অধিনায়কোচিত অর্ধশতরান রাহানের,মেলবোর্নে লিড পেল ভারত
অভিষেক ইনিংসে ৪৫ রান করেন শুভমন গিল। ২৯ রানে আউট হন পন্থ।
TV9 বাংলা ডিজিটাল: বক্সিং ডে টেস্টে লিড পেল ভারত। মেলবোর্নে দুরন্ত অর্ধশতরান অজিঙ্কা রাহানের। কোহলির অনুপস্থিতিতে প্রথমদিনে নজর কেড়েছিল অধিনায়ক রাহানে। বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিন ব্যাট হাতেও ঝলক দেখালেন ভারতের স্ট্যান্ড ইন অধিনায়ক। মেলবোর্নে স্টার্ক-কামিন্সদের বিরুদ্ধে মেজাজে পাওয়া যায় মুম্বইকরকে।
দ্বিতীয় দিনের শুরুতে মাত্র পাঁচ রানের জন্য অর্ধশতরান হাতছাড়া করেন শুভমন গিল। নিজের প্রথম টেস্ট ইনিংসে ৪৫ রান করেন পঞ্জাবের ব্যাটসম্যান। বেশিক্ষণ ক্রিজে টেকেননি চেতেশ্বর পূজারা। মাত্র ১৭ রানে পূজারাকে প্যাভিলিয়ানে ফেরান প্যাট কামিন্স।
আরও পড়ুন:বাংলার হকি চ্যাম্পিয়নয়নশিপেও উঠল বয়স ভাঁড়ানোর অভিযোগ
লাঞ্চের পর হনুমা বিহারি আর রাহানে ভারতীয় ইনিংসকে টেনে নিয়ে যান। ২১ রানে নাথান লিঁয়র বলে আউট হন বিহারি। ঋষভ পন্থ ক্রিজে আসতেই গতি পায় ভারতীয় ইনিংস। নিজের চেনা মেজাজে মেলবোর্নে ব্যাট করেন দিল্লির উইকেটকিপার। ৫৭ রান যোগ করেন রাহানে-পন্থ। ৪০ বলে ২৯ রান করে প্যাভিলিয়ানে ফেরেন পন্থ। উল্টোদিকে অর্ধশতরান পূর্ণ করেন রাহানে। জাদেজাকে সঙ্গে নিয়ে ভারতকে লিড এনে দেন ভারত অধিনায়ক।