নয়াদিল্লি: ওডিআই বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) জোড়া ম্যাচ জিতল ভারত। প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চেন্নাইয়ে জয় দিয়ে বিশ্বকাপ সফর শুরু করেছে মেন ইন ব্লু। আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে নেমেছিল রোহিত শর্মার ভারত। এই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন রোহিত শর্মা। গড়েছেন রেকর্ড। এটি রোহিতের ওডিআই বিশ্বকাপ কেরিয়ারের সপ্তম শতরান। তিনি ছাপিয়ে গিয়েছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে। প্রথম ম্যাচে রান পাননি রোহিত শর্মা। তাই দ্বিতীয় ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছন্দে ছিলেন রোহিত। তিনি যে দুরন্ত ছন্দে ব্যাট করছিলেন, তাতে ঈশান কিষাণ এক সময় ক্রিজে থেকেও দর্শক ছিলেন। বার বার মনে হচ্ছিল বিরাট কোহলি তাঁর ঘরের মাঠে আদৌ খেলতে নামার সুযোগ পাবেন তো? অবশেষে কোহলির ব্যাটিং উপভোগ করল অরুণ জেটলি স্টেডিয়াম ভর্তি দর্শকরা। এবং ক্রিকেট বিশ্ব। নিজের নামের প্যাভিলিয়নের সামনে হাফসেঞ্চুরি করে গেলেন বিরাট। ১৫ ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নিল ভারত। এই ম্যাচের হাইলাইটস রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
‘বিরাট’ স্ট্যান্ডের সামনে কোহলির উইনিং শট। ১৫ ওভার বাকি থাকতেই ৮ উইকেটে ম্যাচ জিতল ভারত।
জয়ের সামনে পৌঁছে গিয়েছে ভারত। এর মধ্যে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন বিরাট কোহলি। ৫৫ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন কোহলি। অরুণ জেটলি স্টেডিয়ামের গ্যালারি মেতেছে ‘কোহলি… কোহলি…’ ধ্বনিতে।
ম্যাচের মাঝে দেখা গেল বিরাট-নবীনকে দেখা একে অপরের পিঠ চাপড়ে দিচ্ছেন। কমেন্ট্রি বক্সে গৌতম গম্ভীর ছিলেন। তিনি বিরাট-নবীনের সৌহার্দ্য বিনিময় নিয়ে বলেন, ‘ওদের মধ্যে সব ঠিক হয়ে গিয়েছে।’
রশিদ খান তুলে নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মার উইকেট। দুরন্ত ছন্দে থাকা হিটম্যানকে বোল্ড করলেন রশিদ। ১৩১ রান করে মাঠ ছাড়লেন রোহিত।
২৪.২ ওভারে ভারতের দলগত ২০০ রান পূর্ণ হল। ক্রিজে বিরাট কোহলি ও রোহিত শর্মা।
হাফসেঞ্চুরি মিস করে মাঠ ছাড়লেন ঈশান কিষাণ। রশিদ খান আফগানিস্তানকে এনে দিলেন প্রথম সাফল্য। ৪৭ রান করে মাঠ ছাড়লেন ওপেনার ঈশান।
৬৩ বলে সেঞ্চুরি পূর্ণ করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। গড়লেন রেকর্ড।
দুরন্ত ছন্দে এগিয়ে চলেছেন রোহিত শর্মা। ক্রিজে রোহিতের সঙ্গী ঈশান কিষাণ যেন রয়েছেন দর্শকের ভূমিকায়। ৯ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৮৭। রোহিত রয়েছেন ৭১ রানে আর ঈশান ব্যাট করছেন ১০ রানে।
ছক্কা হাঁকিয়ে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
বিশ্বকাপে ১০০০ রান পূর্ণ করলেন রোহিত শর্মা। আগের ম্যাচে ভারতের বিরুদ্ধে ১০০০ রান পূর্ণ করেছিলেন অজি তারকা ডেভিড ওয়ার্নার।
এ বার আফগানদের জবাব দেওয়ার পালা ভারতের। ওপেনিংয়ে রোহিত শর্মা ও ঈশান কিষাণ।
রোহিত শর্মার ভারতকে ২৭৩ রানের লক্ষ্য দিল আফগানিস্তান।
কুলদীপের দুর্দান্ত ক্যাচ। ফিরলেন রশিদ খান।
আগে ফিরিয়েছিলেন ইব্রাহিম জাদরানকে। এ বার নিলেন নজিব উল্লাহ জাদরানের উইকেট। দিল্লিতে শুরু ‘দ্য বুমরা শো।’
পর-পর উইকেট। এ বার ফিরলেন নজিব উল্লাহ জাদরান। ক্রিজে মহম্মদ নবি ও রশিদ খান জুটি।
শতরান আর হল না! ৮০ করে ফিরলেন আফগান অধিনায়ক হসমতউল্লাহ।
দুরন্ত ছন্দে আফগানিস্তান। ৪০ ওভাবে আফগানদের ঝুলিতে ২১৪ রান। উইকেট হারিয়েছে ৪।
ছন্দে ছিলেন। কিন্ত এ বার ফিরতে হল। ৬২ রান করে আউট হলেন আজমতউল্লাহ ওমরজাই।
এ বার অর্ধশত রান করলেন আফগানিস্তানের অধিনায়ক হসমতউল্লাহ শাহিদি।
অর্ধশত রান এল আজমতউল্লাহ ওমরজাইের ব্যাটে।
শতরান পার করে ফেলেছে আফগানিস্তান। এই মুহূর্তে তাদের ঝুলিতে ১১৩ রান। উইকেট হারিয়েছে ৩।
ফের আউট। এ বার আউট হলেন রহমত শাহ। ১৬ রান করে মাঠ ছাড়লেন তিনি।
গুরবাজকে ফেরালেন শার্দূল ঠাকুর। ২১ রান করেই ফিরতে হল তাঁকে।
১২ ওভার শেষে আফগানদের ঝুলিতে ৫৮ রান। উইকেট হারিয়েছে ১ টি। ইব্রাহিম জারদানকে ফেরান বুমরা।
ভারতকে প্রথম সাফল্য এনে দিলেন জসপ্রীত বুমরা। আফগান ওপেনার ইব্রাহিম ফিরলেন প্যাভিলিয়নে। ২৮ বলে ২২ রান করে মাঠ ছাড়লেন আফগান ওপেনার ইব্রাহিম।
আফগানদের হয়ে ক্রিজে রহমানউল্লা গুরবাজ ও ইব্রাহিম জারদান।
ভারতের একাদশ: রোহিত শর্মা, ঈশান কিষাণ,বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব,জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ,
রহমানউল্লা গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হসমতুল্লা শাহিদি,মহম্মদ নবী,নাজিবউল্লা জাদরান, আজমাতউল্লা ওমারজাই, রশিদ খান, মুজিব উর রহমান,নবীন উল হক, ফজলহক ফারুকি
টস জিতে রোহিতদের বোলিংয়ে পাঠালেন শাহিদি।
খেলার আগে মাঠেই কেক কেটে সেলিব্রেশন হার্দিকের।
বিস্তারিত পড়ুন: ভারতের সামনে আজ আফগানরা, এক ম্যাচে নজরে অনেক কিছু