India vs Afghanistan Match Highlights, T20 World Cup 2021: আফগানদের হারিয়ে ২ পয়েন্ট ঝুলিতে ভরল বিরাটের ভারত

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 03, 2021 | 11:18 PM

India vs Afghanistan Live Score in Bengali: দেখুন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ভারত (India) বনাম আফগানিস্তান (Afghanistan) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

India vs Afghanistan Match Highlights, T20 World Cup 2021: আফগানদের হারিয়ে ২ পয়েন্ট ঝুলিতে ভরল বিরাটের ভারত
ভারত বনাম আফগানিস্তান

Follow Us

আবু ধাবি: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) সুপার-১২-এ আজ, বুধবারের ডাবল হেডার ম্যাচের দ্বিতীয়টিতে মুখোমুখি হতে চলেছে বিরাট কোহলির ভারত (India) ও মহম্মদ নবির আফগানিস্তান (Afghanistan)। টসে জিতে শুরুতে বিরাটদের ব্যাট করতে পাঠিয়েছিলেন নবি। নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ২ উইকেটের বিনিময়ে ২১০ রান তুলেছিল ভারত। আফগানিস্তানের ম্যাচ জিততে প্রয়োজন ছিল ২১১ রান। কিন্তু বড় রানের টার্গেট তাড়া করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৪৪ রানে থেমে যায় নবিরা। ৬৬ রানে ম্যাচ জিতল রোহিতরা। যার ফলে আবু ধাবি থেকে ২ পয়েন্ট এল ভারতের ঝুলিতে। কোহলি ব্রিগেডের কাছে আজকের ম্যাচ কার্যত ডু অর ডাই ম্যাচ ছিল।  এ বারের টুর্নামেন্টে ভারত প্রথম ম্যাচে পাকিস্তান ও দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরেছিল। আজ রোহিতদের সামনে ছিল আফগান চ্যালেঞ্জ। সেই পরীক্ষায় উতরে গেল মেন ইন ব্লুরা। এর আগে টি-২০ বিশ্বকাপের মঞ্চে দু’বার মুখোমুখি হয়েছিল দুই দল। আর সেই দুই ম্যাচেই জিতেছিল ভারত। আর আজ তৃতীয় সাক্ষাৎেও জয় এল ভারতের ঝুলিতে।

 

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 03 Nov 2021 11:11 PM (IST)

    ৬৬ রানে জয়ী ভারত

    টি-২০ বিশ্বকাপের সুপার-১২-এ ভারত তৃতীয় ম্যাচ খেলতে নেমে জয় পেল। আফগানিস্তানকে ৬৬ রানে হারাল ভারত। ২ পয়েন্ট এল টিম ইন্ডিয়ার ঝুলিতে।

  • 03 Nov 2021 11:06 PM (IST)

    খেলা বাকি ১ ওভারের

    ১৯ ওভারে ৭ উইকেট হারিয়ে আফগানরা তুলেছে ১৩০ রান।


  • 03 Nov 2021 10:42 PM (IST)

    ১৫ ওভারে আফগানিস্তান ৮৮/৫

    খেলা বাকি ৫ ওভারের। ক্রিজে আফগান ক্যাপ্টেন মহম্মদ নবি ও করিম জানাত।

  • 03 Nov 2021 10:20 PM (IST)

    ১০ ওভারে আফগানিস্তান ৬১/৪

    খেলা বাকি ১০ ওভারের। এর মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলেছে আফগানরা। ম্যাচ জিততে আফগানিস্তানের প্রয়োজন ৬০ বলে ১৫০ রান

  • 03 Nov 2021 10:03 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে ২ উইকেট হারিয়ে ৪৭ রান তুলেছে আফগানরা। ম্যাচ জিততে নবিদের এখনও প্রয়োজন ১৬৪ রান।

  • 03 Nov 2021 09:58 PM (IST)

    ৫ ওভারে আফগানিস্তান ৩৮/২

    মহম্মদ সামির এই ওভার থেকে আফগানরা তুলেছে ২১ রান

  • 03 Nov 2021 09:47 PM (IST)

    ৩ ওভারে আফগানিস্তান ১৩/১

    তৃতীয় ওভারে মহম্মদ শামির শেষ বলে আফগান ওপেনার শাহজাদ হয়েছেন। ৩ ওভারে নবিদের স্কোর ১ উইকেটে ১৩। ম্যাচ জিততে এখনও আফগানিস্তানের প্রয়োজন ১৯৮ রান।

  • 03 Nov 2021 09:29 PM (IST)

    রান তাড়া করতে নামল আফগানিস্তান

    ওপেনিংয়ে নামলেন হম্মদ শাহজাদ ও হজরতউল্লাহ জাজাই।

  • 03 Nov 2021 09:19 PM (IST)

    ২১০ রানে থামল টিম ইন্ডিয়া

    নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটের বিনিময়ে ২১০ রান তুলল ভারত। আফগানিস্তানের ম্যাচ জিততে চাই ২১১ রান

  • 03 Nov 2021 09:15 PM (IST)

    ১৯ ওভারে ভারত ১৯৪/২

    খেলা বাকি ১ ওভারের। শেষ ওভারে ভারত কত রান তুলতে পারে সেদিকে থাকবে বিশেষ নজর।

  • 03 Nov 2021 09:06 PM (IST)

    ১৮ ওভারে ভারত ১৭৪/২

    খেলা বাকি ২ ওভারের। ক্রিজে ঋষভ-হার্দিক।

    পন্থ ১৬*, পান্ডিয়া ১৪*

  • 03 Nov 2021 09:02 PM (IST)

    ১৭ ওভারে ভারত ১৬০/২

    গুলবাদিন নাইব এই ওভারে কেএল রাহুলের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন। তবে ১৭তম ওভারের শেষ ২ বলে দুটি ছয় এসেছে পন্থের ব্যাট থেকে।

  • 03 Nov 2021 08:59 PM (IST)

    কেএল রাহুল আউট

    গুলবাদিন নাইবের ইয়র্কারে ফিরলেন কেএল রাহুল। ৪৮ বলে ৬৯ রানের ইনিংস খেলে মাঠ ছাড়লেন রাহুল

  • 03 Nov 2021 08:56 PM (IST)

    ১৬ ওভারে ভারত ১৪৫/১

    খেলা বাকি ৪ ওভারের। ক্রিজে কেএল রাহুল ও ঋষভ পন্থ।

  • 03 Nov 2021 08:51 PM (IST)

    ১৫ ওভারে ভারত ১৪২/১

    দুরন্ত ছন্দে থাকা রোহিত শর্মাকে ১৫ ওভারের চতুর্থ বলে ফেরান জানাত। খেলা বাকি ৫ ওভারের। ১৫ ওভারে ভারতের স্কোর ১ উইকেটে ১৪২। ক্রিজে নতুন ব্যাটার ঋষভ পন্থ।

  • 03 Nov 2021 08:48 PM (IST)

    রোহিত শর্মা আউট

    ৪৭ বলে ৭৪ রানের দুরন্ত ইনিংসের পর সাজঘরে ফিরলেন হিটম্যান। করিম জানাতের বলে মহম্মদ নবির হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়লেন রোহিত শর্মা।

  • 03 Nov 2021 08:44 PM (IST)

    ১৪ ওভারে ভারত ১৩৫/০

    রশিদ খানের এই ওভারের শেষ দুই বলে দুটি ছয় এসেছে রোহিতের ব্যাট থেকে। ১৪ ওভারে ভারতের স্কোর বিনা উইকেটে ১৩৫। ৪৫ বলে ৭৪ রানে রয়েছেন রোহিত। ৪০ বল খেলে কেএল রাহুল রয়েছেন ৬০ রানে

  • 03 Nov 2021 08:40 PM (IST)

    ১৩ ওভারে ভারত ১১৯/০

    দুরন্ত ছন্দে রয়েছেন রোহিত-রাহুল। দুই ওপেনার মিলে ১৩ ওভারে তুলেছে ১১৯ রান। গুলবাদিন নাইবের এই ওভারে ১২ রান পেয়েছে ভারত।

  • 03 Nov 2021 08:37 PM (IST)

    কেএল রাহুলের হাফসেঞ্চুরি

    আফগানদের বিরুদ্ধে সুপার-১২-এ ভারতের তৃতীয় ম্যাচে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন কেএল রাহুল। টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে ১৩তম অর্ধশতরান রাহুলের

  • 03 Nov 2021 08:35 PM (IST)

    ১২ ওভারে ভারত ১০৭/০

    হাফসেঞ্চুরি পার করে এগোচ্ছেন হিটম্যান। ১২ ওভারে কোনও উইকেট না হারিয়ে টিম ইন্ডিয়া তুলেছে ১০৭ রান। নবিন উল হকের এই ওভারে ১৬ রান তুলেছে ভারত

  • 03 Nov 2021 08:31 PM (IST)

    রোহিতের হাফসেঞ্চুরি

    আফগানদের বিরুদ্ধে সুপার-১২-এ ভারতের তৃতীয় ম্যাচে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন ভারতের সহ-অধিনায়ক রোহিত শর্মা।

  • 03 Nov 2021 08:29 PM (IST)

    ১১ ওভারে ভারত ৯১/০

    হাফসেঞ্চুরির দোরগোড়ায় ভারত। ১১ ওভারের খেলা হয়ে গিয়েছে। এখনও কোনও উইকেট না হারিয়ে ভারতের ওপেনিং জুটিতে তুলেছে ৯১ রান।

    রোহিত ৪৯*, রাহুল ৪১*

  • 03 Nov 2021 08:22 PM (IST)

    ১০ ওভারে ভারত ৮৫/০

    খেলা বাকি ১০ ওভারের। প্রথম ১০ ওভারে কোনও উইকেট না হারিয়ে টিম ইন্ডিয়া তুলেছে ৮৫ রান। রোহিত ৩২ বল খেলে করেছেন ৪৪ রান। লোকেশ রাহুল ২৯ বল খেলে রয়েছেন ৪০ রানে।

  • 03 Nov 2021 08:16 PM (IST)

    ৯ ওভারে ভারত ৭৪/০

    সরফউদ্দিন আশরফের এই ওভারে টিম ইন্ডিয়া তুলেছে ৯ রান। যার মধ্যে রয়েছে কেএল রাহুলের একটি চার।

    রোহিত ৪০*, ৩৩*

  • 03 Nov 2021 08:11 PM (IST)

    ৮ ওভারে ভারত ৬৫/০

    রশিদ খানের এই ওভারে ভারত তুলেছে ৬ রান। ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছেন রোহিত-রাহুল জুটি

  • 03 Nov 2021 08:08 PM (IST)

    ৭ ওভারে ভারত ৫৯/০

    গুলবাদিন নাইবের এই ওভারে ৬ রান পেয়েছে ভারত। ২৬ বল খেলে রোহিত শর্মা ব্যাট করছেন ৩৬ রানে। ১৭ বল খেলে লোকেশ রাহুল করেছেন ২২ রান

  • 03 Nov 2021 08:01 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে সফল ভারতের ওপেনিং জুটি। ৬ ওভারের খেলা শেষ। কোনও উইকেট না হারিয়ে ভারত তুলেছে ৫৩ রান। ষষ্ঠ ওভারে হামিদ দিয়েছেন মাত্র ১ রান।

  • 03 Nov 2021 07:56 PM (IST)

    ৫ ওভারে ভারত ৫২/০

    নবিন উল হকের ওভারে ১৭ রান তুলেছে টিম ইন্ডিয়া। পঞ্চম ওভারের তৃতীয় বল বাউন্ডারিতে পাঠান রোহিত শর্মা। এবং পঞ্চম বলে ছক্কা হাঁকান হিটম্যান। এখানেই শেষ নয়। শেষ বলও তিনি পাঠান বাউন্ডারিতে।

     

  • 03 Nov 2021 07:50 PM (IST)

    ৪ ওভারে ভারত ৩৫/০

    হামিস হাসিনের ওভারে মাত্র ৫ রান তুলেছে ভারত। ৪ ওভারে ভারতের স্কোর বিনা উইকেটে ৩৫। পাওয়ার প্লে-র মধ্যে ভালো জায়গায় নিয়ে যেতে হবে ভারতের ওপেনিং জুটিকে।

  • 03 Nov 2021 07:45 PM (IST)

    ৩ ওভারে ভারত ৩০/০

    তিন ওভারের খেলা হয়ে গিয়েছে। প্রথম ৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে ভারত তুলেছে ৩০ রান। নবিন উল হক তৃতীয় ওভারে দিয়েছেন ৭ রান। তৃতীয় ওভারের পঞ্চম বলে রোহিতের ব্যাট থেকে এসেছে একটি চার।

  • 03 Nov 2021 07:40 PM (IST)

    ২ ওভারে ভারত ২৩/০

    সরফউদ্দিন আশরফ দ্বিতীয় ওভারে দিয়েছেন ১৬ রান। দ্বিতীয় ওভারে রোহিতের ব্যাট থেকে এসেছে একটি চার ও একটি ছয়। এবং লোকেশ রাহুলের ব্যাট থেকেও এসেছে একটি চার।

  • 03 Nov 2021 07:34 PM (IST)

    ১ ওভারে ভারত ৭/০

    প্রথম ওভারে আফগান ক্যাপ্টেন মহম্মদ নবি দিয়েছেন মাত্র ৭ রান। এই ওভারের শেষ বল রোহিত বাউন্ডারিতে পাঠিয়েছেন।

    কেএল রাহুল ২*, রোহিত শর্মা ৫*

  • 03 Nov 2021 07:31 PM (IST)

    ভারতের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন কেএল রাহুল ও রোহিত শর্মা।

  • 03 Nov 2021 07:20 PM (IST)

    দেখুন বিরাট-নবিদের ওয়ার্ম আপের ভিডিও

    অপেক্ষার আর মাত্র কয়েক মিনিট। ৭.৩০ মিনিটে শুরু হবে ভারত-আফগানিস্তান দ্বৈরথ। তার আগে দুই দলের ওয়ার্ম আপের ঝলক দেখে নিন…

  • 03 Nov 2021 07:13 PM (IST)

    আফগানিস্তানের প্রথম একাদশ

    আফগানিস্তানের প্রথম একাদশ: মহম্মদ শাহজাদ (উইকেটকিপার), হজরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ, সরফউদ্দিন আশরফ, মহম্মদ নবি (অধিনায়ক), নাজিবউল্লাহ জার্ডান, গুলবাদিন নাইব, করিম জানাত, রশিদ খান, নবিন উল হক, হামিদ হাসান।

  • 03 Nov 2021 07:10 PM (IST)

    ভারতের প্রথম একাদশ

    ভারতের প্রথম একাদশে দুই পরিবর্তন। আজ বরুণ চক্রবর্তীর বদলে দলে এসেছেন রবিচন্দ্রন অশ্বিন। এবং, পিঠের ব্যাথা সারিয়ে দলে ফিরেছেন সূর্যকুমার যাদব।

    ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুর, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সামি, জসপ্রীত বুমরা।

  • 03 Nov 2021 07:06 PM (IST)

    আজ টিম ইন্ডিয়ার হয়ে অশ্বিন খেলবেন

    বরুণ চক্রবর্তীর বদলে আজ আফগানদের বিরুদ্ধে খেলবেন ভারতের সিনিয়র বোলার রবিচন্দ্রন অশ্বিন। পাশাপাশি দলে ফিরে এসেছেন সূর্যকুমার যাদব

  • 03 Nov 2021 07:04 PM (IST)

    টস আপডেট

    টসে জিতল আফগানিস্তান

    টসে জিতে বিরাট কোহলিদের ব্যাটিং করতে পাঠালেন আফগান ক্যাপ্টেন মহম্মদ নবি

  • 03 Nov 2021 06:47 PM (IST)

    নজরে হেড টু হেড

    এর আগে টি-২০ বিশ্বকাপের মঞ্চে দু’বার মুখোমুখি হয়েছে দুই দল। আর সেই দুই ম্যাচেই জিতেছে ভারত। আবু ধাবিতে আজ ভারত সেই রেকর্ড ঘরে রাখতে পারবে কিনা সেদিকে বিশেষ নজর থাকবে।

  • 03 Nov 2021 06:43 PM (IST)

    ভারত-আফগানিস্তান ম্যাচে নজরে থাকবে অন্য যে দ্বৈরথ, পড়ুন বিস্তারিত

    আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে ভারত-আফগানিস্তান ম্যাচ। সেই ম্যাচ শুধু দুই দলের লড়াইয়ে সীমাবদ্ধ নেই। আর কোন দ্বৈরথ দেখা যাবে ভারত-আফগান ম্যাচে? পড়ুন বিস্তারিত— T20 World Cup 2021: ভারত-আফগানিস্তান ম্যাচে নজরে এই পাঁচ ক্রিকেটারদের দ্বৈরথ

  • 03 Nov 2021 06:38 PM (IST)

    আজ কি বোলার রোহতকে দেখা যাবে? পড়ুন বিস্তারিত

    নেট সেশনে বল হাতে রোহিত শর্মাকে দেখা গিয়েছে। ফলে আফগানদের বিরুদ্ধে কি কবে বোলার রোহতকে দেখা যাবে? পড়ুন বিস্তারিত— IND vs AFG: নেটে বোলার রোহিত, চোট সারিয়ে ফিরছেন সূর্য

  • 03 Nov 2021 06:33 PM (IST)

    কিছুক্ষণের মধ্যে আবু ধাবিতে কোহলি-রশিদদের দ্বৈরথ

    আর কিছুক্ষণের মধ্যে আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ভারত-আফগানিস্তান ম্যাচ শুরু হবে।