Team India: টি-২০ বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে যাবে ভারতীয় টিম, সূচি জানেন?
T20 World Cup 2024: ভারতের মাটিতে বর্তমানে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এই মেগা টুর্মামেন্ট শেষ হলেই শুরু হয়ে যাবে বিশ্বকাপের মহাযুদ্ধ। গত বছর দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। এ বারের টি-২০ বিশ্বকাপ অবশ্য ভারতের মাটিতে হবে না। তা অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে।

কলকাতা: চলতি বছরে রয়েছে আইসিসি পুরুষদের টি-২০ বিশ্বকাপ (ICC T20 World Cup 2024)। ভারতের মাটিতে বর্তমানে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এই মেগা টুর্মামেন্ট শেষ হলেই শুরু হয়ে যাবে বিশ্বকাপের মহাযুদ্ধ। গত বছর দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। এ বারের টি-২০ বিশ্বকাপ অবশ্য ভারতের মাটিতে হবে না। তা অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে। টি-২০ বিশ্বকাপের আগে বাংলাদেশ (Bangladesh) সফরে যাবে ভারতীয় টিম (Team India)। জানেন ওই সফরের সূচি?
ভারতের পুরুষ ক্রিকেট টিম অবশ্য পড়শি দেশে টি-২০ সিরিজ খেলতে যাচ্ছে না। সেখানে যাবে ভারতীয় মহিলা ক্রিকেট টিম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ২ এপ্রিল আসন্ন ভারত-বাংলাদেশ টি-২০ সিরিজের সূচি ঘোষণা করেছে। এই সফরে গিয়ে ভারতের প্রমিলা ব্রিগেড ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে। যা শুরু হবে ২৮ এপ্রিল সিলেটে।
এ বছর বাংলাদেশের মাটিতে মহিলাদের টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যেখানে ১০টি দল অংশগ্রহণ করবে বলে জানা গিয়েছে। এখনও অবশ্য আইসিসির পক্ষ থেকে এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। তার আগে আপাতত ৫টি টি-২০ ম্যাচ খেলতে বাংলাদেশে যাবেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানারা। এই সফরে ভারতীয় মহিলা ক্রিকেট টিম বাংলাদেশের সঙ্গে ৩টি দিবা-রাত্রির ম্যাচও খেলবে। যার মধ্যে বাংলাদেশ বনাম ভারতের টি-টোয়েন্টি সিরিজের প্রথম, দ্বিতীয় ও পঞ্চম ম্যাচ হবে দিনরাতের।
এক ঝলকে দেখে নিন ভারতীয় মহিলা ক্রিকেট টিমের বাংলাদেশ সফরের সূচি —
- প্রথম টি-টোয়েন্টি – ২৮ এপ্রিল, সিলেট
- দ্বিতীয় টি-টোয়েন্টি – ৩০ এপ্রিল, সিলেট
- তৃতীয় টি-টোয়েন্টি – ২ মে, সিলেট
- চতুর্থ টি-টোয়েন্টি – ৬ মে, সিলেট
- পঞ্চম টি-টোয়েন্টি – ৯ মে, সিলেট





