IND vs WI: ‘ধোনি স্যারের সঙ্গে প্রথম দেখা’, কী বললেন যশস্বী-ঋতুরাজ?

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 11, 2023 | 8:23 PM

India Tour of West Indies: পরিবর্তে জায়গা হয়েছিল যশস্বীর। এ বার আর স্ট্যান্ড বাই নন। দু-জনই সুযোগ পেয়েছেন মূল স্কোয়াডে। দু-জনের না হলেও ডমিনিকায় অন্তত এক জনের টেস্ট অভিষেক হতে পারে। মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে মাহির কথাই দুই তরুণ ক্রিকেটারের মুখে।

IND vs WI: ‘ধোনি স্যারের সঙ্গে প্রথম দেখা’, কী বললেন যশস্বী-ঋতুরাজ?
Image Credit source: Screengrab

Follow Us

কাল ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজ শুরু ভারতের। ক্যারিবিয়ান সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল। শুরুটা ডমিনিকায় টেস্ট দিয়ে। ২ ম্যাচের টেস্ট সিরিজ, তিন ম্যাচের ওডিআই সিরিজ এবং পাঁচটি টি-টোয়েন্টি রয়েছে সফরে। আপাতত নজরে টেস্ট সিরিজ। বেশ কিছু নতুন মুখ রয়েছে ভারতীয় শিবিরে। আর এর মধ্যে বাড়তি ফোকাস যশস্বী জয়সওয়াল এবং ঋতুরাজ গায়কোয়াড়ে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে স্ট্যান্ড বাই ছিলেন ঋতুরাজ। যদিও ব্যক্তিগত কারণে তিনি সরে দাঁড়ান। পরিবর্তে জায়গা হয়েছিল যশস্বীর। এ বার আর স্ট্যান্ড বাই নন। দু-জনই সুযোগ পেয়েছেন মূল স্কোয়াডে। দু-জনের না হলেও ডমিনিকায় অন্তত এক জনের টেস্ট অভিষেক হতে পারে। মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে মাহির কথাই দুই তরুণ ক্রিকেটারের মুখে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ভারতীয় বোর্ডের সোশ্যাল মিডিয়া পেজে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। পরস্পরের সঙ্গে কথা বলছেন টেস্ট স্কোয়াডের দুই তরুণ মুখ যশস্বী ও ঋতুরাজ। ধোনির সঙ্গে প্রথম বার দেখা হওয়ার অভিজ্ঞতা কেমন? ঋতুরাজকে সেই অভিজ্ঞতাই ভাগ করে নিলেন যশস্বী। বলছেন, ‘ধোনি স্যারের সঙ্গে যখন প্রথম বার দেখা হয়েছিল, তাঁর সঙ্গে বেশি কথা বলতে পারিনি। সত্যি বলতে, যাঁকে ছোট থেকে আদর্শ করে বেড়ে ওঠা, তাঁর সঙ্গে দেখা হলে এতটাই শিহরণ হয়, কিছু বলার ভাষা খুঁজে পাওয়া যায় না। তাঁর সঙ্গে দেখা হওয়াটা ভাগ্যের ব্যাটার। ধোনি স্যার সম্পর্কে কী বলব, এখনও ভাষা খুঁজে পাচ্ছি না।’

ঋতুরাজ গায়কোয়াড় আইপিএলে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস দীর্ঘ সময় ধরেই খেলছেন। মাহির সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করার সৌভাগ্য হয়েছে তাঁর। যশস্বীকে সেই অভিজ্ঞতা শোনালেন ঋতু। বলছেন, ‘আমিও নিজেকে খুবই ভাগ্যবান মনে করি। তাঁর সঙ্গে অনেক অনেক সময় কাটানোর সুযোগ পেয়েছি।’ ঋতুরাজ বলতে থাকেন, ‘প্রতিটা ম্যাচের পরই দেখেছি, অনেক প্লেয়ার তাঁর সঙ্গে দেখা করার অপেক্ষায় থাকে। তাঁর কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ হয়। আমি খুবই লাকি, তাঁর সঙ্গে অন্তত দুটো মাস এবং দীর্ঘ সময় কাটাতে পারি। তাঁর সঙ্গে কতা বলতে পারি এবং আমার যখনই প্রয়োজন পড়ে পরামর্শ নিতে পারি। আমার কেরিয়ারে ধোনির অবদান রয়েছে। কীভাবে স্বাভাবিক খেলা খেলতে হয়, মাঠের বাইরেও নিজেকে সংযত রাখা, সবকিছুই শিখেছি।’

Next Article