IPL Auction 2022: আইপিএল নিলামে কেমন দর হতে চলেছে যশ-রাজ-নিশান্তদের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Feb 07, 2022 | 8:43 PM

যুব বিশ্বকাপের (U19 World Cup) মঞ্চ মাতিয়ে আসা ক্রিকেটাররা এ বার নিলামের মঞ্চে ঝড় তুলতে চলেছে। যশ ধুল-রাজ বাওয়াদের নিয়ে বেশ দর কষাকষি চলতে পারে আইপিএল (IPL) ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে।

Follow Us

নয়াদিল্লি: যুব বিশ্বকাপের (U19 World Cup) মঞ্চ মাতিয়ে আসা ক্রিকেটাররা এ বার নিলামের মঞ্চে ঝড় তুলতে চলেছে। যশ ধুল-রাজ বাওয়াদের নিয়ে বেশ দর কষাকষি চলতে পারে আইপিএল (IPL) ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে। ভারতের যুব দলের অধিনায়ক যশ ধুল থেকে বাংলার রবি কুমার আসন্ন নিলামে (IPL Auction) নজরে থাকবে একাধিক দলের। এটাই তাঁদের সামনে সুবর্ণ সুযোগ রাতারাতি কোটিপতি হওয়ার।

বিসিসিআই-এর (BCCI) নিয়ম অনুসারে, সকল অনূর্ধ্ব-১৯ ক্রিকেটাররা ২০ লক্ষ টাকার বেস প্রাইসে নিজেদের নাম নথিভুক্ত করেছেন। তবে মেগা নিলামে এই প্লেয়াররা তাঁদের বেস প্রাইসের ১০-২০ গুণ টাকাও পেতে পারে বলে জানিয়েছেন, এক ফ্র্যাঞ্চাইজি কর্তা।

ওই ফ্র্যাঞ্চাইজি কর্তা বলেন, “আইপিএল নিলামে জুনিয়র প্রতিভাকে সব সময় স্বাগত জানানো হয় এবং পুরস্কৃত করা হয়। আমরা জানি এই শিশুরাই ভবিষ্যৎ। যদিও যৌক্তিকতা সব সময় প্রয়োগ করা হবে। তবে এর মধ্যে কিছু বাচ্চা তাদের মূল মূল্যের ১০-২০ গুণ পেতে পারে। এই ভাবেই কিন্তু মাঝে মাঝে বিডিং হয়।”

এক দেখে নেওয়া যাক ভারতের যুব দলের কোন তারকারা থাকবে ১০ ফ্র্যাঞ্চাইজির নজরে —

১. রাজ বাওয়া – অলরাউন্ডার হিসেবে বেশ নজর কেড়েছেন রাজ। যুব বিশ্বকাপে ৫ ইনিংসে ১টি সেঞ্চুরিসহ ২৫২ রান করেছেন। ৬ ম্যাচে ৯টি উইকেট নিয়েছেন, যার মধ্যে একটি ফাইফার (৫ উইকেট) রয়েছে।

২. যশ ধুল – ছোটদের বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দিয়েছেন যশ ধুল। তিনি ৪টি ইনিংসে একটি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরিসহ ২২৯ রান করেছেন। আসন্ন আইপিএলে তিনি বড় দামে কোন দলে যোগ দেন সেদিকে নজর রাখতে হবে।

৩. শেখ রশিদ – যুব বিশ্বকাপে ভারতের অধিনায়ক যশ ধুলের ডেপুটি ছিলেন শেখ রশিদ। ৪টি ইনিংসে ২০১ রান করেছেন তিনি। যার মধ্যে রয়েছে ২টি হাফসেঞ্চুরিও। অল্পের জন্য সেমিফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে (৯৪) সেঞ্চুরি হাতছাড়া করেছিলেন তিনি।

৪. অংকৃষ রঘুবংশী – অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে ১টি সেঞ্চুরি ও ১টি হাফসেঞ্চুরিসহ ৬টি ইনিংসে ২৭৮ রান করেছেন রঘুবংশী।

৫. নিশান্ত সান্ধু – ৫টি ইনিংসে ১৪০ রান করেছেন নিশান্ত। পাশাপাশি ৫ ম্যাচে ৬টি উইকেট নিয়েছেন তিনি। যার মধ্যে রয়েছে ১৯ রানের বিনিময়ে ৪টি উইকেট।

৬. ভিকি ওস্তওয়াল – যুব বিশ্বকাপের ৬ ম্যাচে ১২টি উইকেট পেয়েছেন ভিকি। যার মধ্যে রয়েছে একটি ফাইফারও (৫ উইকেট)।

৭. রবি কুমার – বাংলার পেসার রবি কুমার ছোটদের বিশ্বকাপের ৬টি ম্যাচে ১০টি উইকেট নিয়েছেন। মেগা নিলামে বাংলার পেসারকে দলে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে একাধিক ফ্র্যাঞ্চাইজিও।

আরও পড়ুন: IPL Auction 2022: আইপিএল নিলামের ইতিহাসে ১০ দামি ভারতীয় ক্রিকেটার কারা জানেন?

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

নয়াদিল্লি: যুব বিশ্বকাপের (U19 World Cup) মঞ্চ মাতিয়ে আসা ক্রিকেটাররা এ বার নিলামের মঞ্চে ঝড় তুলতে চলেছে। যশ ধুল-রাজ বাওয়াদের নিয়ে বেশ দর কষাকষি চলতে পারে আইপিএল (IPL) ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে। ভারতের যুব দলের অধিনায়ক যশ ধুল থেকে বাংলার রবি কুমার আসন্ন নিলামে (IPL Auction) নজরে থাকবে একাধিক দলের। এটাই তাঁদের সামনে সুবর্ণ সুযোগ রাতারাতি কোটিপতি হওয়ার।

বিসিসিআই-এর (BCCI) নিয়ম অনুসারে, সকল অনূর্ধ্ব-১৯ ক্রিকেটাররা ২০ লক্ষ টাকার বেস প্রাইসে নিজেদের নাম নথিভুক্ত করেছেন। তবে মেগা নিলামে এই প্লেয়াররা তাঁদের বেস প্রাইসের ১০-২০ গুণ টাকাও পেতে পারে বলে জানিয়েছেন, এক ফ্র্যাঞ্চাইজি কর্তা।

ওই ফ্র্যাঞ্চাইজি কর্তা বলেন, “আইপিএল নিলামে জুনিয়র প্রতিভাকে সব সময় স্বাগত জানানো হয় এবং পুরস্কৃত করা হয়। আমরা জানি এই শিশুরাই ভবিষ্যৎ। যদিও যৌক্তিকতা সব সময় প্রয়োগ করা হবে। তবে এর মধ্যে কিছু বাচ্চা তাদের মূল মূল্যের ১০-২০ গুণ পেতে পারে। এই ভাবেই কিন্তু মাঝে মাঝে বিডিং হয়।”

এক দেখে নেওয়া যাক ভারতের যুব দলের কোন তারকারা থাকবে ১০ ফ্র্যাঞ্চাইজির নজরে —

১. রাজ বাওয়া – অলরাউন্ডার হিসেবে বেশ নজর কেড়েছেন রাজ। যুব বিশ্বকাপে ৫ ইনিংসে ১টি সেঞ্চুরিসহ ২৫২ রান করেছেন। ৬ ম্যাচে ৯টি উইকেট নিয়েছেন, যার মধ্যে একটি ফাইফার (৫ উইকেট) রয়েছে।

২. যশ ধুল – ছোটদের বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দিয়েছেন যশ ধুল। তিনি ৪টি ইনিংসে একটি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরিসহ ২২৯ রান করেছেন। আসন্ন আইপিএলে তিনি বড় দামে কোন দলে যোগ দেন সেদিকে নজর রাখতে হবে।

৩. শেখ রশিদ – যুব বিশ্বকাপে ভারতের অধিনায়ক যশ ধুলের ডেপুটি ছিলেন শেখ রশিদ। ৪টি ইনিংসে ২০১ রান করেছেন তিনি। যার মধ্যে রয়েছে ২টি হাফসেঞ্চুরিও। অল্পের জন্য সেমিফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে (৯৪) সেঞ্চুরি হাতছাড়া করেছিলেন তিনি।

৪. অংকৃষ রঘুবংশী – অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে ১টি সেঞ্চুরি ও ১টি হাফসেঞ্চুরিসহ ৬টি ইনিংসে ২৭৮ রান করেছেন রঘুবংশী।

৫. নিশান্ত সান্ধু – ৫টি ইনিংসে ১৪০ রান করেছেন নিশান্ত। পাশাপাশি ৫ ম্যাচে ৬টি উইকেট নিয়েছেন তিনি। যার মধ্যে রয়েছে ১৯ রানের বিনিময়ে ৪টি উইকেট।

৬. ভিকি ওস্তওয়াল – যুব বিশ্বকাপের ৬ ম্যাচে ১২টি উইকেট পেয়েছেন ভিকি। যার মধ্যে রয়েছে একটি ফাইফারও (৫ উইকেট)।

৭. রবি কুমার – বাংলার পেসার রবি কুমার ছোটদের বিশ্বকাপের ৬টি ম্যাচে ১০টি উইকেট নিয়েছেন। মেগা নিলামে বাংলার পেসারকে দলে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে একাধিক ফ্র্যাঞ্চাইজিও।

আরও পড়ুন: IPL Auction 2022: আইপিএল নিলামের ইতিহাসে ১০ দামি ভারতীয় ক্রিকেটার কারা জানেন?

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

Next Article