নয়াদিল্লি: জাতীয় দলে ছিলেন ব্রাত্য। যার ফলে দিন কয়েক আগেই অভিমান হয়েছিল ভারতের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। দিন দশেক আগে একটি হাসিমুখের ইমোজি সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন তিনি। এরপর সকলেই যুজবেন্দ্র চাহালের জাতীয় দলে সুযোগ না পাওয়া নিয়ে সরব হয়েছিলেন। দেশের মাটিতে হওয়া বিশ্বকাপে সুযোগ পাননি যুজি। তারপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের স্কোয়াডেও জায়গা পাননি চাহাল। যা স্বাভাবিকভাবেই কষ্ট দিচ্ছিল চাহালকে। অবশ্য নভেম্বরের শেষ দিনে (বৃহস্পতিবার, ৩০ নভেম্বর) হাসি ফুটেছে চাহালের মুখে। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের ওডিআই স্কোয়াডে জায়গায় করে নিয়েছেন চাহাল। নীল জার্সিতে নিজের এক ছবি দিয়ে চাহাল যে কারণে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আমরা আবার এগিয়ে যাব।’ কিন্তু চাহাল প্রোটিয়া সফরের (India Tour of South Africa) ওডিআই টিমে সুযোগ পেলেও খুশি নন ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিং। কিন্তু কেন? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
চলতি বছরের জানুয়ারিতে শেষ বার ওডিআইতে খেলেছিলেন যুজবেন্দ্র চাহাল। তারপর আর ভারতের হয়ে ৫০ ওভারের ফর্ম্যাটে খেলা হয়নি। তেইশের অগস্টে শেষ বার টি-টোয়েন্টিতে খেলেছিলেন চাহাল। তিন মাস পর ফের জাতীয় দলে প্রত্যাবর্তন হবে চাহালের। কিন্তু তাতে খুশি হতে পারেননি হরভজন। কারণ, তিনি মনে করেন, দেশের সাদা বলের তারকা স্পিনারকে প্রোটিয়া সফরের ওডিআই স্কোয়াডে রেখে বিসিসিআই সান্ত্বনা পুরষ্কার দিয়েছে।
দেশের প্রাক্তন তারকা স্পিনার হরভজনের মতে, বোর্ডের উচিত ছিল আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ভারতের টি-২০ স্কোয়াডেও যুজবেন্দ্র চাহালকে রাখা। নিজের ইউটিউব চ্যানেলে হরভজন সিং এই প্রসঙ্গে বলেন, ‘টি-২০ ফর্ম্যাটে যুজবেন্দ্র চাহাল নেই। ওকে ওডিআইতে রাখা হয়েছে, কিন্তু টি-টোয়েন্টিতে রাখা হল না। ওকে ললিপপ দিয়ে দেওয়া হয়েছে। যে ফর্ম্যাটে ও ভালো খেলে, তাতে ওকে খেলানো হচ্ছে না। উল্টে অন্য ফর্ম্যাটে ওকে খেলানো হচ্ছে। কেন এমনটা হচ্ছে, তা আমার বোধগম্য নয়।’