IND vs SL: সূর্যদের বিরুদ্ধে সিরিজ, শ্রীলঙ্কা ব্যাটারদের প্রস্তুত করছেন ভারতীয় কোচ!

Jul 23, 2024 | 2:32 PM

India Tour of Sri Lanka: রাজস্থান রয়্যালসের হয়ে দুর্দান্ত পারফর্ম করেই জাতীয় দলে সুযোগ পেয়েছেন। পরবর্তীতে তাঁর কথা বারবার কথা উঠে এসেছে যশস্বীর মুখে। তাঁর ব্যাটিং ক্লাস যশস্বীকে আক্রমণাত্মক ব্যাটার হতে সাহায্য করেছে। ভারতের বিরুদ্ধে সিরিজে শ্রীলঙ্কা ব্যাটারদের থেকেও এমন বিধ্বংসী ব্যাটিং দেখা যেতে পারে।

IND vs SL: সূর্যদের বিরুদ্ধে সিরিজ, শ্রীলঙ্কা ব্যাটারদের প্রস্তুত করছেন ভারতীয় কোচ!
Image Credit source: X

Follow Us

শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং ওয়ান ডে সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল। সোমবার রাতেই শ্রীলঙ্কায় পৌঁছে গিয়েছেন গৌতম গম্ভীরের টিম। আজ থেকে প্রস্তুতিও শুরু করে দিল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে ২৭ জুলাই থেকে। ভারতের বিরুদ্ধে সিরিজের জন্য শ্রীলঙ্কা ব্যাটারদের প্রস্তুত করছেন ভারতীয় কোচ! এমনটাই। শ্রীলঙ্কার অন্তর্বর্তী কোচ নিয়োগ করা হয়েছে বিশ্বজয়ী সনৎ জয়সূর্যকে। তবে ব্যাটারদের মাস্টারক্লাস নিচ্ছেন জুবিন বারুচা। কে তিনি?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অতি পরিচিত নাম জুবিন বারুচা। রাজস্থান রয়্যালসের সঙ্গে যুক্ত এই ভারতীয় কোচ। রাজস্থান রয়্যালস অ্যাকাডেমিতে কোচিং করান। যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেলরা জাতীয় দলে খেলেন। যশস্বী টি-টোয়েন্টি ও টেস্টে নিয়মিত সদস্য। এর জন্য বড় কৃতিত্ব প্রাপ্য জুবিন বারুচার। বিশেষ করে বলতে হয় যশস্বী জয়সওয়ালের কথা। রাজস্থান রয়্যালসের হয়ে দুর্দান্ত পারফর্ম করেই জাতীয় দলে সুযোগ পেয়েছেন। পরবর্তীতে বারবার জুবিন বারুচার কথা উঠে এসেছে যশস্বীর মুখে। তাঁর ব্যাটিং ক্লাস যশস্বীকে আক্রমণাত্মক ব্যাটার হতে সাহায্য করেছে। ভারতের বিরুদ্ধে সিরিজে শ্রীলঙ্কা ব্যাটারদের থেকেও এমন বিধ্বংসী ব্যাটিং দেখা যেতে পারে। সৌজন্যে জুবিনের মাস্টার ক্লাস।

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াড: চরিত আসালঙ্কা (ক্যাপ্টেন), পাথুম নিশাঙ্ক, কুশল পেরেররা, অবিষ্কা ফার্নান্ডো, কুশল মেন্ডিস, দীনেশ চান্ডিমল, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারঙ্গা, দুনিথ ওয়েলালাগে, মহেশ থিকসানা, চামিন্দু বিক্রমসিংহে, মাতিসা পাথিরানা, নুয়ান তুষারা, দুষ্মন্ত চামিরা, বিনুরা ফার্নান্ডো

Next Article