U19 World Cup 2024: মুশিরই কাঁটা, যুব বিশ্বকাপে ভারতকে ভয় পাচ্ছে নিউজিল্যান্ড
IND U19 vs NZ U19: বাংলাদেশের বিরুদ্ধে জয় দিয়ে শুরু করেছিল ভারত। তবে প্রথম ম্যাচে খানিকটা হলেও চাপে পড়েছিল টিম। সেখান থেকে বেরিয়ে আয়ারল্যান্ড, আমেরিকার বিরুদ্ধে এসেছে সহজ জয়। সরফরাজ খানের ভাই মুশির দারুণ ছন্দে রয়েছেন যুব বিশ্বকাপে। মুম্বইয়ের ব্যাটার সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি করেছেন গ্রুপ লিগের তিন ম্যাচে। সর্বোচ্চ রানের তালিকায় তিনে রয়েছেন মুশির। ছন্দে রয়েছেন ওপেনার অর্শিন কুলকার্নিও।

ব্লুমফন্টেইন: স্বপ্নের ছন্দে রয়েছে ভারতের যুব দল। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে (U19 World Cup) গ্রুপ লিগে টানা তিনটে ম্যাচ জিতে সুপার সিক্সে উঠেছে উদয় সাহারানের টিম। আজ ভারতের মুখে নিউজিল্যান্ড। ব্যাটিং ও বোলিং বিভাগ যে ভাবে পারফর্ম করছে, তাতে ভারতীয় টিম বড় পরীক্ষা হতে চলেছে কিউয়িদের। ভারত এর আগে পাঁচবার যুব বিশ্বকাপ জিতেছে। গতবারও ট্রফি জিতেছে ভারতীয় টিমই। তা এ বারের বিশ্বকাপেও হট ফেভারিট মুশির খান (Musheer Khan), অর্শিন কুলকার্নিরা। তবে অতিমাত্রায় আত্মবিশ্বাসী হতে চাইছে না ভারত। বরং নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন অনূর্ধ্ব ১৯ ক্রিকেটাররা।
বাংলাদেশের বিরুদ্ধে জয় দিয়ে শুরু করেছিল ভারত। তবে প্রথম ম্যাচে খানিকটা হলেও চাপে পড়েছিল টিম। সেখান থেকে বেরিয়ে আয়ারল্যান্ড, আমেরিকার বিরুদ্ধে এসেছে সহজ জয়। সরফরাজ খানের ভাই মুশির দারুণ ছন্দে রয়েছেন যুব বিশ্বকাপে। মুম্বইয়ের ব্যাটার সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি করেছেন গ্রুপ লিগের তিন ম্যাচে। সর্বোচ্চ রানের তালিকায় তিনে রয়েছেন মুশির। ছন্দে রয়েছেন ওপেনার অর্শিন কুলকার্নিও। চমৎকার সেঞ্চুরি করে ভরসা দিয়েছেন টিমকে। তবে অন্য ওপেনার আদর্শ সিং এখনও সে ভাবে জাত চেনাতে পারেননি। অধিনায়ক উদয় সাহারান সেঞ্চুরি না পেলেও নিয়মিত রান উপহার দিচ্ছেন টিমকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও ভারতের ব্যাটাররাই ভরসা। একই সঙ্গে বোলাররাও ছন্দে রয়েছে। বাঁ হাতি স্পিনার নমন তিওয়ারি মাপা লেংথে বল করেছেন গত ম্যাচেও। বাংলাদেশের বিরুদ্ধে উইকেট না পেলেও পরের দুটো ম্যাচে ৪টে করে উইকেট নিয়েছেন। ভারতের আর এক বাঁ হাতি স্পিনার সৌমি পাণ্ডেও নিরাশ করছেন না। প্রতিভাবান বোলার গ্রুপ লিগের তিন ম্যাচে মোট নিয়েছেন ৮ উইকেট।
নিউজিল্যান্ড সে দিক থেকে অনেক পিছিয়ে। পরিবেশ ও পিচের সঙ্গে এখনও মানিয়ে নিতে পারেনি কেন উইলিয়ামসনের ভাইরা। আফগানিস্তানের বিরুদ্ধে ৯১ রান তাড়া করতে নেমে কোনও রকমে এক উইকেটে জয় এসেছিল। পাকিস্তানের বিরুদ্ধে আবার হারতে হয়েছিল। মাত্র ১৪০ রানে অলআউট হয়ে গিয়েছিল কিউয়িরা। ৩টে ম্য়াচের দুটোতে জিতে সুপার সিক্সে উঠেছে টিম। ভারতের মতো ফর্মে থাকা টিমের বিরুদ্ধে বড় পরীক্ষায় বসতে হবে তাদের। সুপার সিক্সে শুধু ম্যাচ জেতা নয়, রান রেটের দিকেও নজর রাখতে হবে।





