
বিশাখাপত্তনম: শুরু হল ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বিশ্ব চ্যাম্পিয়ন অজি দলের বেশ কয়েকজন সদস্যই রয়েছেন টি-টোয়েন্টি স্কোয়াডে। অন্যদিকে, একঝাঁক তরুণ ক্রিকেটার ভারতীয় শিবিরে। সূর্যকুমার যাদবের নেতৃত্বে অভিষেক হল। জয় দিয়েই সফর শুরু করলেন সূর্য। ব্যাটার হিসেবে ৮০ রানের অনবদ্য একটা ইনিংসও খেলেন। ২০৯ রানের বিশাল লক্ষ্য ছিল ভারতের সামনে। ঈশানের হাফসেঞ্চুরি এবং সূর্যর অনবদ্য ইনিংসে সহজ জয়ের দিকেই এগোচ্ছিল ভারত। সূর্য ফিরতেই সাময়িক চাপে পড়ে। ঠান্ডা মাথায় ম্যাচ ফিনিশ করেন আইপিএল সেনসেশন রিঙ্কু সিং। ২ উইকেটে জয়ী ভারত। দ্বিতীয় টি-টোয়েন্টি রবিবার। বিশাখাপত্তনমে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আপডেটের জন্য নজর রাখুন TV9 Bangla Sports-এর এই লাইভ ব্লগে।
ঈশান কিষাণের হাফসেঞ্চুরি, সূর্যকুমার যাদবের অনবদ্য ৮০। চাপের মুখে দুর্দান্ত ফিনিশ রিঙ্কু সিংয়ের। বিস্তারিত পড়ুন: ক্যাপ্টেন স্কাইয়ের রেকর্ড, রিঙ্কুর সিংয়ের অনবদ্য ‘ফিনিশ’
অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই হাফসেঞ্চুরি। লোকেশ রাহুলের পর ভারতের দ্বিতীয় ক্যাপ্টেন হিসেবে প্রথম টি-টোয়েন্টিতেই হাফসেঞ্চুরি সূর্যর।
শুভমন গিলের অনুপস্থিতিতে বিশ্বকাপে প্রথম দু-ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন ঈশান কিষাণ। শুভমন ফিরতেই বেঞ্চে কাটাতে হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করলেন ধামাকায়। মাত্র ৩৭ বলে হাফসেঞ্চুরি। বিধ্বংসী মেজাজে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। ৩৯ বলে ৫৮ রানে ফেরেন ঈশান।
উইকেট পড়ায় শুরুটা করেছিলেন মন্থর। সেট হতেই বিধ্বংসী মেজাজে ঈশান। উল্টোদিকে স্কাই শো।
শুরুটা দুর্দান্ত হলেও যশস্বীর ভুলে রান আউট ঋতুরাজ গায়কোয়াড়। কিছু সময়ের ব্যবধানে আউট যশস্বীও। মন্থর শুরু করেন তিনে নামা ঈশান কিষাণ। ক্যাপ্টেন সূর্যকুমারকে সঙ্গে নিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছেন। লক্ষ্য ২০৯। প্রথম পাওয়ার প্লে-তে ২ উইকেটে ভারতের রান ৬৩।
ঝড় তুলে ভুল ঢাকার চেষ্টা করছিলেন যশস্বী জসওয়াল। তাঁর ভুলেই রান আউট হয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়। যশস্বীর ইনিংসও দীর্ঘ হল না। মাত্র ৮ বলেই ফিরলেন যশস্বী। ক্রিজে ক্যাপ্টেন সূর্য। টি-টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর ব্যাটারও।
যশস্বী কল করেছিলেন। নিজেই ফিরিয়ে দেন। কোনও ডেলিভারি না খেলেই রান আউট ঋতুরাজ গায়কোয়াড়। ক্রিজে ঈশান কিষাণ। দুই বাঁ হাতি ব্যাটার।
বাউন্ডারিতে ইনিংস শুরু ভারতের। অনবদ্য কভার ড্রাইভে বাউন্ডার। ঋতুরাজের সঙ্গে ওপেনিংয়ে যশস্বী। অর্থাৎ ঈশানকে মিডল অর্ডারে দেখা যাবে।
জশ ইংলিশের সেঞ্চুরি, স্মিথের হাফসেঞ্চুরি। ভারতীয় ফিল্ডারদের একঝাঁক ক্যাচ মিস। রান আউটও মিস হয়েছে। যার পুরোপুরি সুযোগ নিল অস্ট্রেলিয়া। নির্ধারিত ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ২০৮ রান অস্ট্রেলিয়ার। ভারতের লক্ষ্য ২০৯।
শেষ ওভার। চাপের মুখে অনবদ্য বোলিং বাংলার পেসার মুকেশ কুমারের। নো-বল না হলে আরও ভালো বলা যেত। ইনিংসের শেষ ওভারে এল মাত্র ৫ রান। উইকেট না পেলেও ৪ ওভারে দিলেন মাত্র ২৯ রান।
মাত্র ৫০ বলে ১১০। অস্ট্রেলিয়াকে ভরসা দিয়ে গেলেন জশ ইংলিশ। কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি। অস্ট্রেলিয়া ২০০ প্লাস স্কোরের পথে।
হাফসেঞ্চুরি পেরোনোর পরই রান আউট স্টিভ স্মিথ। উল্টোদিকে বিধ্বংসী মেজাজেই জশ ইংলিশ। কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি অজি কিপার-ব্যাটারের।
বিধ্বংসী মেজাজে জশ ইংলিশ। এ বার সেঞ্চুরির পথে অজি কিপার-ব্যাটার।
ওয়ান ডে বিশ্বকাপেও অনবদ্য ছন্দে ছিলেন। ভারতের বিরুদ্ধে মাত্র ২৯ বলে হাফসেঞ্চুরি জশ ইংলিশের। অস্ট্রেলিয়ার স্কোর একশো পার।
থ্রো ধরতে পারলেন না রবি বিষ্ণোই। নিশ্চিত রান আউট ছিল। অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ধাক্কা দেওয়ার সুযোগ ছিল।
প্রসিধ কৃষ্ণর কিছুই ঠিক যাচ্ছে না। পাওয়ার প্লে-তে এক ওভার বোলিং করেছিলেন। এসেছিল ১৩ রান। পাওয়ার প্লে-র বোলিংয়ে এসেও একই পরিস্থিতি। তাঁর ওভারে এল ২৩ রান!
বিধ্বংসী শুরু করেছিলেন স্মিথ। স্পিন আক্রমণ শুরু হতেই কিছুটা চাপে। ম্যাথিউ শর্টের উইকেট হারিয়ে পাওয়ার প্লে-তে ৪০ রান তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। তিন ওভার স্পিনের পর আক্রমণে আনা হল পেসার মুকেশ কুমারকে।
পাওয়ার প্লে-তে বোলিংয়ে রবি বিষ্ণোই। লেগস্পিনের ফাঁদে স্টিভ স্মিথ। নিজের বোলিংয়ে তাঁর ক্যাচ ফেলেন বিষ্ণোই। বদলে ম্যাথিউ শর্টের উইকেট পেলেন। ক্লিন বোল্ড শর্ট। ক্রিজে জশ ইংলিশ। বাউন্ডারিতে খাতা খুললেন।
পাওয়ার প্লে। বিধ্বংসী শুরু স্মিথদের। গতি কমিয়ে রোখার চেষ্টা করছিলেন অর্শদীপ। চতুর্থ ওভারেই স্পিন। অক্ষর প্যাটেলকে আক্রমণে আনলেন সূর্য।
প্রত্যাশামতোই অস্ট্রেলিয়ার হয়ে ওপেনিংয়ে স্টিভ স্মিথ ও ম্যাথিউ শর্ট। তৃতীয় ডেলিভারিতে বাউন্ডারি মেরে খাতা খুললেন স্টিভ স্মিথ।
কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তার আগে বিস্তারিত পড়ুন প্রথম ম্যাচের প্রিভিউ: নতুন টিম, ভিন্ন ফরম্যাট; আজ ফের মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া
একাদশে ঈশান কিষাণ এবং যশস্বী জসওয়াল, দু-জনই রয়েছেন। ঋতুরাজ গায়কোয়াড় নিশ্চিত। তাঁর সঙ্গী সম্ভবত যশস্বীই। ঈশানকে দেখা যেতে পারে মিডল অর্ডারে।
বিশ্বকাপের সদস্যদের বিশ্রামের ভাবনা অস্ট্রেলিয়ার। ভারতীয় দলে একঝাঁক তরুণ। দেখে নিন দু-দলের একাদশ।
ভারতের একাদশ-সূর্যকুমার যাদব, ঋতুরাজ গায়কোয়াড়, যশস্বী জসওয়াল, ঈশান কিষাণ, তিলক ভার্মা, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, মুকেশ কুমার, প্রসিধ কৃষ্ণ
অস্ট্রেলিয়া একাদশ: স্টিভ স্মিথ, ম্যাথিউ শর্ট, জশ ইংলিশ, অ্যারন হার্ডি, মার্কাস স্টইনিস, টিম ডেভিড, ম্যাথিউ ওয়েড, শন অ্যাবট, নাথান এলিস, জেসন বেহরেনডর্ফ, তনবীর সাঙ্ঘা
অধিনায়ক হিসেবে প্রথম টস। জিতলেনও। ব্যাটিং প্যারাডাইসে রান তাড়ার সিদ্ধান্ত সূর্যকুমার যাদবের। পরের দিকে শিশিরের প্রভাব, মনে করছেন সূর্য।
বিশাখাপত্তনমের পিচ রিপোর্ট দিলেন ম্যাথিউ হেডেন। হাইস্কোরের সম্ভাবনা। আউট ফিল্ড কুইক।
২০১৯ সালে শেষ বার ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল ভারত। সেটাও অস্ট্রেলিয়ার কাছে। এ বার তার বদলা নেওয়ার পালা।
টি-টোয়েন্টি ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন সূর্যকুমার যাদব। ওয়ান ডে বিশ্বকাপে তাঁর পারফরম্যান্স ভরসা দেওয়ার মতো ছিল না। এ বার নেতৃত্বের দায়িত্বও তাঁর কাঁধে।