Temba Bavuma: বিশ্বকাপ বিপর্যয়ের ফল, ওয়ান ডে-টি টোয়েন্টি টিম থেকে বাদ বাভুমা, নতুন নেতা কে?

South Africa Current Squad: সোশ্যাল মিডিয়া তা অবশ্য মেনে নেয়নি। বিশ্বকাপে ব্যাট হাতে এখেবারেই সফল নন। নেতা হিসেবেও সে ভাবে ছাপ রাখতে পারেননি। বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তেম্বা বাভুমাতে যে মোহ ভঙ্গ হয়েছে প্রোটিয়া নির্বাচকদের, তা অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছিল। ভারতের বিরুদ্ধে হোম সিরিজে ওয়ান ডে টিম থেকে বাদ দেওয়া হল তাঁকে। বিশ্বকাপের বিপর্যয়ের পর নতুন নেতা কে হলেন দক্ষিণ আফ্রিকার?

Temba Bavuma: বিশ্বকাপ বিপর্যয়ের ফল, ওয়ান ডে-টি টোয়েন্টি টিম থেকে বাদ বাভুমা, নতুন নেতা কে?
তেম্বা বাভুমাImage Credit source: ছবি: X
Follow Us:
| Edited By: | Updated on: Dec 04, 2023 | 1:35 PM

কলকাতা: বিশ্বকাপের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। যা নিয়ে কম হইচই হয়নি। পরে অবশ্য তিনি দাবি করেছিলেন, মোটেও ঘুমোননি। সোশ্যাল মিডিয়া তা অবশ্য মেনে নেয়নি। বিশ্বকাপে ব্যাট হাতে এখেবারেই সফল নন। নেতা হিসেবেও সে ভাবে ছাপ রাখতে পারেননি। বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তেম্বা বাভুমাতে যে মোহ ভঙ্গ হয়েছে প্রোটিয়া নির্বাচকদের, তা অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছিল। ভারতের বিরুদ্ধে হোম সিরিজে ওয়ান ডে টিম থেকে বাদ দেওয়া হল তাঁকে। বিশ্বকাপের বিপর্যয়ের পর নতুন নেতা কে হলেন দক্ষিণ আফ্রিকার?

শুধু ওয়েন ডে নয়, পুরো সাদা বলের ক্রিকেটের জন্য নতুন নেতা বেছে নিল দক্ষিণ আফ্রিকা। বাভুমাকে টিম থেকে বাদ দেওয়া হয়েছে যেমন, তেমনই টিমে নেই কাগিসো রাবাডার মতো পেসার। রাবাডা অবশ্য লাল বলের ক্রিকেটেই এখন বেশি ফোকাস করতে চান। ছ’মাস পর টি-টোয়েন্টি বিশ্বকাপ। সব দেশই ধীরে ধীরে দল গুছিয়ে নিতে চাইছে। প্রোটিয়া টিমে অবশ্য জায়গা পাননি ডিওয়াল্ড ব্রেভিস। টিমে প্রথম ডাক পেয়েছেন ওটনাইল বার্টম্যান। সাদা বলের ক্রিকেট থেকে সরিয়ে দেওয়া হলেও টেস্ট টিমের নেতা থেকে গিয়েছেন বাভুমাই। বোঝাই যাচ্ছে, লাল আর সাদা বলের ক্রিকেটের জন্য দু’রকম ভাবনা নিয়ে এগোতে চাইছে দক্ষিণ আফ্রিকা। ওয়ান তো বটেই, টি-টোয়েন্টি টিমে নেতা করা হয়েছে এইডেন মার্কব়্যামকে। টেস্ট সিরিজ দিয়েই শুরু হচ্ছে ভারতের দক্ষিণ আফ্রিকা সফর। প্রোটিয়াদের বিরুদ্ধে দুটো টেস্ট ম্যাচ খেলবে ভারতীয় টিম। বিরাট সাদা বলের ক্রিকেট থেকে ছুটি নিলেও টেস্ট সিরিজে খেলবেন। ১০ ডিসেম্বর শুরু প্রথম টেস্ট।

টেস্ট টিম: তেম্বা বাভুমা (ক্যাপ্টেন), ডেভিড বেডিংহ্যাম, নান্ড্রে বার্গার, গেরল্ড কোয়েটজি, টনি ডি জর্জি, ডিন এলগার, মার্কো জেনসন, কেশব মহারাজ, এইডেন মার্কব়্যাম, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, কিগান পিয়ারসেন, কাগিসো রাবাডা, ট্রিস্টান স্টাবস, কাইল ভেরেনি।

ওয়ান ডে টিম: এইডেন মার্কব়্যাম (ক্যাপ্টেন), ওটনাইল বার্টম্যান, নান্ড্রে বার্গার, টনি ডি জর্জি, রেজা হেনরিকস, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, মিলালি এমপোংওয়ানা, ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, অ্যান্ডাইল ফেলুকায়ো, তাবরেজ সামসি, রিসি ভ্যান ডার ডুসেন, কাইল ভেরেনি, লিজার্ড উইলিয়ামস।

টি-টোয়েন্টি টিম: এইডেন মার্কব়্যাম (ক্যাপ্টেন), ওটনাইল বার্টম্যান, ম্যাথেউ ব্রিটজকে, নান্ড্রে বার্গার, গেরল্ড কোয়েটজি, ডোনোভান ফেরেইরা, রেজা হেনরিকস, মার্কো জেনসন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, অ্যান্ডাইল ফেলুকায়ো, তাবরেজ সামসি, ট্রিস্টান স্টাবস, লিজার্ড উইলিয়ামস।