India vs Afghanistan, 2nd T20 Live Streaming: দেশের জার্সিতে টি-২০তে ফিরছেন বিরাট, কোথায় ও কী ভাবে দেখবেন এই ম্যাচ?
IND vs AFG: মোহালিতে আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ (T20) ক্রিকেটে কামব্যাক হয়েছে রোহিত শর্মার। দীর্ঘদিন পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরেও রান পাননি রোহিত। অবশ্য তাতে টিম ইন্ডিয়ার জিততে অসুবিধে হয়নি। ১৫ বল বাকি থাকতেই ৬ উইকেটে ওই ম্যাচ জিতে নেয় ভারত। এ বার সিরিজের দ্বিতীয় ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রত্যাবর্তন হবে বিরাট কোহলির (Virat Kohli)।
কলকাতা: এ বছরের টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে মেন ইন ব্লু। আগামিকাল রয়েছে ভারত বনাম আফগানিস্তানের (India vs Afghanistan) দ্বিতীয় টি-২০ ম্যাচ। বছরের প্রথম টি-২০ ম্যাচ জিতেছে ভারত। মোহালিতে ম্যাচ জিতে সিরিজে আপাতত ১-০ এগিয়ে রয়েছে মেন ইন ব্লু। রবিবারই এই সিরিজ পকেটে পুরে ফেলতে চাইবে টিম ইন্ডিয়া। অন্যদিকে আফগানরা চাইবে সিরিজে সমতা ফেরাতে। মোহালিতে আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ (T20) ক্রিকেটে কামব্যাক হয়েছে রোহিত শর্মার। দীর্ঘদিন পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরেও রান পাননি রোহিত। অবশ্য তাতে টিম ইন্ডিয়ার জিততে অসুবিধে হয়নি। ১৫ বল বাকি থাকতেই ৬ উইকেটে ওই ম্যাচ জিতে নেয় ভারত। আর এ বার ইন্দোরে সিরিজের দ্বিতীয় ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রত্যাবর্তন হবে বিরাট কোহলির (Virat Kohli)। এক ঝলকে দেখে নিন কখন, কোথায় ও কী ভাবে ভারতীয় ক্রিকেট প্রেমীরা দেখবেন এই ম্যাচ।
এক ঝলকে হেড টু হেড – ভারত এবং আফগানিস্তান অতীতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে মোট ৬ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ভারত জিতেছে ৫ বার আর একটি ম্যাচ অমীমাংসিত।
ভারত বনাম আফগানিস্তান দ্বিতীয় টি-২০ ম্যাচটি কবে হবে?
ভারত বনাম আফগানিস্তান দ্বিতীয় টি-২০ ম্যাচটি হবে ১৪ জানুয়ারি (রবিবার)।
ভারত বনাম আফগানিস্তান দ্বিতীয় টি-২০ ম্যাচটি কোথায় অনুষ্ঠিত হবে?
ভারত বনাম আফগানিস্তান দ্বিতীয় টি-২০ ম্যাচটি ইন্দোরের হোলকার স্টেডিয়ামে হবে।
ভারত বনাম আফগানিস্তান দ্বিতীয় টি-২০ ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে ভারত বনাম আফগানিস্তানের দ্বিতীয় টি-২০ ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা নাগাদ। ম্যাচের আগে ৬টা ৩০ মিনিটে টস হবে।
কোথায় দেখা যাবে ভারত বনাম আফগানিস্তান দ্বিতীয় টি-২০ ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
ভারত বনাম আফগানিস্তানের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টেলিভিশনে স্পোর্টস ১৮ চ্যানেলে। এ ছাড়া মোবাইলে এই ম্যাচ দেখা যাবে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে। আর ভারত বনাম আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচের লাইভ আপডেট পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।