ডমিনিকা: রোহিত শর্মার ভারত (India) আজ, বুধবার ডমিনিকায় তৃতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু করছে। ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে টেস্ট সিরিজে নামতে চলেছে ভারত। এ বারের ক্যারিবিয়ান সফরে ২টি টেস্ট ম্যাচের পর ৩টি ওডিআই এবং ৫টি টি-টোয়েন্টি ম্যাচে খেলবে ভারত। ডমিনিকায় কি ডমিনেট করতে পারবেন বিরাট কোহলি-রোহিত শর্মারা? উত্তর পাওয়া যাবে আজ থেকে। ভারত ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সম্প্রচার কোথায় হবে, তা নিয়ে ক্রিকেট প্রেমীদের আগ্রহ কম ছিল না। ভারতের এই সফরের সব কটি ম্যাচ বিনামূল্যে দেখতে পারবেন ক্রিকেট ভক্তরা। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন কখন, কোথায় এবং কীভাবে দেখবেন India vs West Indies এর প্রথম টেস্ট ম্যাচ।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট ম্যাচটি কবে হবে?
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট ম্যাচটি আজ বুধবার (১২ জুলাই) শুরু হবে। এই টেস্ট ম্যাচটি চলবে ১৭ জুলাই অবধি।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট ম্যাচটি কোথায় হবে?
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট ম্যাচটি ডমিনিকার উইন্ডসোর পার্ক স্টেডিয়ামে হবে।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে সন্ধ্যে ৭.৩০ মিনিটে। ম্যাচের আগে ৭টা নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে দুরদর্শনে। মোট ৬টি ভাষায় দূরদর্শনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের সম্প্রচার করা হবে। এই প্রথম বার কোনও পুরো দ্বিপাক্ষিক সিরিজ ফ্রি টু এয়ার চ্যানেলে সম্প্রচারিত হবে।