India vs Afghanistan, 1st T20 Live Streaming: ভারত-আফগান টি-২০ সিরিজ দেখতে চান? জেনে নিন কখন, কোথায় দেখবেন ম্যাচ?
IND vs AFG: আফগান সিরিজ দিয়ে এ বছরের টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি শুরুর অপেক্ষায় মেন ইন ব্লু। আগামিকাল থেকে শুরু হবে ভারত বনাম আফগানিস্তান (India vs Afghanistan) টি-২০ (T20) সিরিজ। তাতে হবে ৩টি টি-২০ ম্যাচ। নতুন বছরে এটাই ভারতের প্রথম টি-২০ সিরিজ। কুড়ি-বিশের বিশ্বকাপের আগে আর কোনও টি-২০ সিরিজ খেলবে না মেন ইন ব্লু।
মোহালি: আফগান সিরিজ দিয়ে এ বছরের টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি শুরুর অপেক্ষায় মেন ইন ব্লু। আগামিকাল থেকে শুরু হবে ভারত বনাম আফগানিস্তান (India vs Afghanistan) টি-২০ (T20) সিরিজ। তাতে হবে ৩টি টি-২০ ম্যাচ। নতুন বছরে এটাই ভারতের প্রথম টি-২০ সিরিজ। কুড়ি-বিশের বিশ্বকাপের আগে আর কোনও টি-২০ সিরিজ খেলবে না মেন ইন ব্লু। ফলে আন্তর্জাতিক মঞ্চে এই সিরিজেই প্লেয়ারদের দেখে নেওয়ার সময় বোর্ডের কাছে। বিশ্বকাপের আগে ভারতীয় ক্রিকেটাররা নিজেদের তৈরি করার জন্য পাবেন আইপিএল। সেখানে দেশ-বিদেশের একাধিক ক্রিকেটাররা খেলেন। ফলে টি-২০ বিশ্বকাপের আগে এই ফর্ম্যাটে আর কোনও সিরিজ না খেললেও প্রস্তুতি কম হবে না টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের। এই সিরিজ আরও যে কারণে গুরুত্বপূর্ণ কারণ, দীর্ঘদিন পর আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এই সিরিজেই ফিরছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি।
হেড টু হেডে নজর রাখলে দেখা যাবে, ভারত ও আফগানিস্তান অতীতে মোট ৫ বার মুখোমুখি হয়েছে ক্রিকেটের টি-টোয়েন্টি ফর্ম্যাটে। তার মধ্যে ভারত জিতেছে ৪ বার এবং একটি ম্যাচ অমীমাংসিত।
ভারত বনাম আফগানিস্তান টি-২০ সিরিজ কবে শুরু হবে?
ভারত বনাম আফগানিস্তান টি-২০ সিরিজ শুরু হবে আগামিকাল (১১ জানুয়ারি) থেকে।
ভারত বনাম আফগানিস্তান প্রথম টি-২০ ম্যাচ কবে হবে?
ভারত বনাম আফগানিস্তান প্রথম টি-২০ ম্যাচ হবে ১১ জানুয়ারি (বৃহস্পতিবার)।
ভারত বনাম আফগানিস্তান প্রথম টি-২০ ম্যাচটি কোথায় অনুষ্ঠিত হবে?
ভারত বনাম আফগানিস্তান প্রথম টি-২০ ম্যাচটি মোহালির পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে হবে।
ভারত বনাম আফগানিস্তান প্রথম টি-২০ ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে ভারত বনাম আফগানিস্তানের প্রথম টি-২০ ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা নাগাদ। ম্যাচের আগে ৬টা ৩০ মিনিটে টস হবে।
কোথায় দেখা যাবে ভারত বনাম আফগানিস্তান প্রথম টি-২০ টি-২০ ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
ভারত বনাম আফগানিস্তানের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্পোর্টস ১৮ চ্যানেলে। মোবাইলে দেখা যাবে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে। এ ছাড়াও ভারত বনাম আফগানিস্তান টি-২০ সিরিজের তিনটি ম্যাচের লাইভ আপডেট পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।