সত্যিই কল্পনা করা যায় না। সে কারণেই অবিশ্বাস্য। ভারতীয় টিমে তিন ফরম্যাটেই সেরা ফিল্ডার নিঃসন্দেহে রবীন্দ্র জাডেজা। এরপরই আসে বিরাট কোহলির নাম। দু-জনই আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছেন। তরুণদের মধ্যে ভারতের সেরা ফিল্ডার রিঙ্কু সিং। তাঁর হাতে বল যাওয়া মানে নিশ্চিন্ত থাকা। সেটা ক্যাচের ক্ষেত্রে হোক বা ফিল্ডিং। আন্তর্জাতিক ক্রিকেটে উইকেটের খাতা খুলেছেন অভিষেক শর্মা। জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম তিন ম্যাচেই বোলিং করেছিলেন অভিষেক। চতুর্থ ম্যাচে প্রথম আন্তর্জাতিক উইকেট। সেই ক্যাচ নেন রিঙ্কু সিংই। তাঁর হাতেই ফিল্ডিং মিস!
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক শুভমন গিল। বোলিংয়ে ভারতের শুরুটা অবশ্য ভালো হয়নি। প্রথম ব্রেক থ্রু দেন অভিষেক শর্মাই। জিম্বাবোয়ের দলীয় ৬৩ রানে ওপেনিং জুটি ভাঙেন অভিষেক। দ্বিতীয় উইকেট নেন শিবম দুবে। ওয়েসলি মাধবেরেকে ফেরানোর সেই ক্যাচও নেন রিঙ্কু সিং। স্লগ ওভারে খলিল আহমেদের বোলিংয়ে মাডান্ডে ফেরেন রিঙ্কুর সিংয়ের ক্যাচেই। ম্যাচে সব মিলিয়ে তিন ক্যাচ তাঁরই।
জিম্বাবোয়ে সফরের স্কোয়াডে সেরা ফিল্ডার রিঙ্কু সিং তিনটি ক্যাচ নিলেও একটি মিস ফিল্ডিং অবাক করার মতোই। ইনিংসের ১৯তম ওভার। অভিষেক কারী তুষার দেশপান্ডে বোলিং করছিলেন। ডিপ পয়েন্টে ফিল্ডিংয়ে রিঙ্কু সিং। ক্লাইভ মাডান্ডে বল স্লাইস করেছিলেন। রিঙ্কু সিং যে ভাবে দৌড়ে আসেন তাতে সিঙ্গলই হওয়ার কথা। যদিও রিঙ্কু দ্রুত এলেও বল মিস হয়ে গেল। সেই ফাঁকে দ্বিতীয় রান মাডান্ডের।
এর কোনও প্রভাব ম্যাচে পড়েনি। তবে রিঙ্কু সিংয়ের থেকে এই মিস সত্যিই কল্পনা করা যায় না। যদিও এমন মিস ফিল্ডিং খেলারই অংশ। সেটা বুঝলেও রিঙ্কুকে বেশ কিছুক্ষণ মনমরা দেখায়। রিঙ্কুর মতো ফিল্ডার যে এর পুনরাবৃত্তি চাইবেন না, তাঁর শরীরীভাষা থেকেই বলা যায়।
Rinku Singh makes it look easy with a running catch 🫴
Both of 🇿🇼’s openers are now back in the pavilion ❌#SonySportsNetwork #ZIMvIND #TeamIndia | @rinkusingh235 pic.twitter.com/z9OyL31KSH
— Sony Sports Network (@SonySportsNetwk) July 13, 2024