ওয়েলিংটন: এ বছর অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপ (T20 World Cup)। আগামী বছর ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ। টানা সাদা বলের সূচি। টি ২০ বিশ্বকাপের পরই নিউজিল্যান্ড সফরে যাবে ভারত। শুধুমাত্র সাদা বলের সিরিজ থাকছে নিউজিল্যান্ডে (INDvNZ)। তিনটি করে ওডিআই এবং টি ২০ খেলবে ভারত। সাদা বলের ক্রিকেটে ভারতের দাপট অজানা নয়। যদিও দীর্ঘ সময় আইসিসি-র কোনও ট্রফি জেতেনি ভারত। শেষবার মহেন্দ্র সিং ধোনির হাত ধরে ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। গত টি ২০ বিশ্বকাপে সবচেয়ে খারাপ পারফরম্যান্স ভারতের। গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে। আসন্ন টি ২০ বিশ্বকাপ সে কারণেই বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তেমনই আগামী বছর ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপ জেতার দিকেও নজর।
অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপ খেলেই নিউজিল্যান্ডে যাবে ভারত। ওয়েলিংটন, টরঙ্গা, নেপিয়ারে হবে টি ২০ তিনটি। এরপর তিন ম্যাচের ওডিআই সিরিজ। ম্যাচগুলি হবে অকল্যান্ড, হ্যামিলটন এবং ক্রাইস্টচার্চে। টি ২০ তে বর্তমানে এক নম্বরে রয়েছে ভারত। নিউজিল্যান্ড ওডিআই ক্রমতালিকায় শীর্ষে। রোমাঞ্চকর একটা সিরিজের অপেক্ষায় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। ২০১৯-২০ মরসুমে নিউজিল্যান্ডে সাদা বলের সিরিজে দারুণ সাফল্য পেয়েছে ভারত। টেস্ট এবং ওডিআই সিরিজে হারলেও পাঁচ ম্যাচের টি ২০ সিরিজ ৫-০ জিতেছিল ভারত। এটিই ছিল নিউজিল্যান্ডের মাটিতে ভারতের প্রথম টি ২০ সিরিজ জয়। বিরাট কোহলির নেতৃত্বে ইতিহাস গড়েছিল ভারতীয় দল।
নিউজিল্যান্ডে ভারতের পূর্ণ সূচি
১৮ নভেম্বর, প্রথম টি ২০, ওয়েলিংটন
২০ নভেম্বর, দ্বিতীয় টি ২০, টরঙ্গা
২২ নভেম্বর, তৃতীয় টি ২০, নেপিয়ার
২৫ নভেম্বর, প্রথম ওডিআই, অকল্যান্ড
২৭ নভেম্বর, দ্বিতীয় ওডিআই, হ্যামিলটন
৩০ নভেম্বর, তৃতীয় ওডিআই, ক্রাইস্টচার্চ