দুবাই: হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) নিয়ে বিতর্ক ক্রমশ বাড়ছে। পাকিস্তান (Pakistan) ম্যাচে আনফিট অলরাউন্ডারকে খেলানোর খেসারত দিতে হয়েছে ভারতীয় (India) টিমকে। কাঁধে চোট পাওয়ায় বোলিং দূরে থাক, তিনি ফিল্ডিংও করতে পারেনি। অনেকেই বলতে শুরু করেছেন, হার্দিকের পরিবর্তে শার্দূল ঠাকুরকে খেলানো হোক।
চোট পাওয়া হার্দিককে পাকিস্তান ম্যাচের পরই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, স্ক্যান করানোর জন্য। যদিও তাঁর স্ক্যান রিপোর্টে ভয় পাওয়ার মতো কিছু নেই। তবু হার্দিককে খেলানোর ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। বোর্ডের এক কর্তা বলেছেন, ‘হার্দিকের স্ক্যান রিপোর্ট এসেছে। ওর চোট আহামরী নয়। নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে ভারত পরবর্তী ম্যাচ খেলবে রবিবার। হাতে বেশ কিছুটা সময় রয়েছে। তার মধ্যে ওর পরিস্থিতি কী থাকে, দেখে নেওয়া যাবে। আর তার জন্য মেডিক্যাল রয়েছে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 Worald Cup) টিমে হার্দিককে নেওয়ার পর থেকে বিতর্ক শুরু হয়েছিল। চোটের কারণে অনেক দিন বোলিং করেননি তিনি। এমনকি, আইপিএলেও বল করতে দেখা যায়নি তাঁকে। তবে মুম্বই ইন্ডিয়ান্সের টিম ম্যানেজমেন্টের তরফে বলা হয়েছিল, দ্রুত নেটে বল হাতে দেখা যাবে তাঁকে। হার্দিকও আশ্বাস দিয়েছিলেন, বিশ্বকাপে বল করবেন তিনি। এমনকি, পাকিস্তান ম্যাচের আগে ভারতীয় টিমের ক্য়াপ্টেন বিরাট কোহলিও বলেছিলেন, আপাতত দু’ওভার বল করার মতো অবস্থায় রয়েছেন হার্দিক। বোলার হার্দিক না হলেও ব্যাটসম্যান হার্দিকে আস্থা রয়েছে ভারতীয় টিমের। হার্দিককে খেলানোর এই সিদ্ধান্তই এখন চাপে ফেলে দিয়েছে টিম ম্যানেজমেন্টকে।
পাক ম্যাচে হার্দিক খেলায় দুটো ক্ষতি হয়েছিল ভারতের। বোলিং ভারসাম্য নষ্ট হয়ে যায়। সেই সঙ্গে একটা বাড়তি ব্যাটসম্যান খেলানোর সিদ্ধান্তও বিরুদ্ধে চলে যায়। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য মরিয়া তাগিদ দেখানোর চেষ্টা করছেন বিরাটরা। কিন্তু কেন উইলিয়ামসের নিউজিল্যান্ড কঠিন প্রতিপক্ষ হতে চলেছে ভারতের। ওই ম্যাচ জিততে না পারলে কিন্তু বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন দেখা যাবে না। বিরাটরা (Virat Kohli) যা খুব ভালো করেই জানেন।
আরও পড়ুন: Pakistan vs New Zealand Live Score, T20 World Cup 2021: শারজায় পাকিস্তান-নিউজিল্যান্ডের মহারণ