কাবুল: নতুন বছরের মার্চেই ভারত সফরে খেলতে আসছেন মহম্মদ নবি (Mohammed Nabi), রশিদ খানরা (Rashid Khan)। ভারত সফরে এসে ৩টে একদিনের ম্যাচের সিরিজ খেলবে আফগানিস্তান। ২০২২-২৩ বর্ষের সূচি প্রকাশ আফগান ক্রিকেট বোর্ড (Afghanistan Cricket Board)। মোট ১১টা ওয়ান ডে, ৪টে টি-টোয়েন্টি আর ২টো টেস্ট সিরিজ খেলবে আফগানিস্তান। তার মধ্যেই রয়েছে ভারত সফর।
ফেব্রুয়ারিতে বাংলাদেশ (Bangladesh) সফরে ৩টে একদিনের ম্যাচ আর ২টো টি-টোয়েন্টি সিরিজ খেলেই ভারতে আসবেন নবিরা। আইপিএলের আগে মার্চের মাঝামাঝি কিংবা শেষ দিকে ভারত সফরে এসে ৩টে একদিনের ম্যাচের সিরিজ খেলবে আফগানিস্তান। ভারত, বাংলাদেশ সফর ছাড়াও অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, জিম্বাবোয়ে সফরেও খেলতে যাবেন আফগানরা।
We are pleased to announce our FTP schedule for 2022-23. This includes a total of 37 ODIs, 12 T20Is & 3 tests in the period. Moreover, the national team will be taking part in various ICC & ACC events in two years.
More: https://t.co/QObIpDclje@ICC pic.twitter.com/KoujvfTlRi— Afghanistan Cricket Board (@ACBofficials) December 13, 2021
২০২২-২৩ বর্ষে দুটো এশিয়া কাপ (Asia Cup), আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC T-20 World Cup) এবং ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ ছাড়াও ১৮টা হোম এবং ৩৪টা অ্যাওয়ে ম্যাচ খেলবে আফগানিস্তান। ৫২টা ম্যাচের মধ্যে ৩৭টা একদিনের ম্যাচ, ১২টা টি-টোয়েন্টি আর ৩টে টেস্ট খেলবেন রশিদ খানরা। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের ৭টা একদিনের ম্যাচও খেলবেন তাঁরা।
নতুন বছরের শুরুতেই নেদারল্যান্ডসের বিরুদ্ধে ঘরের মাঠে ৩টে একদিনের ম্যাচের সিরিজ খেলবে আফগানিস্তান। তারপরই জিম্বাবোয়ে, বাংলাদেশ আর ভারত সফর। মে-জুনে ঘরের মাঠে ৩টে টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ। এরপর আয়ারল্যান্ড সফরে ১টা টেস্ট আর ৫টা একদিনের ম্যাচের সিরিজ খেলবে আপগানিস্তান।
আরও পড়ুন: Virat Kohli: দক্ষিণ আফ্রিকায় ওয়ান ডে সিরিজ থেকে ছুটি চাইলেন বিরাট