India Tour Of South Africa: দর্শকশূন্য গ্যালারিতেই হবে ভারত-দঃ আফ্রিকা সিরিজ

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Dec 20, 2021 | 8:11 PM

প্রথমে জানা যায়, ওমিক্রন আতঙ্কের জেরে সেঞ্চুরিয়নে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট দর্শকহীন হবে। কিন্তু সংক্রমিতের সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় গোটা সিরিজ দর্শকশূন্য স্টেডিয়ামে করার সিদ্ধান্ত। কোভিড পরিস্থিতিতে কোনও ঝুঁকি নিতে চাইছে না দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। আগে ঠিক হয়েছিল, ২ হাজার দর্শক ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজে গ্যালারিতে থাকতে পারবে। কিন্তু সংক্রমিতের সংখ্যা ক্রমশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

India Tour Of South Africa: দর্শকশূন্য গ্যালারিতেই হবে ভারত-দঃ আফ্রিকা সিরিজ
India Tour of South Africa: বিরাটদের সিরিজ দর্শকহীন (ছবি-টুইটার)

Follow Us

জোহানেসবার্গ: আশঙ্কাই সত্যি হল। ওমিক্রন (Omicron) আতঙ্কের জের। দর্শকশূন্য স্টেডিয়ামেই হবে ভারত (India)-দক্ষিণ আফ্রিকা (South Africa) সিরিজ। দুই দেশের ক্রিকেট বোর্ডের আলোচনাতেই এমন সিদ্ধান্ত। প্রোটিয়া ক্রিকেট বোর্ডের (CSA) তরফ থেকে সরকারি ভাবে জানানো হয়, ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য কোনও টিকিট বিক্রি হবে না।

 

প্রথমে জানা যায়, ওমিক্রন আতঙ্কের জেরে সেঞ্চুরিয়নে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট দর্শকহীন হবে। কিন্তু সংক্রমিতের সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় গোটা সিরিজ দর্শকশূন্য স্টেডিয়ামে করার সিদ্ধান্ত। কোভিড পরিস্থিতিতে কোনও ঝুঁকি নিতে চাইছে না দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। আগে ঠিক হয়েছিল, ২ হাজার দর্শক ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজে গ্যালারিতে থাকতে পারবে। কিন্তু সংক্রমিতের সংখ্যা ক্রমশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

 

 

 

ওমিক্রনের কোপে কাটছাঁট করা হয়েছে ভারতের দক্ষিণ আফ্রিকা সফর। টি-টোয়েন্টি সিরিজ বাতিল করে শুধু মাত্র টেস্ট ও ওয়ান ডে সিরিজ খেলবে প্রোটিয়াদের দেশে। তাতেও আশঙ্কা কমছে না। বিশেষ করে অ্যাসেজের দ্বিতীয় টেস্টে করোনার ব্যাপক প্রভাব দেখা গিয়েছে। সাংবাদিকদের অনেকেই কোভিড আক্রান্ত। সম্প্রচারের দায়িত্বে থাকা টিমেরও বেশ কয়েকজন কোভিডের শিকার। প্রেস বক্সেও দু-একজন আক্রান্ত হয়ে পড়েছেন, এমনই খবর। তাই কোনও ভাবেই ভারতের বিরুদ্ধে হোম সিরিজে ঝুঁকি নিতে চাইল না দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। যে কারণে দর্শকদের মাঠে ঢোকার অনুমতি দেওয়া হল না।

 

আরও পড়ুন: India Tour Of South Africa: সেঞ্চুরিয়নের উইকেট দেখে অবাক শ্রেয়স

Next Article