দুবাই: গত কয়েক বছর ধরেই নিয়মিত ভাবে বিশ্বকাপ খেলে আসছেন বাংলার কোনও না কোনও ক্রিকেটার। স্বাভাবিক ভাবেই প্রত্য়াশা ছিল এ বারের বিশ্বকাপের আগেও। দুবাইতে চলছে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ। ভারতের স্কোয়াডে জায়গা হয়নি বাংলার কোনও ক্রিকেটারের। নতুন বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার মাটিতে অনূর্ধ্ব ১৯ পুরুষদের বিশ্বকাপ। তার স্কোয়াড ঘোষণা করল বোর্ড। স্কোয়াডে নেই বাংলার কোনও ক্রিকেটার! বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
অতীতে শ্রীবৎস গোস্বামী, আমির গনিরা বিশ্বকাপ খেলেছেন বাংলা থেকে। ২০০৮ সালে বিরাট কোহলির নেতৃত্বে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য শ্রীবৎস। খুব বেশি আগের কথা নয়, ২০১৮ সালে ঈশান পোড়েল এমনকি গত বিশ্বকাপেও বাংলার পেসার রবি কুমার স্ট্যান্ডবাই ছিলেন। এ বারের স্কোয়াডে বাংলার একজনও নেই। এমনকি স্ট্যান্ডবাই লিস্টেও না। মূলত এশিয়া কাপের স্কোয়াডই ধরে রাখা হয়েছে। দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপের প্রস্তুতিতে একটি ত্রিদেশীয় সিরিজও খেলবে ভারত।
বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ ২০ জানুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে। ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন ভারত রয়েছে গ্রুপ এ-তে। ভারতের সঙ্গে রয়েছে বাংলাদেশ, আয়ার্ল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্র। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতের স্কোয়াড-আর্শিন কুলকার্নি, আদর্শ সিং, রুদ্রময়ূর প্যাটেল, সচিন দাস, প্রিয়াংশু মলিয়া, মুশির খান, উদয় সাহারন, অবিনাশ রাও, সৌম্য পান্ডে, মুরুগান অভিষেক, ইনেশ মহাজন, ধনুষ গৌড়া, আরাধ্য শুক্লা, রাজ লিম্বানি, নমন তিওয়ারি