারতের হার দেখছেন ক্রিকেট সমর্থকরা। জেতা তো দূরঅস্ত, ভারত টেস্ট বাঁচাতে পারবে কি না সেটা নিয়েই সন্দিহান ছিলেন খোদ ভারতীয় সমর্থকরাই। প্রথম ইনিংসে পাল্টা লড়াই দিয়ে দলকে লড়াইয়ে রেখেছিলেন অজিঙ্ক রাহানে-শার্দূল ঠাকুররা। দ্বিতীয় ইনিংসে তুলনামূলক ভালো বোলিং ভারতের বোলারদের। চতুর্থ দিনের শেষে বিরাট কোহলি-অজিঙ্ক রাহানে জুটিও বুঝিয়ে দিয়েছে পিকচার আভি বাকি হ্যায়। চতুর্থ দিনে লক্ষ্য়টা ছিল ৪৪৪। এখন সেটা কমে দাঁড়িয়েছে ২৮০। হাতে সাতটি উইকেট। একটা গোটা দিন। ক্রিজে রয়েছেন ক্রিজে বিরাট কোহলির মতো তারকা। তাঁর সঙ্গে প্রথম ইনিংস এবং ভারতের বহু যুদ্ধের নায়ক অজিঙ্ক রাহানে। একটা প্রায় অসম্ভবকে সম্ভব করা লক্ষ্যে নেমেছেন তাঁরা। ওভাল স্টেডিয়াম ও টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক রান তাড়ার রেকর্ড গড়ে অধিনায়ক রোহিত শর্মার হাতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি তুলে দেওয়াই লক্ষ্য। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
১১ জুন ভারত কি নতুন ইতিহাস লিখবে? টেস্ট ক্রিকেটের ইতিহাস বলছে, এখনও অবধি সর্বাধিক ৪১৮ রান তাড়া করে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ওভালের ইতিহাস আরও কঠিন। এই মাঠে চতুর্থ ইনিংসে সর্বাধিক ২৬৩ রান তাড়া করে জয়ের নজির রয়েছে। সেটাও একশো বছরেরও বেশি সময় আগে। ওভালে ভারতের সর্বাধিক রান তাড়া করে জেতার পরিসংখ্যান কী? সেই ১৯৭১ সালে ১৭৩ রান তাড়া করে জিতেছিল ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে হলে সবদিক থেকেই নতুন ইতিহাস লিখতে হবে ভারতকে। ২০২১ সালে গাবা টেস্টে এমনই অপ্রত্যাশিত জয় পেয়েছিল ভারত।
ওভালের পঞ্চম দিন ভারতের সামনে অবশ্যই অগ্নিপরীক্ষা। আশা ছাড়ছে না ভারতীয় শিবির। এখান থেকে জেতা একশো শতাংশ সম্ভব। আত্মবিশ্বাসের সুর দলের পেসার মহম্মদ সামির গলায়। শুধুমাত্র বিরাট কোহলি-অজিঙ্ক রাহানে জুটিই নয়, বরং পুরো টিম লড়াইয়ের জন্য প্রস্তুত। বলছেন সামি। অজি বোলারদের সামলে দিলে ২৮০ খুব বড় স্কোর নয়। বলছেন সামি। প্রথম দিন থেকে যাঁরা ভারতের হার দেখছিলেন, সামির মতো তাঁদের গলাতেও এখন আশার সুর। রবি দুপুরে ওভালের মাঠে পঞ্চম দিনের বল গড়ানোর শুধু অপেক্ষা।