Cheteshwar Pujara: বাদ পড়েই ফেরার লড়াই, দলীপে খেলবেন পূজারা
Duleep Trophy 2023: দলীপে সরাসরি সেমিফাইনাল খেলবে ওয়েস্ট জোন। সেন্ট্রাল জোন বনাম ইস্ট জোনের বিজয়ী দলের বিরুদ্ধে সেমিফাইনালে নামছে তারা। বেঙ্গালুরুতে হবে এ বারের দলীপ ট্রফি।
বেঙ্গালুরু: ওয়েস্ট সফরের জন্য টেস্ট ও ওয়ান ডে দল ঘোষণা হয়েছে। টেস্ট দল থেকে বাদ পড়েছেন চেতেশ্বর পূজারা, উমেশ যাদবরা। বিশ্রামে মহম্মদ সামি। টেস্টে অজিঙ্ক রাহানেকে সহ অধিনায়ক করা হয়েছে। টেস্ট দল থেকে বাদ পড়েই ফেরার লড়াই শুরু চেতেশ্বর পূজারার। প্রায় দেড় বছর আগে অজিঙ্ক রাহানের সঙ্গে টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন পূজারা। যদিও খুব তাড়াতাড়িই ফেরানো হয়েছিল পূজারাকে। জিঙ্কসকে অপেক্ষা করতে হয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল অবধি। ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি জায়গা ধরে রাখলেও বাদ পূজারা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে স্ট্যান্ড বাইতে থাকা সূর্যকুমার যাদবও পূজারার পথে। দু-জনকেই দলীপে খেলতে দেখা যাবে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে কাউন্টি ক্রিকেটে খেলেন চেতেশ্বর পূজারা। ইংল্যান্ডের পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে বাকিদের তুলনায় অনেক বেশি সময় পেয়েছিলেন পূজারা। কিন্তু ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে তাঁর পারফরম্যান্স হতাশার। দুই ইনিংসে তাঁর অবদান ১৪ ও ২৭ রান। সবেচেয়ে বেশি হতাশ করেছে তাঁর আউটের ধরন। প্রথম ইনিংসে জাজমেন্ট দিতে গিয়ে বোল্ড হন পূজারা। দ্বিতীয় ইনিংসে মাথার উচ্চতার ডেলিভারিতে খোঁচা দিয়ে আউট হন। একশোর বেশি টেস্ট খেলা পূজারার আউটের ধরন নিয়ে একেবারেই খুশি ছিল না টিম ম্যানেজমেন্ট। ছাপ পড়ল ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণাতেই।
সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, দলীপ ট্রফিতে খেলতে চলেছেন পূজারা। একই সঙ্গে সূর্যকুমার যাদবও খেলবেন। দলীপে ওয়েস্ট জোনের স্কোয়াড থেকে যশস্বী জয়সোয়াল এবং ঋতুরাজ গায়কোয়াড় টেস্ট দলে ডাক পেয়েছেন। তাঁদের জায়গাতেই পূজারা এবং সূর্যকুমার যাদবকে যোগ করা হচ্ছে। দলীপে সরাসরি সেমিফাইনাল খেলবে ওয়েস্ট জোন। সেন্ট্রাল জোন বনাম ইস্ট জোনের বিজয়ী দলের বিরুদ্ধে সেমিফাইনালে নামছে তারা। বেঙ্গালুরুতে হবে এ বারের দলীপ ট্রফি।